নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতজনের কত কিছুই হল আমার না হয় পান্তা ভাত আর নুন, কত কী যে হওয়ার কথা ছিল আমার না হয় পাগলামিটাই গুণ।।
ছবিগুলো দেখে কমেন্টস করুন। আসলে কী প্রমানিত হয় , তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, নাকি রাজাকার ?
ছবিগুলো নেয়া হয়েছে
১। এখান থেকে ও এখান থেকে
২| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫৮
পাস্ট পারফেক্ট বলেছেন: প্রথম কথা হইলো এই সব ডকুমেন্টস দীর্ঘদিন ধরে দেখে আস্তাছি। মগার, গুটি গুটি ইংলিশ লিখা পড়াই যায় না যে উহার ভিত্তিতে জনৈকা সাদেজা চৌদ্রীরে রাজাকার ঘোষনা করা যায়!
তবে উনি যে বাংলাদেশে বিষতম রাষ্ট্রপত্নী হতে যাচ্ছেন সে ব্যাপারে অনেকখানি আশা করা যায়। কারণ সবখানে প্যাচ লাগায়া গিট্টু মাইরা বাঙ্গালীগো নাকে দড়ি বাইন্ধা ঘুরাইয়া আমাগো প্রধানমন্ত্রী কোন এক অজানা কারণে ব্যাপক আনন্দ পান- মজা লুটেন, নিজের অজান্তেই বালিকাসুলভ হেসে উঠেন!!!
©somewhere in net ltd.
১| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫৮
রান০০৭ বলেছেন: শিরোনাম হওয়া উচিত ছিল- চেতনা বনাম বাস্তবতা