নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতজনের কত কিছুই হল আমার না হয় পান্তা ভাত আর নুন, কত কী যে হওয়ার কথা ছিল আমার না হয় পাগলামিটাই গুণ।।
আমার রুমমেটের বাবার ব্রেইন স্ট্রোক হয়েছে গত বুধবার।খুলনার একটি হাসপাতালে ভর্তি আছেন। কিন্তু ওনাকে ঢাকায় Transfer করা দরকার। আপাতত: BSMMU তে ভর্তি করানোর সিদ্ধান্ত হয়েছে। আজ শুক্রবার আসার কথা ছিল। কিন্তু শুক্রবার নাকি ডাক্তার থাকেন না, তাই আগামীকাল ঢাকায় আসবে। এখন আগামীকাল BSMMU তে ডাক্তার থাকবেন কী?
Overall আপনাদের(অভিজ্ঞজনের) পরামর্শ কামনা করছি।
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৩
কাউসার আলম বলেছেন: ধন্যবাদ সাকিল খান
২| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৫
নাইট রিডার বলেছেন: আপনি আপনার সুবিধামত ঢাকার যে কোন ক্লিনিকে ভর্তি করান, তারপর দীন মোহাম্মদ স্যারকে দেখাবেন বলে ক্লিনিক কে অবহিত করুন, উনারা ব্যবস্থা করে দিবেন।এটা ঢাকায় অবস্থিত যে কোন ক্লিনিক বা স্যারের জন্য প্রযোজ্য।
আর শনিবারে বিএসএমএমইউ তে গেলে ডাঃ পাবেন।
২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৭
কাউসার আলম বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২৫ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪১
সািকল খান বলেছেন: নিউরোলজীর ভালো ডাক্তার হচ্ছেন
ড. দীন মোহাম্মদ (এসপিআরসি হসপিটাল, ইস্কাটন)
উনার সিরিয়াল পাওয়া খুব কষ্ট তবে হসপিটালে ভর্তি হলে হয়ত দেখাতে পারবেন।
Dr. Quazi Deen Mohammad
MBBS. FCPS (med), MD (neuro)
Fellow Neurology (USA)
Prof. Neurology
Dhaka Medical College & Hospital, Dhaka
Neurologist & Medicine Specialist
Visiting Hour: 4.00 – 8.00 pm
Tuesday, Friday & Govt. Holiday Closed
ড. বদরুল আলম (সেন্ট্রাল হসপিটাল, ২য় তলা, গ্রীণ রোড)
যেকোনো একজন দেখাতে পারেন।