নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাটাবন

কাটাবন › বিস্তারিত পোস্টঃ

আর কত ?

১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ ভোর ৬:৪৮

গার্মেন্টস্ শিল্প বিরোধী আমি নই ।

আপনার স্কুলপড়ুয়া বোন যদি আপনাকে বলে একটি ছেলে তাকে স্কুল থেকে আসার সময় প্রতিদিন বিরক্ত করে ,
এতেই তো আপনার রক্ত মাথায় উঠবে । ঐ ছেলেটি কিন্তু আপনার বোনের শরীরে হাত দেয় নি, বিরক্ত করেছে মাত্র ।
ছেলেটিকে শায়েস্তা না করা পর্যন্ত আপনি ঘুমাতেই পারবেন না ।

এবার ভাবুন তো .....
আপনাদের মা -বোনেরা যদি তাদের অফিসের বস দ্বারা নির্যাতিত হতেন, তাহলে কি করতেন আপনারা ?
১. মুখে প্রতিবাদ করতেন ?
২. আপনি স্থানীয় বাসিন্দা হওয়ায় বা রাজনৈতিক দলের প্রভাব খাটিয়ে সেই বসকে পেটাতেন ?
৩. পুলিসের কাছে যৌন নির্যাতনের কেস করতেন ?
৪. ভূক্তভোগীকে চাকুরি করতে নিরুৎসাহিত করতেন ?

আপনি উপরের সবগুলোই করতেন । দম থাকতে কমে ছাড়তেন না । কারণ আপনার টাকা, ক্ষমতা , প্রভাব সবই আছে ।
আপনার মা-বোনদের পেটের কোন তাগিদ নেই । চাকুরি না করলেও কিছু যায় আসে না ।

কিন্তু পেটের তাগিদ আছে একজন পোশাক শ্রমিকের । সে হোক পুরুষ কিংবা মহিলা ।

একজন পোশাক শ্রমিক আপনাদের মত প্রতিবাদ করতে পারা তো দূরে থাক মুখ খুলতেই সাহস পায় না ।
আর যারা সাহস করে মুখ খোলে তাদের চাকরি থাকে না ।

তারা সমস্ত দুঃখ কষ্টের নীরব শ্রোতা । কিছুই করার নেই তাদের ।

যেখানে কোম্পানির মালিক অফিসেই যৌনতা করেন, সেখানে তার কর্মচারীরা কি করবেন ?

আর মালিকেরা তাদের ফ্যাক্টরির তৈরীকৃত মাল বা পোশাক বিদেশী বায়াদের দিয়ে পাশ করাতে , তাদের কাছে গাদা-গাদা সুন্দরী তরুনী এনে দেন ।

বিষয়টা এই রকম ,
সুন্দরী নারী + কিছু ড্রিংকস = goods are passed .

পোশাক শিল্পের একজন সামান্য লাইন চীফ(line chief) বা সুপারভাইজার (supervisor) , তারা তাদের অধিনস্থ কোন সুন্দরী মেয়েকে বাদ রাখেন না ।
অফিসারদের কথা তো বাদ ই দিলাম ।

কোন মেয়ে যদি তার শরীর দিতে অস্বীকৃতি জানায়, তাহলে তাদের বস তাদের সাথে দূর্ব্যবহার করেন । প্রশাসন বিভাগে বিচার দেন , এই মেয়েকে দিয়ে প্রডাকশন হচ্ছে না ।
কিংবা টার্গেট অনুযায়ী কাজ করছে না ।
তাকে বের করে দেন ।

একজন ভদ্রলোক যিনি কিনা একসময় লাইনচীফ ছিলেন ,

তিনি এখন ফ্যাক্টরি ম্যানেজার । কারন তিনি বিদেশী জি.এম এর জন্য ভালো ভালো মেয়ে জোগার করতে পারতেন ।

একজন ভদ্রমহিলা , তিনিও একসময় লাইন চীফ ছিলেন। কোন শিক্ষাগত যোগ্যতা নেই ।
কিন্তু বর্তমানে সে এখন ওয়েলফেয়ার অফিসার ।

অসহায় -দরিদ্র বাঙালী নারীরা আজীবন ভোগের পাত্রই রয়ে গেল ....।

স্কুল-কলেজ -বিশ্ববিদ্যালয়ে ঘটিত মেয়েলি কেলেঙ্কারি কে বিচ্ছিন্ন ঘটনা বলা যায় ।
কিন্তু গার্মেন্টস এর এই বিষয়গুলো বিচ্ছিন্ন কোন ঘটনা নয় । এখানে এইগুলো সচরাচর ঘটছে ....।

পোশাকশিল্পে শুধুমাত্র কঠোর নীতিমালা না থাকার কারনে,
শত শত পরিবার ভেঙে যাচ্ছে ......

এর পূর্বে আমি আরও একটি লেখা পোষ্ট করেছিলাম , "গার্মেন্টস এবং অবাধ যৌনতা "
শিরোনাম দিয়ে । ওখানে অনেকেই বলেছেন
যে, পরিসংখ্যান ব্যতীত কিভাবে আমি ওই লেখাটি পোষ্ট করেছিলাম ? আরও বলেছেন কোন গবেষণা ছাড়া ঐ ধরনের লেখা মানে পোশাকশিল্পের বিরোধিতা করা ।

আমি তাদের বলতে চাই, গার্মেন্টস এ কেউ জাতীয়ভাবে পরিসংখ্যান এবং গবেষণার জন্য আসবে না । আসলে তো শ্রমিকদের উপর অমানবিকতার সমস্ত গুমর ফাঁস হয়ে যাবে ।


আর কত ভাবে পোশাকশ্রমিকদের দুর্দশার বর্ণনা দিলে বিষয়টি সরকারের নজরে আসবে ?

মন্তব্য ৭ টি রেটিং +১/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০১

কলাবাগান১ বলেছেন: গার্মেন্টস এর মেয়েদের উচিত এই সমস্ত চটি লেখকদের দুই গালে জুতা মারা.....

এরা মেয়েরা বাইরে কাজ করছে দেখলেই যৌনতা দেখতে পায়....ঘুরায়ে ফিরায়ে মেয়েরা ঘরে ফিরে যাও...

যে ভাবে জেনেরালাইজড ভাবে লিখেছেন মনে হয় গার্মেন্টস না যৌন পল্লী!!!!!! একটা দুইটা ঘটনা হয়ত চাপা দেওয়া যায়..এরকম হলে গার্মেন্টস এ গার্মেন্টস এ আগুন লেগে যেত...আপনি বাংগালী মেয়েদের খুব ছোট ভাবেই দেখছেন...গরীব হলেও তাদের গাটস আছে তাই সততার সাথে কাজ করে উপার্জন করছে...রাতের বেলায় পার্কে গিয়ে শরীর বিক্রি করছে না

২| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৮:০৫

কলাবাগান১ বলেছেন: সেইম কথা এর আগেও বলেছিলেন
http://www.somewhereinblog.net/blog/katabon/30089468#c11183508
সেখানে আমি বলেছিলাম:
"আপনাদের হিডেন এজেন্ডা কি তা বুঝতে অসুবিধা হয় না। এই গার্মেন্টেস ই আপানাকে আজ কি বোর্ডে ঝড় তুলতে সক্ষম করেছে। গার্মেন্টেস না থাকলে, একটা মাউস ও কিনতে পারতেন না। নারিদের দোষ খুজতে নিজের দিকে আগে তাকান"

৩| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৬

আহলান বলেছেন: বিষয়টি সর্বব্যাপি ঘটছে, শুধু যে গার্মেন্টস গুলোতে, তা নয় .... সুযোগের সদ্ব্যবহার করার লোকের কি অভাবআছে ? নাটক, সিনেমার লাইনে কি এসব নাই? মিডিয়া জগতে কি এসব ভোগ ভাগের ব্যপার নাই? নিজেকে শুধরাতে হবে, শুদ্ধ রাখার চেষ্টা করতে হবে ...এটাই হলো কথা

৪| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:২৯

রাইতের কইতর বলেছেন: আর কত ভাবে পোশাকশ্রমিকদের দুর্দশার বর্ণনা দিলে বিষয়টি সরকারের নজরে আসবে ? :(

৫| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১০:৫৫

কলাবাগান১ বলেছেন: এই রকম একটা লিখায় (নারীদের ছোট করা) তে সেলিব্রেটি ব্লগার রা আবার প্লাস দেয়

৬| ১০ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৩

অরন্য সামির বলেছেন: কলাবাগান,,,তুই বসে বসে কলা খা।তোকে কে বলছে ব্লগে আসতে??

৭| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ৯:০৯

বিজন রয় বলেছেন: ভাল বলেছেন।
++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.