নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাকে অভিবাদন,বাংলাদেশ,তুমি ফিরে এসেছ লাল সবুজ আঁকা পতাকার ভেতরে।।

শহীদের খুন লেগে, কিশোর তোমার দুই হাতে দুই, সূর্য উঠেছে জেগে।-------হাসান হাফিজ

কাউসার আলম

কতজনের কত কিছুই হল আমার না হয় পান্তা ভাত আর নুন, কত কী যে হওয়ার কথা ছিল আমার না হয় পাগলামিটাই গুণ।।

কাউসার আলম › বিস্তারিত পোস্টঃ

শাহবাগ আন্দোলনে আমার নৈতিক অবস্থান যেখানে

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:৪৫





সময় নেই, সবসময় ব্যস্ত থাকি। শাহবাগ আন্দোলন নিয়ে এত কিছু হচ্ছে, তাই কিছু না লিখে থাকতে পারলাম না।

প্রথম কিস্তি

১৯৭১-এ পাক বাহিনীকে হত্যা, খুন ও মানবতাবিরোধী কাজে সহায়তা করেছিল শান্তিবাহিনী, রাজাকার , আল বদর, আল শামস । এটি অস্বীকার করতে পারবে না কেউ । তাদের অনেকেই ইতোমধ্যে শাস্তি ভোগ করেছে, এদের অনেককে আ্মি পাগল হয়ে মরতে দেখেছি, যারা এখনো বেঁচে আছে তাদের সকলের বিচার হওয়া উচিত, সে যে দলেরই হোক না কেন । আমরা কারো পক্ষ-বিপক্ষ নই । আমরা দেশের পক্ষে ।



দ্বিতীয় কিস্তি

আমি একজন মুসলিম । ইসলাম আমার ধর্ম । কিন্তু ধর্মকে ব্যবহার করে অন্যায় কাজ করাকে আমি মনে প্রাণে ঘৃণা করি। ধর্মকে ব্যবহার করে খুন, হত্যা , উগ্রতাকে ঘৃণা করি।



দ্বিতীয় কিস্তি

আরেকটি বিষয় লক্ষ্য করছি, অনেক নাস্তিক এবং ধর্ম নিরপেক্ষতাবাদী কেবলমাত্র ইসলাম ধর্মকে আঘাত করছে । এটিও নিন্দনীয়। আমিও ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাসী, কিন্তু সেটা ধর্ম হীনতা নয়। আমি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাসী।



সংক্ষেপে এটুকুই হলো শাহবাগ আন্দোলনের পক্ষে আমার অবস্থানের নৈতিকতা।





Chobir Moto Desh

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৪৪

স্টেনটোরিয়ান বলেছেন: আমার মতে সকল অরাজনৈতিক নাগরিকের শাহবাগে যোগ দেবার কারন এগুলোই।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৫৮

কাউসার আলম বলেছেন: সহমত

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৪৪

মো ঃ আবু সাঈদ বলেছেন: শাহবাগে না যাওয়ার একমাত্র কারন বাংলাদেশ আওমিলীগ...

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:০৬

কাউসার আলম বলেছেন: এখন পরিস্থতি মনে হয় পাল্টে গিয়েছে। দলীয় শো-ডাউন হচ্ছে মনে হয়। ড: জাফর ইকবাল এবং অন্যরা চলে গিয়েছে.............।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.