নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
What do you want your story to be? And then go write your masterpiece.
ছবিঃ অন্তর্জাল
সময় বয়ে চলে নিজস্ব গতিতে, জীবন ও বয়ে যায় আপন গতিতে, কোথাও কিছু থেমে থাকে না। শুধু কোথাও না কোথাও থেকে যায় কিছু অনুভুতি। চলার পথে হঠাৎ থমকে দাঁড়াতে হয়। দেখতে দেখতে মার্চ এসে গেছে। রোজকার মত আমি কাজ শেষে কিছুক্ষণ ফুড কার্ট এর সামনে বসি। যদি একবার ওর দেখা পাই এই আশায়। চারদিকে কত মানুষ অথচ কোথাও নিহান নেই। আজও কফি হাতে বসে আছি, এই কফিটা বিবিএ'র ক্যাফেটেরিয়ার কফির মত বিচ্ছিরি, মনে হচ্ছে গরম পানি খাচ্ছি। কফিটা মুমিনুল এর সামনেই ফেলে দিই, ও কিছু বলেনা, আমিও না। ভীড় না থাকলে মুমিনুল আমার সাথে অনেক কথা বলে, আমি মনোযোগী ছাত্রের মত চুপচাপ শুনে যাই। বেশীরভাগ জুড়েই তার মঞ্চ নাটকের গল্প। মাঝে মাঝে আসলে আমি কিছুই শুনি না, নিয়ন বাতির আলোয় পার্পল কালারের শার্ট পরা সেই ছেলেটাকে খুঁজি, যার জন্য আমার বুকের ভেতর অজানা ব্যাথার ঢেঊ বয়ে যায়।
বেইলী রোডের এই পথ হাঁটতে এখন আর আমার ভালো লাগে না। রুমে এসেই বইগুলো নাড়াচাড়া করে ফেলে রাখি, পড়া আর হয় না। ঘড়ির কাটায় ১২:৩০। আমি চুপচাপ হাটুতে মাথা গুঁজে বসে থাকি। আমার এতটা একা লাগে, আমার চিৎকার করে বলতে ইচ্ছে করে, নিহান, তোমার জন্য আমার অনেক কষ্ট হচ্ছে।
অন্ধকার ভেদ করে হিয়ার কান্নার শব্দ ভেসে আসে। আমি চুপচাপ তাকিয়ে থাকি। কি বলবো এই মেয়েটাকে আমি? বাথরুমে কল ছেড়ে আমি কি কম কেঁদেছি? পরিবার পরিজন ছেড়ে এই শহরে এসে কি যন্ত্রণায় না কেটেছে একেকটা দিন। কতদিন তীব্র খিদে নিয়ে ঘুমিয়ে পড়েছি, কতরাত জানালার গ্রিল ধরে বোবা কান্না কেঁদেছি। আমি আলো জ্বেলে হিয়ার পাশে গিয়ে বসি। বোকা মেয়ে এভাবে কেউ কাঁদে!
হিয়া ভেজা চোখে আমার দিকে তাকিয়ে থাকে। যে জীবন তুমি ফেলে এসেছ, সে জীবন আর কখনোই তোমার হবে না, ভালোবাসতে শিখো, দেখবা সব বদলে গেছে। আমি অনেকটা সময় হিয়ার পাশে বসে থাকি, মেয়েটা ঘুমিয়ে পড়ে, সদ্য কলেজে পড়া মেয়েটার জন্য আমার মায়া হয়।
আমার পরীক্ষার ফি জমানো হয়ে গিয়েছে, আর মাত্র কয়টা দিন, তারপর চলে যাবো। আমার জায়গায় অন্য মেয়ে কাজ করবে। সন্ধ্যায় ফুড কার্টে গিয়ে বসি। মুমিনুলকে বললাম, আমি চলে যাচ্ছি। ও মুখ ভার করে বললো, সবাই চলে যায় কেউ থাকে না। তবে কি জানেন, তুলি আপা, আমার আপনাকে মনে পড়বে। আপনি যে প্রতিদিন ব্যাগের মধ্যে একটা করে টিপ আটকে রাখেন এটা কেন করেন বলেন তো? আমি ম্লান হেসে বললাম, এমনি ভালো লাগে।
আচ্ছা তুমি আমার একটা কাজ করে দিবা?
জ্বী, বলেন। কি করতে হবে?
তুমি এই চিঠিটা যদি কখনো নিহানকে দেখো তাকে দিবা। মুমিনুল আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে।
আমি ধরা গলায় আবারো বললাম, মুমিনুল দিবে তো?
জ্বী আপা। যদি আমি ভাইকে দেখি অবশ্যই দিব।
আমি চোখ মুছতে মুছতে এগিয়ে যায়। এ রাত, এ শহর, পিচঢালা পথ সবকিছু বিভ্রম মনে হয়। রুমে এসেই চিৎ হয়ে শুয়ে থাকি। কাপড় চেঞ্জ করতেও আলসেমি লাগে। হিয়া রুমে নেই। আমি চুপচাপ অন্ধকারে শুয়ে থাকি।
আমি ক্যাম্পাসে ফিরে যাচ্ছি। রাতের তূর্ণানিশিথা, আর বেশীক্ষণ নেই। আমি একা প্ল্যাটফর্মে বসে আছি। ভাবছি, শ্যাওলার মত শুধুই ভেসে যাওয়া। এই জীবনের কি মানে? হঠাৎ সামনে তাকিয়ে দেখি, কেউ একজন দৌড়ে আসছে। আমি দূরে ঝাপসা দেখি। তাও তাকিয়ে থাকি।
এক তাড়া বেলুন নিয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে নিহান। খানিকটা শুকিয়ে যাওয়া, রোদে পোড়া নিহানের দিকে তাকিয়ে থাকি।
তুলি এগুলা তোমার জন্য, কি হলো কথা বলবে না আমার সাথে??
আমি হাত বাড়িয়ে বেলুন নিতে নিতে বললাম, এগুলো এখন আমি কিভাবে নিবো?
তুলি.... নিহান আমার হাত ধরে দাঁড়িয়ে আছে, কখন আসবা??
তিন মাস পর। নিহান তোমার জব চলে গেছে তাই না?
নিহান অন্য দিকে তাকিয়ে শুধু মাথা নাড়ে। তুলি তুমি আবার আসবে তো?
আমার দু চোখ বেয়ে টপটপ করে পানি পরে। হ্যা আসবো। হাত বাড়িয়ে দিয়ে বললাম, নিহান আমাকে টিপ পরায় দিবা না?
নিহান টিপটা লাগিয়ে দিয়ে আবারো জিজ্ঞেস করলো, তুলি শিউর আসবে তো? ও সবার সামনে আমাকে জড়িয়ে ধরে। আমার মনে হচ্ছিল এ মুহুর্ত কখনোই শেষ না হোক। আমি কত কতদিন অপেক্ষায় ছিলাম এ মুহুর্তের, সেই পারফিউম এর স্মেল। আমার চোখের পানি নাকের পানি দিয়ে ওর শার্ট ভিজে যায়। ট্রেনের হুইসেল এর শব্দে আমি ট্রলিটা নিয়ে পা বাড়ায়। নিহান আমার হাত ধরে বললো, তুলি আমার জীবনের ক্যানভাসটা তুমি এঁকে দিবা? আমি কান্নার জন্য কথা বলতে পারছিলাম না। আমি ওর চুল গুলো হাত দিয়ে এলোমেলো করে বললাম, আমার জীবনে পেইন্টার হওয়ার স্বপ্ন পূরণ হয়নি, সে অপরচুনিটি আমি কোনদিন পাইনি। আমি তোমার জীবনের ক্যানভাসটা রঙ্গীন করে দিব। ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে যাচ্ছে, নিহান যতদূর পারা যায় দৌড়ে আসছিল, আমি ওর হাত ধরে বললাম, নিহান আমি তোমার জীবন এর শুধু একটা গল্প না পুরো জীবন হতে চাই। ট্রেন প্ল্যাটফর্ম ফেলে আসছে, নিহানের চোখ থেকে পানি পরছিল। আমি ঝাপ্সা চোখে তাকিয়ে থাকি। আমার মনে হয়, আমি আমাকেই ফেলে যাচ্ছি এই শহরে। বেলুনগুলো জানালা দিয়ে উড়িয়ে দিলাম।
নিহান আমার সবটুকু ভালোবাসা গ্যাস বেলুনে উড়িয়ে দিলাম শুধু তোমার জন্য,
এ রাতের নিস্তব্ধতা, তোমার সবটুকু হাহাকার আমি চেয়ে নিলাম।
নিহান প্লিজ ভালো থেকো.......
১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ৯:৩৯
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: ধন্যবাদ। মন্তব্য ও প্লাসে কৃতজ্ঞতা।
শুভকামনা, ভালো থাকুন সবসময়।
২| ১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১০:২২
কাজী ফাতেমা ছবি বলেছেন: গল্প অনেক ভালো লাগলো
১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৪৫
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: আপু আপনার মন্তব্য পেয়ে অনেক ভালো লাগছে। প্লাসে কৃতজ্ঞতা জানবেন।
গল্প ভালো লেগেছে জেনে খুশি হলাম।
শুভকামনা, সবসময় ভালো থাকুন।
৩| ১৮ ই নভেম্বর, ২০২০ সকাল ১১:২৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: মনে হচ্ছিল কোন নাটকের দৃশ্য দেখছি। বর্ননা, ঘটনা, পরিবেশ এমন সব মিলিয়ে দারুন কিছু হয়েছে।
১৮ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৪৮
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: ধন্যবাদ, মন্তব্যে অনুপ্রাণিত হলাম। সবসময় পাশে থাকুন।
অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন।
৪| ১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:১৯
রাজীব নুর বলেছেন: আপনার জীবনের ঘটনা নাকি?
১৮ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৩৭
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: সব গল্পই কোননা কোন ভাবে জীবন থেকেই নেয়া হয়। শুভকামনা।
ভালো থাকুন সবসময়।
৫| ১১ ই মার্চ, ২০২১ রাত ১১:০৫
খায়রুল আহসান বলেছেন: অসামান্য সুন্দর একটি গল্প পড়লাম। মনে রেখাপাত করে গেল।
"তোমার সবটুকু হাহাকার আমি চেয়ে নিলাম" - এ সকাতর আর্তির মরমি আবেদন কানে অনুরণন রেখে যায়।
চমৎকার গল্পে চতুর্থ ভাল লাগা + +।
১২ ই মার্চ, ২০২১ বিকাল ৪:০৪
সন্ধ্যা রাতের ঝিঁঝিঁ বলেছেন: আপনার চমৎকার মন্তব্য গল্পটিকে আরো সমৃদ্ধ করেছে। গল্পটি মনে রেখাপাত করেছে জেনে ভালো লাগছে।
চতুর্থ প্লাসের জন্য আন্তরিক শুভেচ্ছা রইলো।
"এ সকাতর আর্তির মরমি আবেদন কানে অনুরণন রেখে যায় " সুন্দর এই লাইনটির জন্য অসংখ্য ধন্যবাদ।
ভালো থাকুন। বইমেলায় আপনার নতুন কোন বই আসছে?
৬| ২৪ শে মার্চ, ২০২১ রাত ১০:২৯
খায়রুল আহসান বলেছেন: "বইমেলায় আপনার নতুন কোন বই আসছে?" - জ্বী না, এবারের বইমেলায় আমার কোন নতুন বই প্রকাশিত হচ্ছে না। তবে পুরনো ৫টি বই পাওয়া যাবে রাওয়া স্টল নম্বর ৬৮১ তে। এটা সোহরাওয়ার্দী উদ্যানের উল্টোদিকে অবস্থিত, লিটল ম্যাগাজিন প্রাঙ্গণে।
©somewhere in net ltd.
১| ১৮ ই নভেম্বর, ২০২০ রাত ১:০৬
মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: উড়িয়ে দেয়া বেলুন ফিরে আসুক ভালোবাসা নিয়ে। চমৎকার মনোমুগ্ধকর লেখনি। শুভেচ্ছা নিরন্তর।