নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাকে অভিবাদন,বাংলাদেশ,তুমি ফিরে এসেছ লাল সবুজ আঁকা পতাকার ভেতরে।।

শহীদের খুন লেগে, কিশোর তোমার দুই হাতে দুই, সূর্য উঠেছে জেগে।-------হাসান হাফিজ

কাউসার আলম

কতজনের কত কিছুই হল আমার না হয় পান্তা ভাত আর নুন, কত কী যে হওয়ার কথা ছিল আমার না হয় পাগলামিটাই গুণ।।

কাউসার আলম › বিস্তারিত পোস্টঃ

বিসিএস পরীক্ষার প্রস্তুতি(সাধারণ জ্ঞান)

১২ ই মার্চ, ২০১৩ সকাল ৮:১৮

প্রশ্ন : মুক্তিযুদ্ধের ছবি 'গেরিলা' পরিচালক কে?

উত্তর :নাসির উদ্দীন ইউসুফ

প্রশ্ন : পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন কোনটি?

উত্তর : সুন্দরবন।

প্রশ্ন : সুলতানী আমলে লোকেরা কোন মুদ্রা ব্যবহার করত?

উত্তর : রৌপ্য মুদ্রা।

প্রশ্ন : দ্য রেইপ অব বাংলাদেশ গ্রন্থের লেখক কে?

উত্তর : অ্যান্থনি মাসকারেনহাস।

প্রশ্ন : ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত। জয় বাংলা জয় তারুণ্য ভাস্কর্যটির স্থপতি কে?

উত্তর : আলাউদ্দিন বুলবুল।

প্রশ্ন : শীতলক্ষ্যা কোন নদের শাখা নদী?

উত্তর : ব্রহ্মপুত্র।

প্রশ্ন : পৃথিবীর সবচেয়ে বেশি পরমাণুবিশিষ্ট বৃক্ষ কোনটি?

উত্তর : রেড উড (চার হাজারেরও বেশিদিন বাঁচে)।

প্রশ্ন : বিশ্বের কোথায় প্রথম গণউদ্ভিদ উদ্যান প্রতিষ্ঠিত হয়?

উত্তর : ইতালিতে, ১৫৪৩ সালে।

প্রশ্ন : ঢাকা মহানগরে সংসদীয় আসন কতটি?

উত্তর : ১৫টি।

প্রশ্ন : বাংলাদেশে আন্তঃনগর ট্রেন সার্ভিস কত সাল থেকে শুরু হয়?

উত্তর : ১৯৮৬ সাল থেকে।

প্রশ্ন : সার্কভুক্ত কোন দেশে সেনাবাহিনী নেই?

উত্তর : মালদ্বীপ।

প্রশ্ন : মিয়ানমারের জনক বলা হয় কাকে?

উত্তর : অং সানকে।

প্রশ্ন : ১ টাকা ও ২ টাকার নোটে কে স্বাক্ষর করেন?

উত্তর : অর্থসচিব।

প্রশ্ন : বাংলাদেশের ইতিহাসে মন্ত্রিসভায় প্রথম নারী সদস্য কে?

উত্তর : নূরজাহান খুরশিদ।

প্রশ্ন : নটর ডেম কোথায় অবস্থিত এবং কিসের জন্য বিখ্যাত?

উত্তর : ফ্রান্সের প্যারিসে অবস্থিত। প্রাচীন স্থাপত্যের জন্য বিখ্যাত।

প্রশ্ন : কমনওয়েলথ সচিবালয় কোথায় অবস্থিত?

উত্তর : মালবরো হাউস, লন্ডন।

প্রশ্ন : প্রথম বাংলা ছবির নাম কী?

উত্তর : বিশ্ব মঙ্গল।

প্রশ্ন : 'আইন ও স্বাধীনতা পরস্পরবিরোধী' উক্তি কার?

উত্তর : স্পেন্সারের।

প্রশ্ন : এশিয়ার বৃহত্তম দেশ চীন এবং ক্ষুদ্রতম দেশ

উত্তর : মালদ্বীপ

প্রশ্ন : উত্তর সাইপ্রাস ও গ্রিক সাইপ্রাসকে বিভক্তকারী সীমান্ত রেখার নাম

উত্তর :গ্রিন লাইন

প্রশ্ন : ইন্ডিয়া হাউস ও বাংলা টাউন

উত্তর :লন্ডনে অবস্থিত

প্রশ্ন :দিয়াগো গার্সিয়া দ্বীপটি

উত্তর : ভারত মহাসাগরে অবস্থিত

প্রশ্ন : বৌদ্ধ সভ্যতার জন্য বিখ্যাত তক্ষশীলা অবস্থিত

উত্তর : পাকিস্তানে

প্রশ্ন : থারখনায়নস্ক রাশিয়ার সাইবেরিয়ায় অবস্থিত

উত্তর :পৃথিবীর শীতলতম স্থান

প্রশ্ন : ওমান ও পারস্য উপসাগরের মধ্যে অবস্থিত

উত্তর :হরমুজ প্রণালী

প্রশ্ন : কানাডা ও গ্রিনল্যান্ডকে পৃথক করেছে

উত্তর :ডেভসি প্রণালী

প্রশ্ন : পোপ ষোড়শ বেনেডিক্ট

উত্তর :২৫৬তম পোপ

প্রশ্ন : ২০০৩ সালের ৪ জানুয়ারি যুগোস্লাভিয়ার নতুন নামকরণ করা হয়

উত্তর : সার্বিয়া

প্রশ্ন : জম্মু কাশ্মীর ও আজাদ কাশ্মীরের মধ্যবর্তী সীমারেখার নাম

উত্তর :লাইন অব কন্ট্রোল

প্রশ্ন : বঙ্গোপসাগর ও জাভা সাগরকে যুক্ত করেছে

উত্তর :মালাক্কা প্রণালী

প্রশ্ন : পৃথিবীর দীর্ঘতম খালের নাম

উত্তর : গ্রান্ড খাল (চীন)

প্রশ্ন : যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির প্রতীক কী?

উত্তর : গাধা।

প্রশ্ন : টেগো আগে কী নামে পরিচিত ছিল?

উত্তর : টোগোল্যান্ড।

প্রশ্ন : ভারতের মোট রাজ্য বা প্রদেশ কতটি?

উত্তর : ৩৫টি।

প্রশ্ন : এভারেস্ট শৃঙ্গের নেপালি নাম কী?

উত্তর : সাগরমাতা।

প্রশ্ন : ১৯১৭ সালটি কোন বিপ্লবের জন্য বিখ্যাত?

উত্তর : রুশ বিপ্লবের জন্য।

প্রশ্ন : চির বসন্তের নগরী কোনটি?

উত্তর : কিটো (ইকুয়েডর)।

প্রশ্ন : 'তিমিরান্তক' কাব্য গ্রন্থটির রচয়িতা

উত্তর : সিকান্দার আবু জাফর।

প্রশ্ন : তিনকন্যা কার চিত্রশিল্প?

উত্তর : কামরুল হাসান।

প্রশ্ন : তিন নেতার মাজারের স্থপতি কে?

উত্তর : শিল্পী মাসুদ আহমেদ।

প্রশ্ন : দরিয়া-ই-নূর কী?

উত্তর : বাংলাদেশের বৃহত্তম ও মূল্যবান হীরক।

প্রশ্ন : 'অমর একুশে গ্রন্থমালা' নামকরণ করা হয় কবে?

উত্তর : ১৯৮০ সালে।

প্রশ্ন : গ্রিনপিস (Green Peace) কোন দেশের পরিবেশবাদী গ্রুপ?

উত্তর : নেদারল্যান্ডস।

প্রশ্ন : আসিয়ানের সদর দফতর কোথায়?

উত্তর : ম্যানিলা।

প্রশ্ন : টানা ১১ বছর ধরে শীর্ষ ঋণদাতা কোন দেশ

উত্তর : জাপান

প্রশ্ন :থাইল্যান্ডের মুদ্রার নাম কি?

উত্তর : বাথ

প্রশ্ন : 'হোয়াইট ক্যাট' গঠিত হয়

উত্তর : মমতার নিরাপত্তার জন্য

প্রশ্ন : প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র মার্কিন যুক্তরাষ্ট্রের পর উৎক্ষেপণ হয়

উত্তর : তাইওয়ানে

প্রশ্ন : বিশ্বের সর্বকনিষ্ঠ এভারেস্ট বিজয়ী

উত্তর : শেরপা বালিকা মিং কিপা

প্রশ্ন : বিখ্যাত হাইড পার্ক কোথায় অবস্থিত?

উত্তর : লন্ডনে অবস্থিত

১। কত তারিখে বাংলাদেশে সর্বপ্রথম অস্থায়ী সরকার গঠিত হয়?

ক. ১৭ এপ্রিল, ১৯৭১ খ. ২৬ মার্চ, ১৯৭১

গ. ২০ এপ্রিল, ১৯৭১ ঘ. ৭ মার্চ, ১৯৭১

২। এগারো দফা কর্মসূচি ঘোষণা করা হয়

ক. ৬ এপ্রিল, ১৯৬৫ খ. ৬ জানুয়ারি, ১৯৬৯

গ. ৬ মার্চ, ১৯৬৫ ঘ. ৬ এপ্রিল, ১৯৬৯

৩। বঙ্গভঙ্গের ঘোষণা দেন

ক. লর্ড ডালহৌসি খ. লর্ড কার্জন

গ. অক্টোভিয়ান হিউম ঘ. লর্ড মাউন্টব্যাটেন

প্রশ্ন : এশিয়ার বৃহত্তম দেশ চীন এবং ক্ষুদ্রতম দেশ

উত্তর : মালদ্বীপ

প্রশ্ন : উত্তর সাইপ্রাস ও গ্রিক সাইপ্রাসকে বিভক্তকারী সীমান্ত রেখার নাম

উত্তর :গ্রিন লাইন

প্রশ্ন : ইন্ডিয়া হাউস ও বাংলা টাউন

উত্তর :লন্ডনে অবস্থিত

প্রশ্ন :দিয়াগো গার্সিয়া দ্বীপটি

উত্তর : ভারত মহাসাগরে অবস্থিত

প্রশ্ন : বৌদ্ধ সভ্য

প্রশ্ন :নিঝুম দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত?

উত্তর : মেঘনা নদী।

প্রশ্ন :কক্সবাজারের আদি নাম কী?

উত্তর :বাকুলিয়া।

প্রশ্ন :ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষক কে ছিলেন?

উত্তর :করুণাকণা গুপ্তা [ইতিহাস বিভাগ]।

প্রশ্ন :মাওয়া-জাজিরা পয়েন্টে নির্মিতব্য পদ্মা সেতু কত তলাবিশিষ্ট?

উত্তর :দ্বিতল।

প্রশ্ন :বাংলাদেশের প্রথম নারী এএসপি কে?

উত্তর :ফাতেমা বেগম।

প্রশ্ন :বঙ্গবন্ধু স্কয়ার মনুমেন্ট কোথায় অবস্থিত?

উত্তর :গুলিস্তান পাতাল পথের ওপরে খোলা চত্বরে।

প্রশ্ন :লালসালুর ইংরেজি অনুবাদক কে?

উত্তর :ট্রি উইথআউট রুটস।

প্রশ্ন :'রাতের সব তারাই আছে/ দিনের আলোর গভীরে'----কথাটি কার?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর।

প্রশ্ন : ‘আমার দেশের পথের ধুলা খাটি সোনার চাইতে খাঁটি’---কথাটি কার?

প্রশ্ন :সত্যেন্দ্রনাথ দত্ত।

প্রশ্ন : স্বপ্নাতুর কবি বলা হয়

উত্তর : সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীকে।

প্রশ্ন :মালদ্বীপের প্রেসিডেন্টের মেয়াদকাল কত?

উত্তর : পাঁচ বছর।

প্রশ্ন :'গডস আর্মি' কোন দেশের বিপ্লবী সংগঠন বা গ্রুপ?

উত্তর : মিয়ানমার।

প্রশ্ন :উইনস্টন চার্চিল যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন

উত্তর :ব্রিটেন।

প্রশ্ন : স্টেট ডুমা যে দেশের আইনসভা

উত্তর :রাশিয়া।

প্রশ্ন :মতামত প্রকাশের স্বাধীনতা কোন ধরনের অধিকার?

উত্তর : সামাজিক।

প্রশ্ন :প্রতি বছর বিশ্ব বিনিয়োগ প্রতিবেদন প্রকাশ করে

উত্তর :আঙ্কটাড।

প্রশ্ন :বিশ্বের প্রথম ফিল্ম স্টুডিওর নাম কী?

উত্তর :ব্ল্যাক মারিয়া স্টুডিও।

সিকানদার আবু জাফরের জন্ম কত সালে?

উত্তর :১৯১৯ সালে।

কাজী নজরুল ইসলাম তার 'অগি্ন-বীণা' কাব্য কাকে উৎসর্গ করেছিলেন?

উত্তর :বিপ্লবী বারীন্দ্রকুমার ঘোষকে।

'দিয়াগো গার্সিয়া' দ্বীপটি কোথায় অবস্থিত?

উত্তর :ভারত মহাসাগরে।

এশিয়ান হাইওয়ের দৈর্ঘ্য কত?

উত্তর :১ লাখ ৪১ হাজার কিলোমিটার।

বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদে কোন সদস্য নিজেই নিজের কাছে সংসদ সদস্য হিসেবে শপথ নেন?

উত্তর :আবদুল হামিদ অ্যাডভোকেট।

ষ সুইডেনের রাষ্ট্রীয় নাম কী?

উত্তর :কিংডম অব সুইডেন।

ষ এজিয়ান সাগর কোথায় অবস্থিত?

উত্তর :গ্রিস ও তুরস্কের মধ্যবর্তী স্থানে।

উপসাগরীয় স্রোতের বর্ণ কী?

উত্তর :গাঢ় নীল।

ইংলিশ চ্যানেল পৃথক করেছে

উত্তর :ব্রিটেন ও ফ্রান্সকে।

ওশেনিয়া মহাদেশের সর্বোচ্চ বিন্দু কোনটি?

উত্তর :পুঁসাক জায়া।

এসকাপের সদর দফতর কোথায় অবস্থিত?

উত্তর :ব্যাংকক।

ডেভিস কাপ কোন খেলায় দেওয়া হয়?

উত্তর :লন টেনিসে।

'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর' গ্রন্থটির লেখক কে?

উত্তর :আবুল মনসুর আহমদ।

প্রশ্ন : 'স্মৃতির মিনার' গ্রন্থের কবিতাটি লিখেছেন

উত্তর : আলাউদ্দিন আল আজাদ।

প্রশ্ন :চে গুয়েভারা কোন দেশের নাগরিক ছিলেন?

উত্তর :আর্জেন্টিনা।

প্রশ্ন :প্রাণী দেহে রক্ত সঞ্চালন ও রেচন প্রক্রিয়ার সুস্পষ্ট ধারণা দেন কে?

উত্তর :উইলিয়াম হার্ভে।

প্রশ্ন :'ডেমোক্রেসি মনুমেন্ট' কোথায় অবস্থিত?

উত্তর :ব্যাংকক [থাইল্যান্ড]।

প্রশ্ন :'প্রদোষে প্রাকৃতজন' গ্রন্থের লেখক কে?

উত্তর :শওকত আলী।

প্রশ্ন :'তত্ত্ববোধিনী' পত্রিকার সম্পাদক ছিলেন

উত্তর :অক্ষয়কুমার দত্ত।

প্রশ্ন :দুই মহাদেশ বিস্তৃত নগর

উত্তর :ইস্তাম্বুল।

প্রশ্ন :বিশ্বের দীর্ঘতম নদ কোনটি?

উত্তর :নীলনদ।

প্রশ্ন :কবি জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ

উত্তর :ধূসর পাণ্ডুলিপি।

প্রশ্ন :গ্রিনহাউস গ্যাস নির্গমনে শীর্ষ দেশ কোনটি?

উত্তর :চীন [দ্বিতীয় যুক্তরাষ্ট্র]।

প্রশ্ন :ফিলিস্তিনকে স্বীকৃতি দানকারী প্রথম দেশ কোনটি?

উত্তর :আলজেরিয়া।

প্রশ্ন :আইভরি কোস্টের রাজধানীর নাম কী?

উত্তর : ইয়ামুসুক্রে [প্রশাসনিক রাজধানী আবিদজান]

প্রশ্ন :'প্রেম একটি লাল গোলাপ' কাব্যগ্রন্থের রচয়িতা কে?

উত্তর :রশীদ করিম।

প্রশ্ন :'নেই আকড়া' কি অর্থ প্রকাশ করে?

উত্তর :একগুঁয়ে।

প্রশ্ন :'কল্লোল' পত্রিকাটি কত বছর চলমান ছিল?

উত্তর :সাত বছর।

প্রশ্ন :চীনের মুদ্রার নাম কী?

উত্তর :ইউয়েন।

প্রশ্ন :'ম্যাডোনা ১৯৪৩' হলো

উত্তর :শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম।

প্রশ্ন :মানবদেহের সবচেয়ে কঠিন পদার্থ কোনটি?

উত্তর :এনামেল।

প্রশ্ন :তেভাগা আন্দোলনের নেত্রী ছিলেন

উত্তর :ইলা মিত্র।

প্রশ্ন :শুকতারা একটি

উত্তর :গ্রহ।

প্রশ্ন :'সবুজ গ্রহ' বলা হয়

উত্তর :ইউরেনাসকে।

প্রশ্ন :ক্লিওপেট্রা ছিলেন

উত্তর :মিসরের রানী।

প্রশ্ন :আমলাতন্ত্রের প্রবক্তা বলা হয় কাকে?

উত্তর :ম্যাক্স ওয়েবার।

প্রশ্ন :মাইকেল অ্যাঞ্জেলো কে ছিলেন?

উত্তর :ইতালির চিত্রশিল্পী।

প্রশ্ন :কাকে 'পুরস্কারের রানী' বলা হয়?

উত্তর :বারবারা স্টাইজেন্টকে।

প্রশ্ন :মোঃ জিল্লুর রহমান বাংলাদেশের কততম রাষ্ট্রপতি?

উত্তর :উনিশতম।

প্রশ্ন :'চন্দ্র দ্বীপের উপাখ্যান' উপন্যাসটির রচয়িতার নাম কী?

উত্তর :আবদুর গাফফার চৌধুরী।

প্রশ্ন :'ওয়ারেন্ট' শব্দের অর্থ হচ্ছে

উত্তর :গ্রেফতারি পরোয়ানা।

প্রশ্ন :বিশ্বকাপ ক্রিকেটে এ পর্যন্ত কতটি দেশ অংশ নিয়েছে?

উত্তর :উনিশটি।

প্রশ্ন :ম্যাকাও কোন দেশের উপনিবেশ ছিল?

উত্তর :পতুর্গাল।

প্রশ্ন :ভূমিকম্প নির্ণায়ক যন্ত্রের নাম কী?

উত্তর :সিসমোগ্রাফ।

প্রশ্ন :কোন দেশের ভোটারদের ভোট দেওয়া বাধ্যতামূলক?

উত্তর :অস্ট্রেলিয়া।

প্রশ্ন :মরক্কো স্বাধীনতা লাভ করে

উত্তর :১৯৫৬ সালে।

প্রশ্ন :গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রামে কতটি তারকা চিহ্নিত আছে?

উত্তর :চারটি।

প্রশ্ন :উত্তরা গণভবন কে, কবে নির্মাণ করেন?

উত্তর :রাজা দয়ারাম রায়, ১৭৪৩ সালে।

প্রশ্ন :বিশ্বের প্রথম কৃত্রিম কিডনি কে আবিষ্কার করেন?

উত্তর :ড. শুভ রায়

প্রশ্ন :বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?

উত্তর :ফরিদপুর।

প্রশ্ন : বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি?

উত্তর :মেঘনা।

প্রশ্ন :অস্ট্রেলিয়ার প্রথম নারী প্রধানমন্ত্রী কে?

উত্তর :জুলিয়া গিলার্ড।

প্রশ্ন :হ্যামলেট নাটকটির রচয়িতা

উত্তর :সেক্সপিয়ার।

প্রশ্ন :ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান সদস্য সংখ্যা

উত্তর :২৭।

প্রশ্ন :দুধে কোন ধরনের এসিড থাকে?

উত্তর :ল্যাক্টিক।

প্রশ্ন :দাসপ্রথা বিলুপ্ত করেন কে?

উত্তর : আব্রাহাম লিংকন।

প্রশ্ন :ইসরায়েলের গোয়েন্দা সংস্থার নাম কী?

উত্তর :মোসাদ।

প্রশ্ন :বাংলা সাহিত্যের প্রথম নারী কবি কে?

উত্তর : চন্দ্রাবতী।

প্রশ্ন :আটত্রিশতম উত্তর অক্ষরেখা কোন দুটি দেশকে চিহ্নিত করে?

উত্তর :উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া।

প্রশ্ন :আন্তর্জাতিক আণবিক সংস্থা কবে ইউরেনিয়াম জ্বালানি ব্যাংক গঠনের প্রকল্প অনুমোদন করে?

উত্তর :৩ ডিসেম্বর ২০১০।

প্রশ্ন : রাশিয়া উদ্ভাবিত বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমার নাম কী?

উত্তর : ড্যাড অব অল বোম্বস।

প্রশ্ন : ২৬ জানুয়ারি ২০১০ পৃথিবী থেকে কোন ভাষাটি চিরতরে হারিয়ে যায়?

উত্তর : বো।

প্রশ্ন : সামাজিক ব্যবস্থা তত্ত্বের উদ্ভাবক কে?

উত্তর : ড. মুহাম্মদ ইউনূস।

প্রশ্ন : জাতীয় জন্মনিবন্ধন দিবস কবে পালিত হয়?

উত্তর : ৩ জুলাই।

প্রশ্ন : 'বীরবল' কোন লেখকের ছদ্মনাম?

উত্তর :প্রমথ চৌধুরী।

প্রশ্ন : বাংলা গদ্যে বিরাম চিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার?

উত্তর :বিদ্যাসাগরের।

প্রশ্ন : রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যকে অনুবিশ্ব বলা হয়?

উত্তর :মানসী।

প্রশ্ন : বাংলাদেশে প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত কে?

উত্তর : শরদিন্দু শেখর চাকমা।

প্রশ্ন : মারি বার্গাস কোন দেশের লেখক?

উত্তর :স্প্যানিশ।

প্রশ্ন : 'দ্য হার্ট লকার' চলচ্চিত্রটির পরিচালক কে?

উত্তর : ক্যাথরিন বিকেলো।

প্রশ্ন : থাইল্যান্ডের বর্তমান রাজার নাম কী?

উত্তর :ভূমিবল আদুলাদেজ।

প্রশ্ন : ওয়েবসাইট 'উইকিলিস'-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ কোন দেশের নাগরিক?

উত্তর : অস্ট্রেলিয়ার।

প্রশ্ন : নেলসন ম্যান্ডেলার পুরো নাম কী?

উত্তর : নেলসন রোলিহলাহা ম্যান্ডেলা।

প্রশ্ন : মনমোহন সিং ভারতের কততম প্রধানমন্ত্রী?

উত্তর : চতুর্দশ।

প্রশ্ন : রাজা শশাঙ্কের রাজধানী ছিল

উত্তর :কর্নসুবর্ণ।

প্রশ্ন :'গুলিস্তা' নামের মাসিক পত্রিকাটির সম্পাদক ছিলেন কে?

উত্তর :এস. ওযাজেদ আলী।

প্রশ্ন :ইরানের পুরনো নাম কী?

উত্তর : পারস্য।

প্রশ্ন : কোন দেশের প্রেসিডেন্ট পদটি প্রতীকী?

উত্তর :ফিলিস্তিন।

প্রশ্ন : ফিফার প্রেসিডেন্ট সেপ ব্লাটার কোন দেশের নাগরিক?

উত্তর :সুইজারল্যান্ড।

প্রশ্ন : অস্ট্রেলিয়ার আইনসভার নাম কী?

উত্তর :পার্লামেন্ট অব দ্য কমনওয়েলথ।

প্রশ্ন : বিশ্বের সবচেয়ে উন্নয়নশীল দেশ কোনটি?

উত্তর : চীন।

প্রশ্ন : রংপুর বিভাগ বাংলাদেশের কততম বিভাগ?

উত্তর : সপ্তম।

প্রশ্ন : লিটল বাংলাদেশ কোথায় অবস্থিত?

উত্তর :যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে।

প্রশ্ন : আফগানিস্তানের আইনসভার নিম্নকক্ষের নাম কী?

উত্তর : ওলেসি জিরগা।

প্রশ্ন :বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক কে?

উত্তর :রাষ্ট্রপতি।

প্রশ্ন : ওমান ও পারস্য উপসাগরের মধ্যে অবস্থিত

উত্তর :হরমুজ প্রণালী।

প্রশ্ন :বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কতটি?

উত্তর :১০টি।

প্রশ্ন :'চলিষ্ণু অভিধান' বলে পরিচিত ছিলেন

উত্তর :ড. মুহম্মদ শহীদুল্লাহ।

প্রশ্ন :হাড় ও দাঁত শক্ত করে

উত্তর :ক্যালসিয়াম।

প্রশ্ন :'সারপ্লাস ভ্যালু অব লেবার' তত্ত্বের প্রবক্তা কে?

উত্তর :কার্ল মাকর্স।

প্রশ্ন :জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন

উত্তর :ট্রিগভ্যালি [নরওয়ে]।

প্রশ্ন :জাতীয় স্মৃতিসৌধের ফলক কতটি?

উত্তর :সাতটি।

প্রশ্ন :জাতীয় সংসদের প্রথম স্পিকার কে?

উত্তর :মোহাম্মদ উল্লাহ।

প্রশ্ন :বিশ্বের পার্লামেন্টারি শাসনব্যবস্থা প্রথম কোথায় প্রচলিত হয়?

উত্তর :যুক্তরাজ্য।

প্রশ্ন :তামা ও টিনের মিশ্রণে হয়

উত্তর :ব্রোঞ্জ।

প্রশ্ন : বিপ্লবী চে গুয়েভারা কোথায় নিহত হন?

উত্তর :বলিভিয়ায়।

প্রশ্ন :চিলি কোথায় অবস্থিত?

উত্তর :দক্ষিণ আমেরিকায়।

প্রশ্ন :বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা

উত্তর :ডব্লিউ এ এস ওডারল্যান্ড।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৮:৫৫

কাউসার আলম বলেছেন: এগারো দফা কর্মসূচি ঘোষণা করা হয়
ক. ৬ এপ্রিল, ১৯৬৫ খ. ৬ জানুয়ারি, ১৯৬৯
গ. ৬ মার্চ, ১৯৬৫ ঘ. ৬ এপ্রিল, ১৯৬৯

২| ১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০১

সুমন রহমান বলেছেন: কাজে লাগলো।এবার বিসিএস দিচ্ছি। ধইন্যাপাতা।

১২ ই মার্চ, ২০১৩ সকাল ৯:০৫

কাউসার আলম বলেছেন: চালিয়ে যান...........

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.