![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
US Navy facebook official পেজে কটুক্তিমূলক কমেন্ট করায়, facebook authority আমার আইডি বন্ধ করে দিয়েছে । কমেন্টস করার দুই ঘন্টার মধ্যেই আমার আইডি বন্ধ হয়ে যায় । আমার কাছে এটা কটুতা মনে হয় না ।
চিরন্তন সত্যই বলেছিলাম । আমেরিকা চাঁদে যায় নি । স্নায়ু যুদ্ধের সময় নিজেদের তুলে ধরতেই আমেরিকা বিশ্ববাসীকে বোকা বানিয়েছিল ।
আমার কমেন্ট-টি ছিল,,,,,World believe nothing of USA activities since fake moon landing 1969.
ছবিতে দেয়া ওই স্ট্যাটাসেই , এই কমেন্ট করেছিলাম
২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫২
সোহানী বলেছেন: কেন রে ভাই আজাইরা কামে নাক গলানো। দেশের সমস্যায় হিমসিম খাই আমরা, ওইগুলা নিয়া লিখেন। আম্রিকার পিছে বাশঁ দেয়ার মতো ক্ষমতা এখনো হয় নাইক্বা ভাইজান। আম্রিকান ভিক্ষা খাইয়া এখনো আমাগো দিন চলে। আগে তাগো সমান সমান হোন দেন লম্বা বাঁশ লইয়া দৈাড়াইয়েন।........
৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:২৮
আবু তালেব শেখ বলেছেন: 1969 সালের প্রযুক্তিতে কখনো চাদে যাওয়া সম্ভব ছিলো না। বড় একটা নাটক হয়েছিল।
এই নিয়ে বিস্তারিত লিখুন
৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৯:৪৪
সাহির নেওয়াজ বলেছেন: ভাই আদার বেপারী হয়ে জাহাজের খবর নিয়ে দৌড়ান কেন!!? প্রযুক্তি আইন অনেক কড়া, ফেসে গেলে বিপদ আছে।
৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:০৮
কলাবাগান১ বলেছেন: ১৯৬৯ সনে চাদে রেখে আসা মিরর কে ইউজ করে প্রতি বছর পৃথিবী থেকে লেসার দিয়ে চাদের দূরত্ব্য মাপা হয়...এই মিরর কি কোন ধর্মান্ধ রেখে এসেছিল?? ধর্মান্ধ যাদের জ্ঞানের লেভেল হল সূর্য একদিন পশ্চিম দিক থেকে উঠবে এই পর্যন্ত্যই তা রা আসে চাদে একবার না ৭-৮ বার যাওয়া কে ফেইক বলতে..আপনাদের দৌড় বলা পর্যন্ত্যই....
যখন মার্কিনীরা মংগল গ্রহে যাওয়ার আয়োজন করছে, তখন আপনারা ব্যস্ত রূপকথার রিসার্চ করতে (দাজ্জাল আসছে)..।
৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৯
রাজীব নুর বলেছেন: আল্লাহ ভরসা।
৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:০১
আবু তালেব শেখ বলেছেন: কলাবাগান 1969 সালের পর মানুষ কত বার চাদে গিয়েছে? চাদে যাওয়া মিথ্যা সেটা অনেক ব্যক্তিরা প্রমান করেছে।
চাদে রেখে আসা মিরর দিয়ে যখন নাসা পরীক্ষা করে তখন আপনি মনে হয় সেখানে উপস্হিত থাকেন?
৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১১:২৮
আবু তালেব শেখ বলেছেন: http://www.somewhereinblog.net/blog/abutashfeenblog/29003900
৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১:৩০
নতুন বলেছেন: এই বিষয়ে প্রশ্ন আছে কিন্তু এটা সাজানো তা প্রমানিত না।
আপনি মানেন এটা চিরন্তন সত্য কিন্তু এটা প্রমানিতা। আর রাশিয়া কেন এটা ভুয়া প্রমান করলো না? তারাই তো বেশি খুশি হতো যদি ভুয়া প্রমান হতো।
১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৩
অাব্দুল্লাহ অাল কাফি বলেছেন: সত্য কথায় সবার সহ্যগুণ সমান নয়।আইডি ব্লক করে আমেরিকা প্রমান করেছে যে আপনি সত্যই বলেছেন।
১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৪০
কলাবাগান১ বলেছেন: @আবু তালেব শেখ
আপনাদের মত অশিক্ষিত লোকদের জন্যই কন্সপিরিউসি থিয়োরী তৈরী হয়...যাদের শিক্সার জোর কম তারাই এসব গাল গল্প বিশ্বাস করে কেননা এটা বিশ্বাস করতে পড়ালিখার দরকার হয় না আর এসমস্ত লোকের বেশীর ভাগ ই ধর্মান্ধ হয় সেটা যে কোন ধর্মের ই হোক খ্রিস্টান, হিন্দু, মসুলমান সব এক রকমের।
নাসায় থাকতে হবে কেন ...ছবিতে দেখুন কি ভাবে দূরত্ত্ব মাপা হচ্ছে এপোলোর রেখে মিরর থেকে আলোর রিফ্লেকশন থেকে
@আবু তালেব শেখ
আপনাদের মত অশিক্ষিত লোকদের জন্যই কন্সপিরিউসি থিয়োরী তৈরী হয়...যাদের শিক্সার জোর কম তারাই এসব গাল গল্প বিশ্বাস করে কেননা এটা বিশ্বাস করতে পড়ালিখার দরকার হয় না আর এসমস্ত লোকের বেশীর ভাগ ই ধর্মান্ধ হয় সেটা যে কোন ধর্মের ই হোক খ্রিস্টান, হিন্দু, মসুলমান সব এক রকমের।
নাসায় থাকতে হবে কেন ...ছবিতে দেখুন কি ভাবে দূরত্ত্ব মাপা হচ্ছে এপোলোর রেখে মিরর থেকে আলোর রিফ্লেকশন থেকে
১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৩:২৭
কালীদাস বলেছেন:
এই হল আপনার মূল্যবান ব্লগিংএর সারসংক্ষেপ :
পোস্ট করেছি: ৬টি
মন্তব্য করেছি: ৮টি
মন্তব্য পেয়েছি: ৭৮টি
ব্লগ লিখেছি: ২ বছর ২ মাস
অনুসরণ করছি: ০ জন
অনুসরণ করছে: ২ জন
এহেন প্রায়-বোবা ব্লগারের কাছ থেকে আমেরিকার নেভিরা কমেন্ট পেলে তো ভড়কে যাবেই আমিই তো ভয় পাচ্ছি হঠাৎ হঠাৎ আপনার জবান খোলে কিভাবে কোন পরিবেশে!
@ আবু তালেব শেখ: চাঁদে যাওয়ার কন্সপেরেসিটা পুরান, কয়েকটা পয়েন্ট আমাকেও মাঝে মাঝে কনফিউজড করে ফেলে। তবে কলাবাগানের দাবিটা সত্যিই। এই লিংকটা চেক করে দেখতে পারেন রেফারেন্স লিংকগুলো, প্রথম এলিমেন্ট চাঁদে সোভিয়েটরাই রেখে এসেছিল। এখন আর মানুষ পাঠানো হয় না কারণ এরকম খরুচে অভিযানের কোন মানে হয়না এখন আর কোল্ডওয়ার শেষ হয়ে যাওয়ায়, তাছাড়া এরকম চরভাবাপন্ন পরিবেশে নিকট ভবিষ্যতে মানুষের বসতি গড়ার কোন কারণও নেই। তবে মানুষছাড়া অভিযান এখনও চলে, চাইনিজরা পর্যন্ত চালিয়েছে বেশ কয়েক বছর হয়।
©somewhere in net ltd.
১|
০৬ ই ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ৭:৫১
সৈয়দ ইসলাম বলেছেন: ভাগ্যিস আপনার বিরুদ্ধে মামলা হয় নি!
বাংলাদেশ হলে ডিজিটাল আইনে ফেঁসে যেতেন।
শুভসকাল