নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাকে অভিবাদন,বাংলাদেশ,তুমি ফিরে এসেছ লাল সবুজ আঁকা পতাকার ভেতরে।।

শহীদের খুন লেগে, কিশোর তোমার দুই হাতে দুই, সূর্য উঠেছে জেগে।-------হাসান হাফিজ

কাউসার আলম

কতজনের কত কিছুই হল আমার না হয় পান্তা ভাত আর নুন, কত কী যে হওয়ার কথা ছিল আমার না হয় পাগলামিটাই গুণ।।

কাউসার আলম › বিস্তারিত পোস্টঃ

ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর পর নাকি বিভিন্ন জেলায় শিশু অসুস্থ হয়ে পড়ছে

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮

বিতর্কিত ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর পর ফেনি সহ বিভিন্ন জেলায় শিশু অসুস্থ হওয়ার খবর পাওয়া যাচ্ছে। মোবাইলে মেসেজ দিয়ে নিকটস্থ ইপিএ সেন্টারে অসুস্থ শিশুদের নিয়ে যেতে বলা হয়েছে।



Click This Link

Click This Link





মন্তব্য ২৫ টি রেটিং +২/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৩

জানা বলেছেন:

বিশ্বাসযোগ্য সূত্র দিন। নয়তো এমন সংবাদের পরিনতি ভয়ের। বৃহৎ স্বার্থেই আপনার দায়িত্বশীতা আশা করছি।

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৫

কাউসার আলম বলেছেন: আমার বোনের ননদ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তাদের স্কুলের ক্যাপসুল খাওয়ানোর পর অনেক শিশু আসুস্থ হয়ে পরে। সে-ই ফোন করে বলল।

১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৬

কাউসার আলম বলেছেন: আমার ছোট বোন তার ননদের কাছে শুনে কান্নাকাটি শুরু করে দিয়েছিল, ওর বেবিকে খাওয়ানোর পর, আমি কুমিল্লা সদর হাস পাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেই, ওখানে গিয়ে দেথে কয়েক শ শিশু, যাক ডাক্তারা জানালনে খবরটা ভুয়া।কারা যেন মোবাইলে মেসেজ দিয়ে বলেছে, নিকটস্থ ইপিএ সেন্টারে অসুস্থ শিশুদের নিয়ে যেতে ।

১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৮

কাউসার আলম বলেছেন: আসলে এই পোস্ট দিয়েছিলাম, কেবল সত্যটা জানার জন্য, বিভ্রান্তি ছড়ানোর জন‌্য নয়।

২| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৩

বাধা মানিনা বলেছেন: থবরের সত্যতা কতটুকু জানি না তবে গতকালকেই আমি এ ধরণের একটা আর্টিক্যাল পড়ার পর আজ আমার দুইস বছরের ছেলেকে ক্যাপসুল খাওয়াই নাই।

৩| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৩

এন ইউ এমিল বলেছেন: ভাই দয়ার করে এ্কটু নির্ভরযোগ্য সত্র দিবেন একটু দবসচিত হতাম?

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬

কাউসার আলম বলেছেন: আমার বোনের ননদ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তাদের স্কুলের ক্যাপসুল খাওয়ানোর পর অনেক শিশু আসুস্থ হয়ে পরে। সে-ই ফোন করে বলল।

৪| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৩

মানিক বনিক বলেছেন: আপনি কি দেখেছেন?
না শুনেছেন

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬

কাউসার আলম বলেছেন: আমার বোনের ননদ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তাদের স্কুলের ক্যাপসুল খাওয়ানোর পর অনেক শিশু আসুস্থ হয়ে পরে। সে-ই ফোন করে বলল।

৫| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৮

তামজীদ বলেছেন: অনুগ্রহ করে অনির্ভরযোগ্য সুত্র থেকে খবর দিবেন না।

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬

কাউসার আলম বলেছেন: আমার বোনের ননদ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তাদের স্কুলের ক্যাপসুল খাওয়ানোর পর অনেক শিশু আসুস্থ হয়ে পরে। সে-ই ফোন করে বলল।

৬| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:১৯

অদৃশ্য বলেছেন:




এই টাইপের খবরের সাথে সুনির্দ্দিষ্ট তথ্য উল্লেখ করুন... যারা এমন খবর হুঠাট পোষ্ট করছেন তাদের জানা দরকার এই ব্লগের অনেকেরই ছোট বাচ্চা আছে এবং অনেকেই তাদের বাচ্চাদের ভিটামিন এ খাইয়েছেন...

এইসব খবর দুশ্চিন্তার বিষয়.... সুতরাং সুনির্দ্দিষ্ট তথ্য ছাড়া এমন খবর প্রচার না করাই উত্তম...

১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৫

কাউসার আলম বলেছেন: আমার বোনের ননদ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তাদের স্কুলের ক্যাপসুল খাওয়ানোর পর অনেক শিশু আসুস্থ হয়ে পরে। সে-ই ফোন করে বলল।

৭| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২১

নাজির বলেছেন: জানা বলেছেন:

বিশ্বাসযোগ্য সূত্র দিন। নয়তো এমন সংবাদের পরিনতি ভয়ের। বৃহৎ স্বার্থেই আপনার দায়িত্বশীতা আশা করছি।

খুব টেনশনে আছি দেশে ১ ভাতিজা ও ১ভাতিজি ক্যাপসুল খেয়েছে এই মাত্র ফোন করে জানলাম তারা আল্লাহর রহমতে ভাল আছে

৮| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৬

কাউসার আলম বলেছেন: আমার বোনের ননদ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, তাদের স্কুলের ক্যাপসুল খাওয়ানোর পর অনেক শিশু আসুস্থ হয়ে পরে। সে-ই ফোন করে বলল।

৯| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:২৭

সুনীল রায় বলেছেন: "বিদ্যালয়ের শিক্ষক, তাদের স্কুলের ক্যাপসুল খাওয়ানোর পর অনেক শিশু আসুস্থ হয়ে পরে। সে-ই ফোন করে বলল।" একমাত্র বিবেকহীন পশুরাই শিশু স্বাস্থ্য নিয়ে এরকম গুজব ছড়াতে পারে। কোন লিংক, কোন রেফারেন্স নেই। যে সব পোস্টের লিংক দিয়েছে কয়েকজন ছাগু, সেগুলিও ছাগুদের লেখা কয়েকটি পোস্ট। সেখানেও মনগড়া প্রতিবেদন। বক্তব্যের সমর্থনে কোন লিংক নেই।

১০| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৩১

দিদিমা বলেছেন: @সুনীল রায়, বোনের ফোনের কথার লিংক উনি কিভাবে দিবে? লিংক দিলেই কি সব খবর সত্য হয়ে যায়? বিবেকহীন পশু বলাটা কথটা যুক্তি সংগত হল?

১১| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:১৫

পলাতক আসামী বলেছেন: ভিটামিন 'এ' ক্যাপসুল খা্ওয়া দিয়ে কি হবে?? সাইদি চুরার পড়া-পানি গেলাক, সব মুসকিলে আশান।। X( X( X(

১২| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:২৯

আরাহান বলেছেন: আজকে আমি আমার মেয়েকে খাওইলাম, কৈ কিছুতো হইলো না।
ভিটামিন 'এ' ক্যাপসুল খা্ওয়া দিয়ে কি হবে?? সাইদি চুরার পড়া-পানি গেলাক, সব মুসকিলে আশান।

১৩| ১২ ই মার্চ, ২০১৩ বিকাল ৫:৩১

ফাহীম দেওয়ান বলেছেন:

১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

কাউসার আলম বলেছেন: আমার ছোট বোন কান্নাকাটি শুরু করে দিয়েছিল, ওর বেবিকে খাওয়ানোর পর, আমি কুমিল্লা সদর হাস পাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেই, ওখানে গিয়ে দেথে কয়েক শ শিশু, যাক ডাক্তারা জানালনে খবরটা ভুয়া।কারা যেন মোবাইলে মেসেজ দিয়ে বলেছে, নিকটস্থ ইপিএ সেন্টারে অসুস্থ শিশুদের নিয়ে যেতে ।

১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

কাউসার আলম বলেছেন: ধন্যবাদ

১৪| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:২৯

কাউসার আলম বলেছেন: আসলে এই পোস্ট দিয়েছিলাম, কেবল সত্যটা জানার জন্য, বিভ্রান্তি ছড়ানোর জন‌্য নয়।

১৫| ১২ ই মার্চ, ২০১৩ সন্ধ্যা ৬:৪৯

যোগী বলেছেন: কেমনে আপনে জনার জন্য এই পোষ্ট দিয়েছিলেন?

আপনে শিরোনামে কি লিখেছেন আর এখন কি বলছেন? আপনি লিখেছেন-

বিতর্কিত ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর পর ফেনি সহ বিভিন্ন জেলায় শিশু অসুস্থ হওয়ার খবর পাওয়া যাচ্ছে।

এই বিভিন্ন জেলার খবর আপনে কি আপনার বইনের কাছ থেকে পাইছেন যার নিজের শিশুই অসুষ্থ?

১২ ই মার্চ, ২০১৩ রাত ১১:৪৩

কাউসার আলম বলেছেন: আমরা থাকি কুমিল্লায়, বোনের শ্বশুর বাড়ী নোয়াখালী, ভাই থাকে ফেনী....নেটওয়ার্কটা এভাবে গড়ে উঠেছিল, কিন্তু সব জায়গায়ই কেউ বিভান্তি ছড়িয়েছে, তবে সত্যি সত্যিই অনেক শিশু সামান্য অস্বাভাবিকতা প্রদর্শন করেছিল, যা স্বাভাবিক, হতেই পারে। কিন্তু এ ব্যাপারে সংশ্লিষ্ট মহলের দায়িত্ব ছিল জনগণকে বুঝিয়ে দেয়া , গতকাল থেকে এই অপপ্রচার চলছিল, তখন সবাই নীরব ছিল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.