নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তোমাকে অভিবাদন,বাংলাদেশ,তুমি ফিরে এসেছ লাল সবুজ আঁকা পতাকার ভেতরে।।

শহীদের খুন লেগে, কিশোর তোমার দুই হাতে দুই, সূর্য উঠেছে জেগে।-------হাসান হাফিজ

কাউসার আলম

কতজনের কত কিছুই হল আমার না হয় পান্তা ভাত আর নুন, কত কী যে হওয়ার কথা ছিল আমার না হয় পাগলামিটাই গুণ।।

কাউসার আলম › বিস্তারিত পোস্টঃ

দুর্জন বিদ্বান হলেও পরিতাজ্য (প্রসঙ্গ ৩১-তম BCS )

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৩

গতকাল বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, ৩১ তম বিসিএস -এ প্রশাসনে ৬২ তম হওয়া কাজী আরিফ বিল্লাহর ক্যাডার পদের সুপারিশ বাতিল করা হয়েছে এবং ভবিষ্যতে কমিশন কর্তৃক অনুষ্ঠিতব্য সকল নিয়োগ (ক্যাডার ও নন-ক্যাডার)- এর জন্য তাকে অযোগ্য করা হয়েছে ।

উল্লেখ্য, কাজী আরিফ বিল্লাহ তার অ্যাপিয়ারড সার্টিফিকেটের আগাম তারিখ দেয়া সংক্রান্ত জালিয়াতির অভিযোগে অভিযুক্ত;

লক্ষণীয় ব্যাপার হচ্ছে যে, কাজী আরিফ তথ্য জালিয়াতি করে থাকলেও সম্পূর্ণ মেধার বলেই প্রশাসন ক্যাডারে ৬২ তম হয়েছেন, তাও জীবনের প্রথম বিসিএস এ;

কিন্তু দুর্জন বিদ্বান হলেও পরিতাজ্য।



♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔♔

কর্মফল অবশ্যই ভোগ করতে হবে ; আজ নয়তো ►►►► কাল

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৪৭

মাহমুদুর রাহমান বলেছেন: দুঃখ জনক

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২২

কাউসার আলম বলেছেন: ♔ একজন চাকুরি প্রার্থী হিসেবে আমি জানি, এই ঘটনাটি তার জন্য কতটা কষ্টের। কিন্তু কাজটা করার পূর্বে তার ভাবা উচিত ছিল।♔

২| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৩

কাউসার আলম বলেছেন: ৪-৫ বছর পূর্বে গ্রাজুয়েশন করেছেন এমন অনেকে বিসিএস পরীক্ষা দিয়ে সিভিল সার্ভিসে ঢোকার স্বপ্ন দেখেন । তাদের পথে বাঁধা হয়ে দাঁড়াচ্ছে এই সকল ভুয়া পরীক্ষার্থী।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৫৬

কষ্টসখা বলেছেন: আমার মনে হয় তাকে শুধরে নেওয়ার সুজগ দেওয়া উচিত.

৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:০১

মাহমুদ হাসানাত বলেছেন: খুবই দুঃখজনক ও কষ্টের। আমি মর্মাহত ওনার জন্য।

০৩ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৫:২৩

কাউসার আলম বলেছেন: ♔ একজন চাকুরি প্রার্থী হিসেবে আমি জানি, এই ঘটনাটি তার জন্য কতটা কষ্টের। কিন্তু কাজটা করার পূর্বে তার ভাবা উচিত ছিল।♔

৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৬

I am innocent 99% বলেছেন: দুর্জন বিদ্বান হলেও পরিতাজ্য- কারন তার এক থাবা, বিদ্বান নয় এমন মানুষের ১০০ থাবার সমান।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.