নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জয় হোক মানুষের, মানবতার আর দরিদ্র শিশুটির যে জন্মে দেখছে লোভ আর লালসার পৃথিবী।

পূনেন্দু পাহাড়ি

পূনেন্দু পাহাড়ি › বিস্তারিত পোস্টঃ

ভালো লাগে না আর তোমাকে

০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:২৭

নিলান্জনা, তোমাকে না আর ভালো লাগে না,
তুমি না স্লিম , সুমি শুশ্রি , চেহারার চারপাশে আলো তবুও,
তুমি না সেই আগেরটা নও, এখন তুমি হাড়িপাতিল নিয়ে কথা বল
এখন তুমি প্রতিদিন ই বাজার নিয়ে কথা বল,
পেয়াজ-লবন -মরিচ এসব এখন তোমার হাতিয়ার
আর আমি যার ভরসা একটা বড় ব্যাগ সেটাই টানি।
তুমি কি জানো নিলান্জনা. পিয়াজ এখন ১২০, রসুন ১৮০
আর তোমার দেশি শশা ৮০ টাকা মটে,
তুমি কি জানো আজকাল হটেলে পেপে দেয়, পিয়াজ ওদেরও হাতের বাইরে নিলান্জনা।
তোমাকে আর ভালো লাগেনা সত্যি।
আগে একটা কবিতায় তোমাকে পেয়েছি,
আজ ১কেজি পেয়াজেও কাছে পাই না আর।
সত্যি আর ভালো লাগে না, আমি আগের মতই ঝিমুতে ঝিমুতে বাজারে যাই
কাচাঁ লংকা, ধনেপাতা, চিংড়ি, ইলিশ একটার পর একটা হাতের বাইরে চলে যাচ্ছে নিলান্জনা,
মুঠোতে শুধুই শুন্য বাতাস।

তোমাকে ভালো লাগে না আর।
আগে একটা কবিতায় তোমাকে পেয়েছি,
আজ ১কেজি পেয়াজেও কাছে পাই না আর।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ৯:৪৫

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।

১৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৭

পূনেন্দু পাহাড়ি বলেছেন: খুশি হলাম ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.