নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতজনের কত কিছুই হল আমার না হয় পান্তা ভাত আর নুন, কত কী যে হওয়ার কথা ছিল আমার না হয় পাগলামিটাই গুণ।।
বাংলাদেশ এসোসিয়েশন অব কনস্ট্রাকশন ইন্ডাসট্রি (BACI) এর তত্ত্বাবধানে Skills for Employment Investment Program (SEIP) এর আওতাধীন ইউসেপ বাংলাদেশ পরিচালিত প্রশিক্ষণ কেন্দ্রসমূহে স্বল্প মেয়াদী কারিগরি প্রশিক্ষণে ভর্তি চলছে।
ভর্তির যোগ্যতাঃ বয়স- ন্যূনতম ১৮ বছর এবং কমপক্ষে ৫ম শ্রেণি পাশ হতে হবে।
প্রশিক্ষণের বৈশিষ্ট্যঃ
*উন্নত যন্ত্রপাতি, ক্লাশরুম এবং প্রশিক্ষিত প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ
* এই প্রশিক্ষণ ও কর্মসংস্থান সেবা বিনামূল্যে প্রদান করা হয়
* সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের সার্টিফিকেট দেয়া হবে এবং চাকুরী প্রদানে সহায়তা করা হবে।
* প্রশিক্ষণ শেষে বৃত্তি হিসেবে ৯৪৫০/- টাকা প্রদান করা হবে।
* প্রশিক্ষণ কেন্দ্রে যাতায়তের জন্য বাস সার্ভিস
* নারী ও প্রতিবন্ধীদের জন্য বিশেষ অগ্রাধিকার।
বর্তমানে অক্টোবর-ডিসেম্বর-২০১৬ সেশনে তিনমাস(০৩) মেয়াদী নিম্নোক্ত কোর্সসমূহে ভর্তি চলছেঃ
১. ম্যাশনারি
২. রড বাইন্ডিং এন্ড ফেব্রিকেশন
ভর্তির সময় নিম্নোক্ত কাগজপত্র জমা দিতে হবে:
** প্রশিক্ষণার্থীর তিন কপি ছবি
** প্রশিক্ষণার্থীর জন্মনিবন্ধনের অথবা ভোটার আইডির ফটোকপি
** প্রশিক্ষণার্থীর অভিভাবকের ভোটার আইডির ফটোকপি
** প্রশিক্ষণার্থীর শিক্ষাগত যোগ্যতার ফটোকপি (যদি থাকে)
** চেয়ারম্যান অথবা কমিশনার প্রদত্ত চারিত্রিক সনদের ফটোকপি
স্কুলের নামঃ ইউসেপ যাত্রাবাড়ি টেকনিক্যাল স্কুল (JTS)
যোগাযোগের ঠিকানাঃ
পোল্ডার রোড, মুক্তি সরণি, সাদ্দাম মার্কেট,মাতুয়াইল, ঢাকা-১৩৬২ ।
See Map: https://goo.gl/maps/GJXRwZuf6qD2
See Direction: https://goo.gl/maps/nVKwo26ZQnC2
ফোন :৮৮ ০২ ৭৫ ৪৩ ৬৯৬ এবং ৮৮ ০২ ৭৫ ৪৩ ৬৯৯
মোবাইল: ০১৮৪৭-১৮ ৮৯ ০২, ০১৯১২-০৬ ৮৬ ৭০, ০১৬৮০-৮৮ ৬১ ৫৩, ০১৭৪৭-৮৯ ৭২ ৫০,
ইমেইলঃ [email protected]
[প্রাপ্তি স্বীকারঃ এই পোস্টের লেখাগুলো সংবাদপত্রের বিজ্ঞাপন এবং লিফলেট হতে সংগৃহীত, এটা কোনো অফিসিয়াল বিজ্ঞাপন নয়]
৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৭
কাউসার আলম বলেছেন: এটা ব্যাবসায়ী বিজ্ঞাপন নয়। প্রশিক্ষণের বৈশিষ্ট্যগুলো পড়ে দেখুন।
২| ০৬ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪
কাউসার আলম বলেছেন:
০৩/১০/১৬ তারিখে অক্টোবর-ডিসেম্বর-২০১৬ সেশনে তিনমাস(০৩) মেয়াদী কোর্সসমূহে ভর্তি সমাপ্ত হয়েছে।
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪১
এ কে এম রেজাউল করিম বলেছেন:
এটা ব্যাবসায়ী বিজ্ঞাপন হলে এখানে না দিলে ভালো হয়।