![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশে এক প্রকারের মানুষ আছে ............ খুব লাফালাফি করে ...............
পহেলা বৈশাখ বাঙ্গালী সংস্কৃতির হ্যান- ত্যান ... না করলে তুমি বাঙ্গালী না......... পাকিস্তানী ............ ভাই হইছে ......... এই দেশে বাঙালি বাস করে ২ হাজারের ও বেশি আগে থেকে আর পহেলা বৈশাখ পালন করা আসলো মাত্র কিছুদিন আগে (১৯৬৭ হবে হয়ত) । আর ইলিশ খাওয়া তো আসলো মাত্র সেইদিন , ১৯৯২ এর দিকে ............ এইবার আসেন আসল কথায় ............ পহেলা বৈশাখ বিদআতি জিনিস তা আপনাদের কে বলছে ??? একটা দিন কিভাবে বিদআতি হয় ??? যা বলা হইতেছে তা হল এই দিনে অনেক ধরনের অনৈস্লামিক কাজ হয় - যেমন মঙ্গলযাত্রা ।
এধরনের কাজ থেকে মুসলমান দের কে বিরত রাখার জন্যই চেষ্টা করা হচ্ছে ......... এখন আপনি যদি না মানেন তাহলে আপনি যান, মঙ্গযাত্রা (মঙ্গলযাত্রা মানে টা কী ??? এই যাত্রা করলে আপনার মঙ্গল হবে??? ১৯৬৭ এর আগে এইটার তো নাম গন্ধ ও ছিল না ) করেন , আর যদি প্রকৃত মুসলমান হয়ে থাকেন তবে কোন কাজ টা করা উচিৎ কোনটা উচিৎ না তা নিজে থেকেই বুঝবেন ............ যেই কাজ ইসলামে না করা হয় নাই তা করতে পারেন, কিন্তু যা করা হারাম করা হইছে তা কেন করবেন ??
সকলকে আল্লাহ জানার ও বুঝার জ্ঞান দান করুক............
সবাইকে নববর্ষের আগাম শুভেচ্ছা ।
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:১৬
অপু্র্ব আহমেদ বলেছেন: আপনি ইচ্ছা থাকলে যান । আমি কি বললাম তাতে আপনার আসে যায় কেন ??
২| ১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ১০:৩৬
খালি বালতিফারখালি বালতি বলেছেন: মির্জা বাড়ির বউড়া নামে এক বেশরম মাল্টির কারণে বেলের শরবত, শরণার্থী, আখের রস তিনটা নিক ব্যান হয়েছে আমার। তবুও আমি অগ্নিসারথির হয়ে চিকা মারা থামাব না। এখনকার অবস্হা দেখেন
জার্মান প্রবাসেঃ ১৬৪৬
অগ্নি সারথির ব্লগঃ ৩০৭
ইস্টিশন ব্লগঃ ১৯৫
প্রবীর বিধানের ব্লগঃ ৬১
ইতুর ব্লগঃ ৩২
আপনাদের বুঝা উচিত আপনাদের কম ভোট দেয়ার কারণে অন্যরা সুযোগ নিচ্ছে। জার্মান প্রবাসে ওয়েব সাইটটি টাকা দিয়ে ইন্টারনেটে ভোট কিনছে, ওদের প্রতিযোগিতা থেকে বহিঃস্কার করা উচিত। জার্মান প্রবাসে ব্লগ জার্মানীতে একটা চাকচিক্যময় জীবনের প্রতি ইঙ্গিত দিয়ে চলা ব্যবসায়ি এজেন্সি ছাড়া কিছু না। সেখানে অগ্নি সারথি এই ব্লগের শতাব্দির সেরা ব্লগার। সেখানে আমার ভরষা শুধু নিজেদের ব্যাক্তিগত ফেসবুক একাউন্ট টি যেখানে বন্ধু মাত্র ১০২৪ জন। আর কিছু সহব্লগার।
মাননীয় জুরি বোর্ডের প্রতি আমার আকুল আবেদন, শুধু আমাকে আর ইতুর ব্লগকে বিবেচনা করতে, বাকিরা সব কয়টা ভন্ড। একজন ব্লগার শুধু ব্যাক্তি তথা ইউজার একজন আর একটি ব্লগ হল কয়েক হাজার ব্লগারের সমন্বিত রুপ। আর বিষয়টা যেহেতু যোগ্যতার চেয়ে যোগাযোগের এর সেহেতু আমাকে জয়যুক্ত করা হোউক। একজন ব্লগার কখনোই পুরো একটা ব্লগের প্রতিদ্বন্দ্বী হয়ে টিকে থাকতে পারেনা। আশা করি আপনারাও বিষয়টা নিয়ে ভাববেন এবং আমাকে ব্লগে রেসিডেন হিসাবে নিয়োগ দেবেন।
নববর্ষের উৎসবে যাওয়ার আগে পরে আমাকে দুইটা করে ভোট দিয়ে যান, আমি জিতলে সামু জিতবে।
©somewhere in net ltd.
১|
১৩ ই এপ্রিল, ২০১৬ রাত ৯:৫৪
কলাবাগান১ বলেছেন: আপনি ঘরে বসে থাকুন। অন্য রা কি করল তাতে আপনার এত আসে যায় কেন???