নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কতজনের কত কিছুই হল আমার না হয় পান্তা ভাত আর নুন, কত কী যে হওয়ার কথা ছিল আমার না হয় পাগলামিটাই গুণ।।
প্রথমেই বলে রাখি, এটা কোন ব্যবসায়ী বিজ্ঞাপন নয়, জনস্বার্থে স্বপ্রণোদিত হয়ে আমি এটা প্রচার করছি।।।
পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন-এর সৌজন্যে ইউসেপ যাত্রাবাড়ি টেকনিক্যাল স্কুলে সম্পূর্ণ আবাসিক ব্যবস্থাপনায় নভেম্বর'১৬-জানুয়ারি'১৭ সেশনে প্লাম্বিং ও পাইপ ফিটিংস ট্রেডে প্রশিক্ষনার্থী ভর্তি চলছে।
ভর্তির যোগ্যতাঃ বয়স- ১৭-২৫ বছর এবং কমপক্ষে ৫ম শ্রেণি পাশ হতে হবে।
প্রশিক্ষণের বৈশিষ্ট্যঃ
** সম্পূর্ণ আবাসিক-থাকা ও খাওয়া ফ্রি।
** ছয়মাসের প্রশিক্ষণ ডাবল শিফটের মাধ্যমে তিনমাসে প্রদান।
**উন্নত যন্ত্রপাতি, ক্লাশরুম এবং প্রশিক্ষিত প্রশিক্ষকের মাধ্যমে প্রশিক্ষণ
* এই প্রশিক্ষণ ও কর্মসংস্থান সেবা আর্থিকভাবে অস্বচ্ছলদের জন্য বিনামূল্যে, কিন্তু সামর্থ্যবানদের পুরো তিনমাসের জন্য কেবলমাত্র ২২৮০/- টাকা ভর্তির সময়এককালীন প্রদান করতে হবে।
* সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের সার্টিফিকেট দেয়া হবে এবং চাকুরী প্রদানে সহায়তা করা হবে।
* এই প্রশিক্ষণ শুধুমাত্র ১৭-২৫ বছর বয়সের পুরুষদের জন্য।
ভর্তির সময় নিম্নোক্ত কাগজপত্র জমা দিতে হবে:
** প্রশিক্ষণার্থীর পাঁচ কপি পাসপোর্ট সাইজ ও ২ কপি স্ট্যাম্প সাইজ ছবি।
** প্রশিক্ষণার্থীর জন্মনিবন্ধনের অথবা ভোটার আইডির ফটোকপি।
** প্রশিক্ষণার্থীর অভিভাবকের ভোটার আইডির ফটোকপি।
** প্রশিক্ষণার্থীর শিক্ষাগত যোগ্যতার ফটোকপি (যদি থাকে)।
** চেয়ারম্যান অথবা কমিশনার প্রদত্ত চারিত্রিক সনদের ফটোকপি।
আসন সংখ্যা সীমিত, আগে আসলে আগে পাবেন, তবে জন্মনিবন্ধনের অথবা ভোটার আইডির ভেরিফিকেশনের পর কনফারমেশন দেয়া হবে। আগামী ২৭ অক্টোবরের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আগ্রহীগণ জরুরী ভিত্তিতে যোগাযোগ করুন।
স্কুলের নামঃ ইউসেপ যাত্রাবাড়ি টেকনিক্যাল স্কুল
যোগাযোগের ঠিকানাঃ
পোল্ডার রোড, মুক্তি সরণি, সাদ্দাম মার্কেট,মাতুয়াইল, ঢাকা-১৩৬২ ।
See Map: https://goo.gl/maps/GJXRwZuf6qD2
See Direction: https://goo.gl/maps/nVKwo26ZQnC2
ফোন :৮৮ ০২ ৭৫ ৪৩ ৬৯৬ এবং ৮৮ ০২ ৭৫ ৪৩ ৬৯৯
মোবাইল: ০১৮৪৭-১৮ ৮৯ ০২, ০১৯১২-০৬ ৮৬ ৭০, ০১৬৮০-৮৮ ৬১ ৫৩, ০১৭৪৭-৮৯ ৭২ ৫০,
ইমেইলঃ [email protected]
[প্রাপ্তি স্বীকারঃ এই পোস্টের লেখাগুলো সংবাদপত্রের বিজ্ঞাপন এবং লিফলেট হতে সংগৃহীত, এটা কোনো অফিসিয়াল বিজ্ঞাপন নয়]
২| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৮
মোটরসাইকেল ভ্যালী বলেছেন: খুবই ভালো উদ্যোগ
©somewhere in net ltd.
১| ২৬ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৪১
জিল্লুর রহমান রিফাত বলেছেন: ধন্যবাদ।