নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতজনের কত কিছুই হল আমার না হয় পান্তা ভাত আর নুন, কত কী যে হওয়ার কথা ছিল আমার না হয় পাগলামিটাই গুণ।।
গতকাল বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ৩১ তম বিসিএস -এ প্রশাসনে ৬২ তম হওয়া কাজী আরিফ বিল্লাহর ক্যাডার পদের সুপারিশ বাতিল করা হয়েছে এবং ভবিষ্যতে কমিশন কর্তৃক অনুষ্ঠিতব্য সকল নিয়োগ (ক্যাডার ও নন-ক্যাডার)- এর জন্য তাকে অযোগ্য করা হয়েছে ।
উল্লেখ্য, কাজী আরিফ বিল্লাহ তার অ্যাপিয়ারড সার্টিফিকেটের আগাম তারিখ দেয়া সংক্রান্ত জালিয়াতির অভিযোগে অভিযুক্ত;
লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে, কাজী আরিফ তথ্য জালিয়াতি করে থাকলেও সম্পূর্ণ মেধার বলেই প্রশাসন ক্যাডারে ৬২ তম হয়েছেন, তাও জীবনের প্রথম বিসিএস এ;
কিন্তু দুর্জন বিদ্বান হলেও পরিতাজ্য।
♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔
কর্মফল অবশ্যই ভোগ করতে হবে ; আজ নয়তো ►►►► কাল
০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২২
কাউসার আলম বলেছেন: ♔ একজন চাকুরি প্রার্থী হিসেবে আমি জানি, এই ঘটনাটি তার জন্য কতটা কষ্টের। কিন্তু কাজটা করার পূর্বে তার ভাবা উচিত ছিল।♔
২| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩
কাউসার আলম বলেছেন: ৪-৫ বছর পূর্বে গ্রাজুয়েশন করেছেন এমন অনেকে বিসিএস পরীক্ষা দিয়ে সিভিল সার্ভিসে ঢোকার স্বপ্ন দেখেন । তাদের পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে এই সকল ভুয়া পরীক্ষার্থী।
৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬
কষ্টসখা বলেছেন: আমার মনে হয় তাকে শুধরে নেওয়ার সুজগ দেওয়া উচিত.
৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১
মাহমুদ হাসানাত বলেছেন: খুবই দুঃখজনক ও কষ্টের। আমি মর্মাহত ওনার জন্য।
০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৩
কাউসার আলম বলেছেন: ♔ একজন চাকুরি প্রার্থী হিসেবে আমি জানি, এই ঘটনাটি তার জন্য কতটা কষ্টের। কিন্তু কাজটা করার পূর্বে তার ভাবা উচিত ছিল।♔
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬
I am innocent 99% বলেছেন: দুর্জন বিদ্বান হলেও পরিতাজ্য- কারন তার এক থাবা, বিদ্বান নয় এমন মানুষের ১০০ থাবার সমান।
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৭
মাহমুদুর রাহমান বলেছেন: দুঃখ জনক