নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতজনের কত কিছুই হল আমার না হয় পান্তা ভাত আর নুন, কত কী যে হওয়ার কথা ছিল আমার না হয় পাগলামিটাই গুণ।।
#### খবরে প্রকাশ:
১। সংগীত পরিচালক, মুক্তিযোদ্ধা আহমেদ ইমতিয়াজ বুলবুলের ছোট ভাই মিরাজ উদ্দিন আহমেদ’(৫২) কে হত্যা করলো জামাত শিবিরের দুর্ধর্ষ সন্ত্রাসিরা। কারন আহমেদ ইমতিয়াজ বুলবুল গোলাম আযমের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছেন।
২। রাজগঞ্জে হিন্দুদের বাড়িঘরে অগ্নিসংযোগ
................................................................................................................
সরকারের ব্যর্থতা:
কিন্তু দেশে কি সরকার বা প্রশাসন নেই। জনগণের জানমালের নিরাপত্তা কে দিবে? একজন একনিষ্ঠ মুসলমান হিসেবে, আমি বিশ্বাস করি - সকল কিছুর নিরাপত্তার মালিক আল্লাহ তায়ালা। কিন্তু এমন কথা বলা নেই, তুমি তোমার ভাইয়ের পেটে ছুড়ি মেরে দাও, আমি বাঁচিয়ে দিব। spiritually আল্লাহ তায়ালা পারেন, কিন্তু in reality –তে তিনি তা করবেন না। তিনি এসকল বিষয় মানুষের বিবেকের কাছে ছেড়ে দিয়েছেন। আওয়ামী লীগ ও জামায়াতের অরাজকতা সৃষ্টির জন্য এরা নিজেরাই দায়ী থাকবে। তাই এসকল খুন, হত্যা, ভাংচুর, অগ্নিসংযোগ-এর দায়দায়িত্ব সরকারকে নিতে হবে। সরকার জনগণের জানমালের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে।নাকি এগুলো সরকারের মদদে হচ্ছে? সরকার কি ফায়দা লুটার চেষ্টা করছে?
----------------------------------------------------------------------------------
রাজনৈতিক দলগুলোর অবস্থান :
সত্যি কথা বলতে কি, দেশের রাজনৈতিক দলগুলো দেশের কথা ভাবছে না। তারা নিজেদের বুদ্ধিমান ভাবছে। তারা যে দেশ ও জনগণকে নিয়ে খেলছে, তা সচেতন ব্যক্তি মাত্রই বুঝতে পারে।আওয়ামী লীগ, বিএনপি জামায়াত দাবা খেলছে, নিজেদের পাকা খেলোয়ার ভাবছে, কিন্তু তাদের ভুল চালগুলো পাশে দাঁড়িয়ে জনগণ দেখছে, কেউ কেউ ভুল গুলো ধরিয়ে দেয়ার চেষ্টা করছে, কিন্তু তারা তা অগ্রাহ্য করছে এবং তাদের উপর খেপে যাচ্ছে।
সেজন্যই সাহিত্যিক আনিসুল হক বলেছেন , এসকল খুন, হত্যা, ভাংচুর, অগ্নিসংযোগ কাকে থামাতে বলবেন?
আওয়ামী লীগ ফায়দা লুটছে মুক্তিযুদ্ধ দিয়ে, জামাআত শিবির ধর্মকে পুঁজি করে রাজনীতি করছে, আর বিএন.পি র তো কোন ইথিক্সই নাই, ক্লীব দল। তাই নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে , এমন একটি নেতৃত্ব গড়ে তুলতে হবে , যেখানে থাকবে দেশপ্রেম, যার শ্লোগান হবে, ধর্ম যার যার দেশ সবার।
২| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৯
স্টেনটোরিয়ান বলেছেন: শেষ খবর পাওয়া পর্যন্ত আমি জেনেছি যে, লাশের গায়ে কোন আঘাতের চিহ্ন ছিলনা। পোস্টমর্টেম রিপোর্ট পেলে বোঝা যাবে মৃত্যুর কারন, তার পরেই বলা যাবে।
৩| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ৮:২৭
তুহিন সরকার বলেছেন: জামায়াতকে সরকার মদদ দিচ্ছে!!
১০ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৯
কাউসার আলম বলেছেন: আওয়ামী লীগ চায় অনন্ত কাল ধরে মুক্তিযোদ্ধা-রাজাকার বাইনারিটা ধরে রাখতে, কিন্তু আজ থেকে ১০ বছর পর এটা থাকবে না, আর জামায়াতে ইসলামী+ মুসলিম লীগ অপপ্রচার চালিয়ে এবং ধর্মকে ঢাল হিসেবে ব্যবহার করে যেভাবে শেরে বাংলা ফজলুল হককে অপাংক্তেয় করে রেখেছিল এবং ১৯৭১ সালে অখন্ডতা রক্ষার নামে মানবতা বিরোধী কাজ করেছিল, আজ সেই সকল অপপ্রচার এবং ধর্মের দোহাই আর চলবে না,
জনগণকে আর ধোঁকা দিতে পারবে না।
৪| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫১
কাউসার আলম বলেছেন: বি.এন.পি-র দুর্নীতির বাক্স উন্মোচন করে দিয়েছিল তত্বাবধায়ক সরকার, তাই আওয়ামী লীগ তত্বাবধায়ক সরকারকে ভয় পাচ্ছে। কিন্তু কেন !!!!!!! তাহলে কী আওয়ামী লীগও........???????????
৫| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩০
জননেতা বলেছেন: এতগুলা মানুষ মারা গেল, সরকার বলছে এটা জামাত-শিবির এর তাণ্ডব। কিন্তু অবাক ব্যাপার, সরকার একটা প্রেসনোটও দিল না।
৬| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩৩
লেখোয়াড় বলেছেন:
এগুলো রাজনীতি নয় "অপনীতি"।
ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১২
জননেতা বলেছেন: হয়েছে।নাকি এগুলো সরকারের মদদে হচ্ছে? সরকার কি ফায়দা লুটার চেষ্টা করছে?
সহমত