নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাকে অভিবাদন,বাংলাদেশ,তুমি ফিরে এসেছ লাল সবুজ আঁকা পতাকার ভেতরে।।

শহীদের খুন লেগে, কিশোর তোমার দুই হাতে দুই, সূর্য উঠেছে জেগে।-------হাসান হাফিজ

কাউসার আলম

কতজনের কত কিছুই হল আমার না হয় পান্তা ভাত আর নুন, কত কী যে হওয়ার কথা ছিল আমার না হয় পাগলামিটাই গুণ।।

কাউসার আলম › বিস্তারিত পোস্টঃ

একটুখানি রসায়ন-০০১

১৯ শে মার্চ, ২০১৩ রাত ১২:০৬

পর্যায় সারণি-০১

সবারই কমবেশি জানা আছে । তাও যারা আমার মতো দুর্বল স্মৃতিশক্তির অধিকারী তাদের জন্য পর্যায় সারণীর মূল সাতটা গ্রুপের মৌলগুলা মনে রাখানোর জন্য আমার এই একটুখানি চেষ্টা ।



গ্রুপ 1A- H Li Na K Rb Cs Fr

হে লি না কে রুবি সাজাবে ফ্রান্সে



গ্রুপ 2A- Be Mg Ca Sr Ba Ra

বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশাহ রহিম

অথবা- বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাটিতে রাখ

অথবা- বিধবা মহিলা কা সার বাসনে রাধে



গ্রুপ 3A- B Al Ga In Ti

বরুন অল্পতেই গেল ইন্ডিয়া তে

অথবা- বাংলাদেশ আওয়ামীলীগ গেল ইন্ডিয়া ট্যুরে



গ্রুপ 4A- – C Si Ge Sn Pb

কলিকাতা সিটিতে গেলে সোনা পাবে

অথবা- কাদঁলে শার্ট গেন্জি স্যান্ডেল পাবে



গ্রুপ 5A- N P As Sb(অ্যান্টিমনি) Bi

নাই প্রিয়া আজ সবই বিরহের

অথবা- না ফিজ আছে আন্টির বাসায়

অথবা- নাই পারুল আছে সাবিনা বিয়ান



গ্রুপ 6A – O S Se Te Po

অফিস শেষে সেলিনা টেলিফোন পেল

অথবা- ও এস এস-ই তে পড়ে



গ্রুপ 7A – (হ্যালোজেনX) – F Cl Br I At

ফখরুলের ক্লোনটি বড়ই ইডি য়েট



গ্রুপ 0 (নিষ্ক্রিয় ধাতু) – He Ne Ar Kr Xe(জেনন) Rn

হে না আর করিম যাবে রমনায়



ধাতুর সক্রিয়তা সিরিজ -

K Na Ca Mg Al Zn Fe Sn Pb H Sb Bi As

কে না কে ম্যাকাইভার এল যেন ফিরে সুস্মিতাকে পাবে হায় সবই বিফলে আজ



Cu Hg Ag Pt Au

কাপুরুষ হাবলু আজি পেটাবে আমায়



উজ্জল ধাতু – Ca Na Mg Ag Al

কা না ম্যাকাইভার আগে এল



নরম ধাতু - Pb Na Ca K

পাব না কেয়া কে



D ব্লকের মৌল – Cu Mn Cr Co Fe Ni Zn

কাজল মার্সিডিজ কারে করে ফেনী যাবে



-------------------------------------------(চলবে)

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩৮

কাউসার আলম বলেছেন: গ্রুপ ১ :
হায়রে !লি না কে রুবি চেছে ফেলেছে !
H→Li→Na→K→Rb→Cs→Fr

গ্রুপ ২ :
বিরানী মোগলাই কাবাব সরাইয়া বাটিতে রাখ ।
Be→Mg→Ca→Sr→Ba→Ra

গ্রুপ ৩ :
বো-আল গ্যালো ইন্দ্রর টেলুতে(থালাতে) ।
B→Al→Ga→In→Tl

গ্রুপ ৪ :
কোরিয়ার সীমান্তে গেলে সোনা পাবে ।
C→Si→Ge→Sn→pb

গ্রুপ ৫ :
নাচুইন্যা পার্টি আসে সবার বিয়েতে ।
N→P→As→Sb→Bi

গ্রুপ ৬ :
ও এস এস সি তে পরে ।
O→S→Se→Te→Po

২| ১৯ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৪

কালোপরী বলেছেন: অনেক আগের পড়া, :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.