নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতজনের কত কিছুই হল আমার না হয় পান্তা ভাত আর নুন, কত কী যে হওয়ার কথা ছিল আমার না হয় পাগলামিটাই গুণ।।
২০১৩ শিক্ষাবর্ষ হতে বিভিন্ন শ্রেণিতে নতুন English First Paper বই দেয়া হয়েছে । বইগুলোতে Listening Skill-এর জন্য বিভিন্ন Scenario এবং Question দেয়া হয়েছে। কিন্তু সেগুলোর Audio ছাড়া Question গুলো Solve করা যাচ্ছে না । তাই Scenario গুলোর Audio অতিসত্ত্বর সরবরাহ করা উচিত । এক্ষেত্রে আমার একটি প্রস্তাব আছে। তা হলো- Text Book-এর মতো এনসিটিবির ওয়েবসাইটে Scenario গুলোর Audio যদি দেয়া হয়, তাহলে কমখরচে দ্রুত সবার কাছে পৌঁছানো যাবে। আর এতে CD তৈরি ও সরবরাহের খরচও বেঁচে যাবে।
©somewhere in net ltd.