নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতজনের কত কিছুই হল আমার না হয় পান্তা ভাত আর নুন, কত কী যে হওয়ার কথা ছিল আমার না হয় পাগলামিটাই গুণ।।
"হ্যাঁ" এবং "না" দুইটা শব্দ খুবই গুরত্বপূর্ণ আমাদের জীবনে ! এই শব্দ দুইটা ব্যবহারে আমরা সর্বদা ব্যর্থ হই ! অনেক কিছু আমরা পাইনা, খুব দ্রুত "না" বলার কারনে আবার অনেক কিছু হারিয়ে ফেলি, খুব দেরি করে "হ্যাঁ" বলার কারনে ! শব্দ দুটি খুবই ছোট কিন্তু জীবন পরিবর্তন করতে পারে এক নিমিষে !!
২| ২১ শে মার্চ, ২০১৩ রাত ৩:১৮
কাউসার আলম বলেছেন: সাইকোলজির একটি শিক্ষা :
¤ যখন কেউ সামান্য কোন ব্যাপারেও হাসে , তাহলে বলা যায় যে তার জীবনেগভীর দুংখবোধ আছে ।
¤ যদি কেউ অতিরিক্ত ঘুমায় , তাহলে বলা যায় যে সে অনেকটা নিঃসঙ্গ।
¤ যদি কেউ সবসময় চুপচাপ
থাকে এবং যখন কথা বলে ,তখন খুব দ্রুত বলতে থাকে , তাহলে বলা যায় যে সে নিজের ভিতর কথা লুকিয়ে রাখে।
¤ যদি কেউ খুব অদ্ভূত ভাবে খাবার খায় , তাহলে বলা যায় যে তার ভিতরে সবসময় টেনশন কাজ করে ।
¤ যদি কেউ শত ব্যস্ততার মাঝেও আপনার কুশলাদি জিজ্ঞাস করে, তাহলে মনে রাখবেন যে , আপনার কথা ভাবার লোক রয়েছে ।
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪১
কাউসার আলম বলেছেন: জীবন সহজ নয়, জটিলও নয়। জীবন জীবনের মতই। আমরাই একে সহজ করি, আমরাই একে জটিল করি।
-------------------হুমায়ুন আহমেদ