নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাকে অভিবাদন,বাংলাদেশ,তুমি ফিরে এসেছ লাল সবুজ আঁকা পতাকার ভেতরে।।

শহীদের খুন লেগে, কিশোর তোমার দুই হাতে দুই, সূর্য উঠেছে জেগে।-------হাসান হাফিজ

কাউসার আলম

কতজনের কত কিছুই হল আমার না হয় পান্তা ভাত আর নুন, কত কী যে হওয়ার কথা ছিল আমার না হয় পাগলামিটাই গুণ।।

কাউসার আলম › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকে অনাকাঙ্খিত Group অ্যাড কীভাবে এড়ানো যায়?

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২১





ফেসবুকে কারা যেন আমাকে কযেক শত গ্রুপে অ্যাড করেছে, যেসকল গ্রুপে আমি অ্যাড হতে চাইনি। অনেক কষ্ট করে কতগুলো গ্রুপ রিমুভ করেছি। ভবিষ্যতে যেন কেউ আর আমায় অ্যাড দিতে না পারে, তার ব্যবস্থা করব কীভাবে? আমি প্রাইভেসী অপশনে অনেক খুজেছি পাইনি। যারা এ বিষয়ে জানেন তারা একটু হেল্প করুন এবং পদ্ধতিটা বলে দিন, প্লিজ।।



নমুনা হিসেবে ১টি প্রিন্ট স্ক্রিনশট দিলাম, এমন ১৫ টি আছে। এবার ভাবুনতো আমার অবস্থা, প্লিজ এরুপ অনাকাঙ্খিত Group অ্যাড কীভাবে এড়ানোর পদ্ধতিটা বলে দিন।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৯:২৯

বিডি আইডল বলেছেন: কোন উপায় নাই

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৩৪

কাউসার আলম বলেছেন: হায় হায়। একী শুনাইলেন বিডি আইডল ভাই?

২| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪১

এস.কে.ফয়সাল আলম বলেছেন: এখন পর্যন্ত এসব এড়ানোর অপশন নেই ফেবুতে।

তবে এক কাজ করতে পারেন > মাঝে মাঝে ফেবুতে স্ট্যাটাস দিয়ে সবাইকে সতর্ক করে দিতে পারেন যে কেউ আপনাকে কোন গ্রুপে এ্যাড করলে আপনি তাকে নগদে ফ্রেন্ডলিষ্ট থেকে রিমুভ করে দিবেন :)

দেখবেন কিছুটা হলেও কমবে।

আর একটু কষ্ট করে সব যেসব গ্রুপে থাকতে চান না সে গুলো এক এক করে রিমুভ করে নিন এর পর প্রতিদিন ফেবুতে বসলে নতুন কোন গ্রুপের এ্যাড হয়ে গেলে তা সাথে সাথে প্রয়োজন অনুসারে রিমুভ করে দিন এতে বোঝাটা হাল্কা হবে।

২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:০১

কাউসার আলম বলেছেন: এতো মহাযজ্ঞ ......

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.