নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতজনের কত কিছুই হল আমার না হয় পান্তা ভাত আর নুন, কত কী যে হওয়ার কথা ছিল আমার না হয় পাগলামিটাই গুণ।।
সময় নেই, সবসময় ব্যস্ত থাকি। শাহবাগ আন্দোলন নিয়ে এত কিছু হচ্ছে, তাই কিছু না লিখে থাকতে পারলাম না।
প্রথম কিস্তি
১৯৭১-এ পাক বাহিনীকে হত্যা, খুন ও মানবতাবিরোধী কাজে সহায়তা করেছিল শান্তিবাহিনী, রাজাকার , আল বদর, আল শামস । এটি অস্বীকার করতে পারবে না কেউ । তাদের অনেকেই ইতোমধ্যে শাস্তি ভোগ করেছে, এদের অনেককে আ্মি পাগল হয়ে মরতে দেখেছি, যারা এখনো বেঁচে আছে তাদের সকলের বিচার হওয়া উচিত, সে যে দলেরই হোক না কেন । আমরা কারো পক্ষ-বিপক্ষ নই । আমরা দেশের পক্ষে ।
দ্বিতীয় কিস্তি
আমি একজন মুসলিম । ইসলাম আমার ধর্ম । কিন্তু ধর্মকে ব্যবহার করে অন্যায় কাজ করাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। ধর্মকে ব্যবহার করে খুন, হত্যা , উগ্রতাকে ঘৃণা করি।
দ্বিতীয় কিস্তি
আরেকটি বিষয় লক্ষ্য করছি, অনেক নাস্তিক এবং ধর্ম নিরপেক্ষতাবাদী কেবলমাত্র ইসলাম ধর্মকে আঘাত করছে । এটিও নিন্দনীয়। আমিও ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, কিন্তু সেটা ধর্ম হীনতা নয়। আমি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী।
সংক্ষেপে এটুকুই হলো শাহবাগ আন্দোলনের পক্ষে আমার অবস্থানের নৈতিকতা।
Chobir Moto Desh
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৮
কাউসার আলম বলেছেন: সহমত
২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪
মো ঃ আবু সাঈদ বলেছেন: শাহবাগে না যাওয়ার একমাত্র কারন বাংলাদেশ আওমিলীগ...
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬
কাউসার আলম বলেছেন: এখন পরিস্থতি মনে হয় পাল্টে গিয়েছে। দলীয় শো-ডাউন হচ্ছে মনে হয়। ড: জাফর ইকবাল এবং অন্যরা চলে গিয়েছে.............।
©somewhere in net ltd.
১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৪
স্টেনটোরিয়ান বলেছেন: আমার মতে সকল অরাজনৈতিক নাগরিকের শাহবাগে যোগ দেবার কারন এগুলোই।