নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাকে অভিবাদন,বাংলাদেশ,তুমি ফিরে এসেছ লাল সবুজ আঁকা পতাকার ভেতরে।।

শহীদের খুন লেগে, কিশোর তোমার দুই হাতে দুই, সূর্য উঠেছে জেগে।-------হাসান হাফিজ

কাউসার আলম

কতজনের কত কিছুই হল আমার না হয় পান্তা ভাত আর নুন, কত কী যে হওয়ার কথা ছিল আমার না হয় পাগলামিটাই গুণ।।

কাউসার আলম › বিস্তারিত পোস্টঃ

মনে পড়ে যায় সেই 'আলিফ লায়লা' সিরিয়ালের সময়কার টিভি এ্যাড গুলো

১১ ই মার্চ, ২০১৩ রাত ১১:২৪

বিটিভি তে "আলিফ লায়লার" জন্য বরাদ্দ ছিল আধা ঘন্টা সময়। আর এই আধা ঘন্টার মাঝে ১৫ মিনিট হত বিজ্ঞাপন। চলুন ঘুরে আসা যাক সেই সময়ের কিছু বিজ্ঞাপন থেকে।



*** "আম্মু তুমি লক্ষীইইই" (অ্যাংকর মিল্ক)



*** জাম্প, জাম্প , জাম্প, জাম্প কেডস। (জাম্প কেডস)



*** দেখ, দেখ, দেখরে রঙেরই বাহার, দেখ রোমানার বাহার। (রোমানা পেইন্ট)



*** কি নতুন জামাই, এই রাইতে দিমু নাকি এক খান? বার বার আসনের কাম নাই, পুরা প্যাকেটই দাও। (এ্যলিফেন্ট কিং মশার কয়েল)



*** শীতে ফেটেছে ঠোঁট, হৃদয়ে লেগেছে চোট, সেই ফাটা ঠোঁট দেখে মনে লাগে চোট। (মেরিল লিপজেল)



*** রং, রং, রং, রং, রং, পেইলাক মনের মত রং। (পেইলাক রং)



*** ডিপ্লোমা দুধের সেরা দুধ ডিপ্লোমা। (ডিপ্লোমা দুধ)



*** যে দেশে গরু খায় বারোমাস

সবুজ ঘাস

সেই দেশ , দুধের দেশ নিউজিল্যান্ড"। (এ্যংকর মিল্ক)



*** মা করছে রান্না, খেলা ধুলা আর না, চল গিয়ে দেখি, মা রাঁধছে কি? ও নুডুলস? (কোকোলা নুডুলস)



***ম্যানোলা মানে টলমল শিশিরের লাবণ্য

ম্যানোলা মানে কমনীয় সুরভী অনন্য।(ম্যানোলা ক্রিম)



*** জেমস, জেমস, জেমস, কোকলা চকলেট জেমস। (কোকোলা জেমস)



*** ফিনলে চা, আসল চা। (ফিনলে চা)



*** "আমার মন এখনও হারায়" - (জুঁই নারিকেল তেল)



*** বেশি স্বাদ, বেশি লাভ, বেশি কাপ চা, স্টার-শিপ মানেই বেশি কাপ চা। (স্টার শিপ কন্ডেন্সড মিল্ক)



*** take take ...take a break...

take a hrc break.(এইচ-আর-সি চা )



*** তিব্বত ল্যাদার শেভিং ক্রিম, শেভ মসৃণ প্রতিদিন। (তিব্বত শেভিং ক্রিম)



*** তু রু রু তাত-তা, উল লি লি লি পাপ্পা, উম্মা জু জু জু জা, সোনাজাদুমনি পা রা প্পা পা, পারাপ্পা সোনাজাদুমনি লে, সোনাজাদুমনি লে। (মেরিল বেবি লোশন)



*** হুইল ছাড়া আমার চলেই না, হুইল তো আমার সংসারেরই একটা অংশ। (হুইল ওয়াশিং পাউডার)



*** ছিল্লা কাইটা লবন লাগাইয়া দিমু, কি লবন দিবা? লবনের আবার রকম কি? আছে ভালো মন্দ দুইটাই আছে। (মোল্লা সল্ট)



*** রাত আর দিন ভাই, রাত আর দিন, মধুমতি লবণে আছে আয়োডিন। (মধুমতি লবন)



*** আব্দুল্লাহ গাইড, আব্দুল্লাহ গাইড ।



*** কী সুন্দর চাঁদের আলো। ঘরের মধ্যেই বেশি ভালো। (এসি)



**** মাছের রাজা ইলিশ বাত্তির রাজা ফিলিপস । (ফিলিপস বাতি)



*** "অনন্যা তুমি , ভালোবাসা তুমি, আমার হৃদয় জুড়ে আছো, সারাবেলা"- অ্যারোমেটিক বিউটি সোপ।



*** "মা বলে খেতে পারো দুধ আছে খাটি বাবা বলে চুপি চুপি আমাকেও দাও দেখি" (ইয়ামি মিল্ক কেন্ডি)



***"চল্লিশ বছর ধরে মাখছি" (তিব্বত কদুর তেল)



*** "এত কষ্ট জিবনটা নষ্ট" (সার্ফ এক্সেল)



*** প্রিয় প্রিয় প্রিয়...প্রিয় প্রিয় প্রিয়... (বৌরানী প্রিন্ট শাড়ী) মৌ এর অ্যাড



***আলো আলো বেশি আলো. ছন্দে ছন্দে মন মাতালো>>>(অলিম্পিক ব্যাটারি)



*** "আপনার স্ত্রীর জন্য বৌরানী প্রিন্ট শাড়ি কিনতে ভুলবেন না কিন্তু।"

-"ঘরের কথা পরে জানলো ক্যামনে?"

"এই যে, এ্যামনে" ..( বৌরানী প্রিন্ট শাড়ি )



*** ওগো সুকন্যা, জানো কি তুমি জানো কি? তুমি আমার স্বপ্নে দেখা রাজকন্যা... (মেরিল লিপজেল)



*** নিপ্পন হা...............জি.................র..............



*** আছে মানে ! এস এম সির ওরস্যালাইন আছে !! আহ, জীবনডা বাচাইলা...



*** পাকিজা, পাকিজা, পাকিজা প্রিন্ট শাড়ী.......



*** শাইনপুকুর- আর আমাদের ঘর টা আরেকটু বড় হলে কেমন হবে বলতো ?? বেছে নাও, বাড়ি, আমার জন্য বাড়ি ? মা জানো, আমাদের বাগানের চাপা গাছ টা না, অনেক বড় হয়েছে। এবার বিয়েটা করেই ফেল বাবা। (শাইনপুকুর)



*** পানি নিয়ে ভাবনা... আর না আর না... পেড্রোলো পাম্প আছে আর নেই ভাবনা......



*** শীতে ফেটেছে ঠোঁট, গায়ে লেগেছে চোট, ওই ফাটা ঠোঁট দেখে মনে লাগে চোট.......



*** মনে পড়ে মনে পড়ে, ফেলে আসা সেইসব দিন, ছোট ছোট কথা কথা, ভালোবাসায় ভরপুর.

(রেড কাউ)



*** রক্সি পেইন্ট- সেই ১৯৫৩ সাল থেকে



*** তারারা হারায় , হারায় চাঁদের আলো

তোমার চুল এমন আঁধার কালো



ভালবাসা মানে তুমি আর আমি শুধু দু'জনেই.....

ভালবাসা মানে দু'জনেই কবি ।(কেয়া কসমেটিকস)



*** তুমি ছাড়া আমি যেন আমি নই, অন্য মানুষ কোন....

সৌরভে অনুভবে তুমি ................।

তুমি আছো তাই , প্রতিদিন কোমলতা পাই ।

রোমান্স ......... (কিউট রোমান্স)











(এছাড়া ইকোনো বলপেন , ম্যানোলা ক্রিম, মি কুকিজ, গরু মার্কা ঢেউটিন বিজ্ঞাপনও হতো, কিন্তু মনে পরছে না !!! )





মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ রাত ৩:৫৩

কাউসার আলম বলেছেন: যেখানে আছে ফুল , সুগন্ধ সেখানেই
স্কুল থাকলে , হোমওয়ার্ক থাকবেই
ড্রামের তালে আছে ছন্দের খেলা
যেখানে আনন্দ , সেখানে কোকা-কোলা
কোকা-কোলা .....


আকাশে তারা জ্বলবে, পাখিরা গাইবেই
সবার জীবনে তৃষ্ঞা থাকবেই
তৃষ্ঞা মেটাতে এইতো আসল ......
আনন্দ সবসময়
কোকা কোলা

ঠিকই ধরেছেন । ৯৫ কি ৯৬ সালে বিটিভিতে প্রচারিত কোকাকোলার বহুল জনপ্রিয় জিংগেল।

২| ১২ ই মার্চ, ২০১৩ ভোর ৪:০১

কাউসার আলম বলেছেন: বিটিভিতে গুঁড়ো দুধের বিজ্ঞাপন তখন বেশ নিয়মিত ।

মনে পড়ে,
মনে পড়ে , মনে পড়ে
হৃদয় মেলিতো পাখা
বাধা সব হত দূর
ছোট ছোট কথা
ভালবাসায় ভরপুর

আর মনে পড়ে রেড-কাউ,
পরিবারের পুষ্টির বন্ধন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.