নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাউসার ইকবাল

সাংবাদিক ও লেখক

কাউসার ইকবাল

সাংবাদিক ও লেখক

কাউসার ইকবাল › বিস্তারিত পোস্টঃ

৯৯ শতাংশ মানুষই মগজ পেয়েছে ছাগলের

৩০ শে মে, ২০১৪ বিকাল ৪:৪৫

৯৯ শতাংশ মানুষই মগজ পেয়েছে ছাগলের

কাউসার ইকবাল

মানুষের মধ্যে কেহই নিজেকে বোকা ভাবতে না চাইলেও দেখা যায় যে, ৯৯ শতাংশ মানুষই বস্তুতপক্ষে ছাগল-ভেড়ার মগজ নিয়ে পৃথিবীতে জীবনযাপন করছে।

ছাগল-ভেড়ার বৈশিষ্ট্য হচ্ছে, একজন যেদিকে ছুটে চলে অন্যরাও যাচাই-বাছাই ছাড়া সেদিকে ছুটে চলছে। কেন ছুটে চলছে, তা নিয়েও তারা অধিকাংশ ক্ষেত্রে ভাবতে রাজী নয়। অধিকাংশ মানুষই বর্তমানে ছাগল-ভেড়ার এ বৈশিষ্ট্য নিজেদের অধিকারে নিয়ে নিয়েছে। মানুষকে স্রষ্টা বিচার-বিবেচনার ক্ষমতা দিলেও বেশিরভাগ মানুষই তা কাজে লাগাতে চায় না। নিজেকে বুদ্ধিমান বলে জাহির করতে চাইলেও তারা যে বোকার দলভুক্ত হয়ে আছে, এ কথাও তারা কোনভাবে মাথায় নিতে রাজী নয়। বড়ই বিচিত্র মানুষের চরিত্র! বিজ্ঞানের এ যুগেও অধিকাংশ মানুষ তাদের মাথায় এমন কিছু কথা ধারণ করে রেখেছে, যা কোটি বছর আগে প্রচারিত। বলা হয়ে থাকে ১ লক্ষ ২৪ হাজার পয়গম্বর (মতান্তরে ২ লক্ষ ২৪ হাজার পয়গম্বর) এ যাবত পৃথিবীতে এসেছিল। যদি গড়ে ১ হাজার বছর পরে একজন করে পয়গম্বর পৃথিবীতে আসেন তবে পৃথিবীর বয়স বর্তমানে ন্যূনতম ১২ কোটি ৪০ লক্ষ বছর। আর এই ১২ কোটি বছর ধরে মানুষ বিশ্বাস করে আসছে যে, স্বর্গে বা বেহেস্তে তরুণ আদম ও তরুণী ইভ বা হাওয়া একসঙ্গে অনেকদিন বসবাস করলেও তারা দৈহিক মিলনের চিন্তা করেননি কখনো। এমনকি গন্ধম ফল খাওয়ার আগ পর্যন্ত তারা যে নগ্ন দেহে আছেন, এটা বোঝার বুদ্ধিও তাদের ছিল না। গন্ধম ফল খাওয়ার পর যখন তাদের সেই বুদ্ধি হলো, তখনও তারা নাকি একে অপরের দিকে তাকিয়ে না থেকে কিংবা দৈহিক মিলনের চিন্তা না করে গাছের লতাপাতা খুঁজতে শুরু করেন শরীর ঢাকার জন্য। আমরা প্রকৃতিতে দেখতে পাই, সব ধরনের পশু-পাখিই কোন না কোনভাবে দৈহিক মিলনে লিপ্ত হয় বিপরীত লিঙ্গের সঙ্গে; যখন একে অপরের কাছাকাছি থাকে। এমনকি মাছিও এর ব্যতিক্রম নয়। আর মানুষ এক্ষেত্রে মাছির বুদ্ধিও রাখেনি, এমনটা যারা ভাবে, তারা কি মহামূর্খ নয়? এমন আহাম্মকি কথাবার্তা সর্বশেষ যিনি প্রচার করে গেছেন, তিনিও একাধিক নারীর নগ্নদেহ দেখার লোভ সামলাতে পারেননি। ১৪টি বিয়ে করেছিলেন। এমনকি ৫১ বছর বয়সে ৬ বছর বয়সী শিশুকে বিয়ে করে ৫৪ বছর বয়সে ৯ বছর বয়সী শিশুর সঙ্গে দৈহিক মিলনে লিপ্ত হয়েছিলেন বলে ইতিহাসে উল্লেখ রয়েছে। তাহলে তরুণ আদম তরুণী ইভ বা হাওয়ার নগ্ন দেহ দেখবেন না কোন যুক্তিতে? কেন তরুণ আদম তরুণী ইভের সঙ্গে দৈহিক মিলনে লিপ্ত হবেন না?

মানুষের সহজাত ধর্ম হচ্ছে, নতুন যা কিছু দেখবে তা সম্বন্ধে জানার ও বোঝার চেষ্টা করবে। আদম ও ইভ মানুষের এ সহজাত ধর্মের ব্যতিক্রম হতে পারেন না। তারা তাদের পরস্পরের শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের বৈশিষ্ট্য সম্বন্ধে জানার ও বোঝার চেষ্টা করেননি, এমনটা যারা মনে করেন তাদের জন্য কেবল একটা কথাই প্রযোজ্য- তারা মানবাকৃতি নিয়ে পৃথিবীতে এলেও মগজ পেয়েছে গরু-ছাগলের। তাই তাদেরকে যে যা বলেছে, তা-ই তারা বিনা বিচারে কোন প্রকার চিন্তা-ভাবনা ছাড়াই সত্য বলে গ্রহণ করে নিয়েছে। এটা মানুষের বুদ্ধিবৃত্তিক পরিচয় নয় কোনভাবেই।

মানুষকে সবসময় যাচাই-বাছাই করেই সত্য গ্রহণ করতে হবে। অন্যথায় মহামূর্খ হিসেবে প্রতিষ্ঠা ছাড়াও জীবনে নানাভাবে ঠকতে হবে। মানুষের বোঝা উচিত, স্রষ্টার প্রতি শ্রদ্ধা জানাতে কোন তৃতীয় ব্যক্তি বা বস্তুকে মাধ্যম হিসেবে ব্যবহারের প্রয়োজনই নেই। আর মনুষ্যত্বের অধিকারী হলে পরবর্তী জীবনের সুখ-শান্তি প্রাপ্তির বিষয়ে দুশ্চিন্তা করার কোন কারণই থাকে না। প্রকৃতপক্ষে পৃথিবীকে স্বর্গে পরিণত করাই মানুষের জন্য প্রকৃত ধর্মকর্ম হওয়া উচিত। কেননা, মানুষে-মানুষে সৌহার্দ ও শান্তিপূর্ণ সম্পর্কই স্রষ্টা বেশি পছন্দ করেন।



মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে মে, ২০১৪ বিকাল ৫:২৩

নহে মিথ্যা বলেছেন: তোর মতে... ৯৯ শতাংশ মানুষই মগজ পেয়েছে ছাগলের...!!
তাহলে তোর মগজ নিশ্চই কুত্তার... X( X((
তোর মুখে জুতা দিয়ে দু'খান বারি দিতে পারলে মনডা শান্তি পাইত... X( X( X(( X((

২| ৩০ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:১৭

হেডস্যার বলেছেন:
কিসের স্রষ্টা ??
তোরে কি স্রষ্টায় বানাইছে? তুই প্রকৃতি থেকে জন্ম লাভ করেছিস....আবার প্রকৃতিতেই ফিরে যাবি রে হারামজাদা।

ভাঁড়ামি আর কত করবি?

৩| ৩০ শে মে, ২০১৪ রাত ৮:৪১

বিডি আমিনুর বলেছেন: তোর মাথায় শুয়োর না কুত্তার মগজ ?

৪| ৩১ শে মে, ২০১৪ রাত ১২:২০

কানা দাজ্জাল বলেছেন: ভাই আপনার প্রতি সমবেদনা রইল। তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। তাবদ মানব জাতিকে নিয়ে চিন্তা বাদ দিয়ে যদি খালি নিজেকে নিয়ে চিন্তা করা শুরু করেন তাহলে আপনারে যে বাপে পয়দা করছে, সে অন্তত তার পাপের বোঝা কমাতে পারত কারন সে ছাগল পাইলিং করে এক আবালের জন্ম দিয়েছিল। সেই আবাল নিজের বাপেরে আর মায়েরে থুইয়া এখন ৯৯% লোকেরে ছাগলের মগজ সমৃদ্ধ বলা শুরু করছে। |-)

৫| ৩১ শে মে, ২০১৪ রাত ৩:৫৭

সকাল হাসান বলেছেন: গেট ওয়েল সুন ব্র।

ছাগলের মগজ আপনার মাথায় - পুরা দুনিয়ার মানুষের না।
আর পুরা দুনিয়ার মানুষ নিয়ে আপনাকে ভাবতে হবে না - নিজেকে নিয়ে ভাবেন শুধু, তার আগে আপনার মগজের সুস্থতা কামনা করছি।

৬| ৩১ শে মে, ২০১৪ সন্ধ্যা ৭:১৫

বাংলাদেশী দালাল বলেছেন: বিকার গ্রস্হ জ্ঞান পাপী X(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.