নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পায়ে হেঁটে এসেছি হেঁটেই ফিরে যাবো

ফেরেশতা চেয়ে পুণ্যবান

পায়ে হেঁটে এসেছি হেঁটেই ফিরে যাবো

ফেরেশতা চেয়ে পুণ্যবান › বিস্তারিত পোস্টঃ

এই না হলে হারবাল, এই না হলে বিজ্ঞাপন!

২০ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০২





সেদিন ধামরাই ঢুলিভিটা বাসস্ট্যান্ডে দেখলাম এই বিজ্ঞাপন। সেখানে বড় বড় হরফে লেখা আছে-

স্বাস্থ্য হিনতা

মুখে অরুচী

ও ক্ষুধা

বৃদ্ধি

করে



এখন প্রশ্ন হলো, এই হারবাল ওষুধটা কী কী বৃদ্ধি করে?

নাম্বার ১. স্বাস্থ্যহীনতা (স্বাস্থ্য হিনতা)

নাম্বার ২. মুখে অরুচি (অরুচী)

নাম্বার ৩. ক্ষুধা



সুতরাঙ এই বিজ্ঞাপনে উল্লিখিত হারবাল ওষুধটা আমাদের আর কী কী বৃদ্ধি করিতে পারে বলে আপনাদের ধারণা?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৯

শূন্য পথিক বলেছেন: হাহা! জটিল B:-/ B:-/ =p~ =p~

২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫৩

ঢাকাবাসী বলেছেন: হা হা হা । এদেশে মনে হয় মাত্র ১৫- ২০% লোক্‌ ভাল ইংরেজী বাংলা জানা শিক্ষিত। গোল্ডেন এ পাওয়া ছাত্র ৩ লাইন সঠিক ইংরেজী লিখতে পারেনা!

২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:১৫

ফেরেশতা চেয়ে পুণ্যবান বলেছেন: কী আর করা যাবে?

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:০৫

বশর সিদ্দিকী বলেছেন: আগ গোড়া দুইটাই একউ সাথে মোটা এবং চিকন বানাইয়া ফেলতে পারবে বলে আমার ধারনা। X( X( X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.