নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজী রাফসান

নিজের বিবেক কে জিগ্রত করতে ইচ্ছুক একজন

কাজী রাফসান › বিস্তারিত পোস্টঃ

জামাত-শিবির এর কাছে জানতে চাই

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১

যারা মদ্রাসা পাশ করে বড় উলামা বা আলেম হয়েছেন তারা অনেক পড়ালেখা করেছেন নি:সন্দেহে । কিন্তু তাই বলে তারা সবাই রাজাকার জঙ্গি জামাত ?

তারা হয়ে যান কিংবা হতে বাধ্য করা হয় হয়তোবা

আজকে বাস এ করে যখন শাহবাগ যাচ্ছিলাম তখন দেখলাম কিছু কিশোর এবং কয়েকজন বয়স্ক হুযুর ঘরানার লোক বাস এ উঠলেন । সমগ্র বাস এর সমস্ত লোক তাদের দিকে কেমন একটা দৃষ্টি তে তাকালেন, হতে পারেন তারা জামাত অথবা কেবল ই মুসলিম ঘরানার মানুষ। একটা জিনিস খারাপ লাগল। এতদিন দেশের বাইরে মুসলিম দের কে "টেররিস্ট" ভাবা হত এখন ভেতরেই ভাবা হচ্ছে । একজন মুসলিম হিসেবে আমি লজ্জিত বোধ করি ।



দাড়ি রাখা টা সুন্নাত , কিন্তু আজকাল দাড়ি দেখলে লোকে নানা অর্থ করে , আমি মুসলিম হিসেবে লজ্জিত



আল্লাহর বানী তে কি আমরা এসব শিক্ষা পাই ? মহানবী (স) এর জীবনাদর্শে কি আমরা তাই দেখি ?

কেন করছেন এমন ? কেন করছেন আমাকে লজ্জিত ? ইসলাম কে নিজের ধর্ম হিসেবে তুলে ধরতে গেলে কেন মাথা নোয়াতে হয় আপনাদের জন্য ? কোনটা কে আপনারা জিহাদ বলছেন ? নিজের ধর্ম কে লজ্জিত করাটা কে ? মাঝে মাঝে মনে হয় আপনারা মুসলিম ই না , মুসলমান কে কলুষিত করার হাতিয়ার । আপনারা যদি ঠিক হতেন হিংসা রেষারেষি করে নয় সঠিক পথে নিজের দাবি জানাতেন , আল্লাহ পবিত্র কুরআন এ তাই বলেছেন

কোন শিক্ষা টি আপনাদের কাছে কুরআন এর শিক্ষা জবাব দিন ? আমি জবাব চাই আপনাদের কাছে

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

পুংটা বলেছেন: মানুষ তার চিন্তার সাথে প্রতারণা করতে পারে না। মানুষ একা একা বাচতে পারে না, সবারই দল দরাকার। দল মানেই শক্তি। ওই পোলাপানে মাদ্রাসা পাশ কইরা কই যাইবো? :|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.