![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
৬৪ বছর পর বাংলাদেশ সময় আজ রাত ২টায় অ্যারিনা করিন্থিয়াস স্টেডিয়ামে ব্রাজিল মেতে উঠবে ফুটবলের মৌতাতে। পিঠের ওপর এন্তার বিতর্কের বোঝা আছে। সাও পাওলোর রাস্তায় জনগণ বিক্ষোভে ফুঁসছে। কিন্তু ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিশ্বকাপের মাত্র ২৫ মিনিটব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানের সব প্রস্তুতিই সম্পন্ন হওয়ার পথে। ঠিক কী করা হবে, মিডিয়ার কাছে তা জানানো হয়নি। বিদেশি সংবাদমাধ্যমগুলো শুধু আকার-ইঙ্গিতে জানাচ্ছে, চোখ-ধাঁধানো কিছুই করা হবে। প্রায় ছয়শ' নৃত্যশিল্পী রোজ অনুশীলন করছেন। আজ তাদের ফাইনাল ম্যাচ। যেখানে তারা শেষ করবেন, ঠিক সেখান থেকেই ক্রোয়েশিয়ার মুখোমুখি হয়ে 'হেক্সা' মিশন শুরুর পর্দা উন্মোচন করবে ব্রাজিল। প্রত্যাশার পারদটাও ঠিক তখন থেকে প্রত্যেক ব্রাজিলিয়ানের মাথায় চড়ে বসবে। লুই ফেলিপ্পে স্কলারি অ্যান্ড কোংয়ের বর্তমান অবস্থাটা তাই একটি মন্তব্যেই বুঝিয়ে দিলেন সাও পাওলো পেপারস্ট্যান্ডের মালিক আনা কারমো_ 'তাদের ওপর এখন ভীষণ চাপ। শিরোপা জেতাটা তাদের জন্য বাধ্যতামূলক।
অনলাইনে খেলাগুলো দেখতে পারেন এখানে ক্লিক করুন
২| ১২ ই জুন, ২০১৪ রাত ১০:৫৬
নতুন বলেছেন: শেষপযন্ত পাকী টিভিতে???
৩| ১২ ই জুন, ২০১৪ রাত ১১:২৭
সোহান বাশার বলেছেন: ওটা পাকিস্তানের টিভি না, ইন্ডিয়ান টিভি পাকিস্থানি টিভি দেখতে চাইলে এই লিং এ যাইতে পারেন: Click This Link
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৪ রাত ১০:২৪
সোহান বাশার বলেছেন: যদি দেখতে সমস্যা হয়ে তা হলে এখান থেকে দেখুন: Click This Link