নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাটাবন

কাটাবন › বিস্তারিত পোস্টঃ

Rascal Governance

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:০৯

এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ নয় ।
এটা ভিআইপি মিনিষ্টার আর আমলাদের বাংলাদেশ ।
সরকারি কোন নিয়োগ হলে , তারাই সিট ভাগাভাগি করে নেন । আর সাধারণ মানুষ পথের ভিক্ষারী ।

শুধুমাত্র ভোটের সময় সাধারণ মানুষেরাই বাবজান-খালুজান হয়ে যান ।

বেপরোয়া গতিতে বাস চালিয়ে চলচ্চিত্র ব্যক্তিত্ব তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজনকে হত্যার দায়ে বাসচালক জামির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে ।

এখানে তারেক মাসুদ বিশেষ ব্যাক্তিত্য বলে, তাদের দুর্ঘটনার কারণ তদন্ত করে বিচার করা হয়েছে ।

তাহলে ,প্রতিদিন ই তো সড়ক দূর্ঘটনায় সাধারন মানুষ প্রাণ হারায় । কই? তখন তো সেই দূর্ঘটনার তদন্ত হয় না ।
যদি সেইসব দূর্ঘটনাকে বিচারের আওতায় এনে, বেপরোয়া বাস-ট্রাক চালকের শাস্তির ব্যবস্থা করা হয় , তাহলে হাজারো মানুষের জীবন বাচবে ।

বিষয়টি এই রকম ,

১ । একটি বাসের পিছনের সিটগুলোতে বসেন কোট-টাই পরিহিত ভদ্র-শিক্ষিত লোকজন ।
২ । এবং সেই বাস নিয়ন্ত্রন করেন, একটা অশিক্ষিত -মূর্খ, বখাটে, অদক্ষ, গাজা খোর-বিড়িখোর, মদ্যপ বাসচালক ।

ভেবেদেখুন, এতগুলো মানুষের জীবন এই রকম একটি বাস-ট্রাক চালকের কাছে তুলে দেয়া হয় ।

সেখানে দূর্ঘটনা একটি স্বাভাবিক বিষয় ।

সরকার এবং প্রশাসন যদি উন্নত দেশের মত শিক্ষিত এবং দক্ষ ড্রাইভারদের নিয়োগ দেয়, তাহলে সড়ক দূর্ঘটনা অনেক-অনেক কমে যাবে ।মা-বোনদের স্বামী-ভাই হারানোর আহাজারি থাকবে না ।

আর একটি কথা ,

সাংসদ মনজুরুল হত্যা মামলায় পুলিশ এবং গোয়েন্দা যেভাবে তদন্তের গুষ্ঠি বের করতেছেন ,
যদি সাধারণ মানুষের হত্যায় এই রকম তদন্ত করতেন ,
তাহলে বাংলাদেশে "খুন-হত্যা" এই দুটি শব্দই থাকত না ।


কি দোষ করেছি আমরা সাধারন মানুষ ?
থানায় আমাদের বিচার ই নেয় না । ডায়রি করাতে গেলেও মোটা অঙ্কের ঘুষ লাগে ।

আমাদের দেশে ফখরুদ্দিন নয় দুতের্তে সরকার প্রয়োজন ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ ভোর ৪:২১

চাঁদগাজী বলেছেন:


ছাত্র রাজনীতিবিদরা দেশ চালিয়ে রাজনীতি শিখছে!

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ১:৫৪

কানিজ রিনা বলেছেন: আসলে একটা সত্য কথা বলেছেন ড্রাইভাররা
সবই মদখোর গাজা খোর। ট্রাফিক পুলিশ
এবিষয়ে সচেতন হওয়া অত্যান্ত জরুরী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.