নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতজনের কত কিছুই হল আমার না হয় পান্তা ভাত আর নুন, কত কী যে হওয়ার কথা ছিল আমার না হয় পাগলামিটাই গুণ।।
আল্লাহর কাছে একটা পিটিশন দিতে চাই এই মর্মে যে, তাঁকে নিয়ে, তাঁর রাসু্লকে নিয়ে, তাঁর মনোনীত ধর্ম তথা শান্তির ধর্ম " ইসলাম " কে কাজে লাগিয়ে কেউ যেন ফায়দা লুটতে না পারে এই ঘোষণা দিয়ে একটা ফরমান অতি শীঘ্র যেন পৃথিবীতে পাঠানো হয়। ****
জানি এটা একটা কল্পনা। তবুও লোকজন যেভাবে ইসলাম ধর্মকে খেল-তামাশায় পরিনত করছে, তা দেখে এমন প্রার্থনা করতে বাধ্য হলাম।
২| ২৪ শে মার্চ, ২০১৩ ভোর ৬:৫২
কাউসার আলম বলেছেন: বাংলাদেশের মানুষ ধার্মিক, তবে সাম্প্রদায়িক নয়।
মানুষের মাঝে ধর্মান্ধতা নেই, তবে যেটা আছে, তাকে বলে ধর্মপ্রিয়তা।
এদেশের মানুষ কখোনোই ধর্মকে ঢাল করে আগ্রাসী রাজনৈতিক কর্মকাণ্ড যেমন পছন্দ করে না,
তেমনি, অসাম্প্রদায়িকতা বা ধর্মনিরপেক্ষতার নামে ধর্মকে কটুক্তি করে কোন কিছুই মানুষ মেনে নেবে না।
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০১৩ রাত ৯:২৪
কাউসার আলম বলেছেন: *** জীবনের সর্বক্ষেত্রে ইসলাম থাকবে, কিন্তু তাই বলে ইসলামের নামে বা ইসলামকে ঢাল হিসেবে ব্যবহার করে ব্যক্তিগত বা দলীয় স্বার্থসিদ্ধি কোনভাবেই কাম্য নয়।