নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতজনের কত কিছুই হল আমার না হয় পান্তা ভাত আর নুন, কত কী যে হওয়ার কথা ছিল আমার না হয় পাগলামিটাই গুণ।।
চিত্র ১
---------------------------------------------------------------
মিঃ 'X'
একজন সরকারি কর্মকর্তা। তিন মাস হলো চাকরি করছেন। তিন মাস হলেও ঘুষ খাওয়াটা আজ থেকে শুরু করেছেন। একটা ফাইল ছাড়তে এক বৃদ্ধ থেকে ২৫হাজার টাকা নিলেন। সেদিন সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরে দেখেন, তার ছোট বাচ্চাটা সিঁড়ি থেকে পড়ে পা ভেঙ্গে ফেলেছে। বাচ্চাকে হাসপাতালে নিতে নিতে তিনি ভাবলেন, 'ভাগ্যিস ঘুষ খেয়েছি, নইলে আজ ছেলেকে ভাল হাসপাতালে নিতে পারতাম না। কাল থেকে আরো বেশি করে খেতে হবে। Determined!'
▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀▀
চিত্র ২-
----------------------------------------------------------------
মিঃ 'Y'
একজন সরকারি কর্মকর্তা। তিন মাস হলো চাকরি করছেন। তিন মাস হলেও ঘুষ খাওয়াটা আজ থেকে শুরু করেছেন। একটা ফাইল ছাড়তে এক বৃদ্ধ থেকে ২৫হাজার টাকা নিলেন। সেদিন সন্ধ্যায় অফিস থেকে বাসায় ফিরে দেখেন, তার ছোট বাচ্চাটা সিঁড়ি থেকে পড়ে পা ভেঙ্গে ফেলেছে। বাচ্চাকে হাসপাতালে নিতে নিতে তিনি ভাবলেন. 'আজ ঘুষ খেয়েছি বলেই, এ ধরণের বিপদে পড়তে হলো। কাল থেকে আর কোন ঘুষ না। Determined!'
▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼▼
Moral: আমাদের কর্মফলগুলি আমরা অবশ্যই পাই। সমস্যা হল ওটা যে কর্মের ফল সেটাই বুঝি না।
[সংগৃহীত]
২| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৫৭
ঢাকাবাসী বলেছেন: কিছু মনে করবেননা, এদেশে একনম্বরটারই জয় জয়কার, কোন পা টা ভাঙ্গেনা, আগা থেকে মাথা পর্যন্ত।
৩| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৪৬
আতিকুল০৭৮৪ বলেছেন: ঢাকাবাসী ভাই আপনাকে বলছি।বিচার হবেই।।আজ না হোক কাল
৪| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪১
আরিফ খান নয়ন বলেছেন: 100 % R8
৫| ২৩ শে এপ্রিল, ২০১৩ দুপুর ২:৫৮
অশান্ত পৃথিবী বলেছেন: তাইলে তো সব সরকারী অফিসারের পোলারাই লুলা হইত
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৫
কাউসার আলম বলেছেন: এটি একটি শিক্ষামূলক গল্প, "লুলা না হলেও অন্য কোন সমস্যায় হয়তো পড়ে!"
আমাদের কর্মফলগুলি আমরা অবশ্যই পাই। সমস্যা হল ওটা যে কর্মের ফল সেটাই বুঝি না।
৬| ২৩ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৫১
মুহসিন বলেছেন: লুলা না হলেও অন্য কোন সমস্যায় হয়তো পড়ে!
২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৩:৫৬
কাউসার আলম বলেছেন:
আমাদের কর্মফলগুলি আমরা অবশ্যই পাই। সমস্যা হল ওটা যে কর্মের ফল সেটাই বুঝি না।
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০১৩ সকাল ৭:৩৬
আলফা-কণা বলেছেন: sundorpost , khub sundor