| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ওর নাম রাতুল , গত ১৯ জুলাই ২০২৪ শুক্রবার উত্তরায় প্রচন্ড গো*লাগুলির সময় সাহস করে পুলিশের সাথে আলোচনা করার জন্য সামনে এগুতেই, কথার এক সময় পুলিশ ওর বেল্ট ধরে সাইডে টান দেয়, যেতে না চাইলে পেটে গু*লি ঠেকিয়ে গু*লি করে, ঝাজড়া হয়ে যায় পেট এবং কিডনি।
টানা ৬ ঘন্টা অপারেশন এবং কয়েকমাস এর চিকিৎসার পর এখন একটু ভালো হয় সে। পুরোপুরি সুস্থ না হলেও এখন দিনে ২ টা ইনজেকশন নেয় এবং চিকিৎসা না পেলে একটি কিডনি অচল হয়ে যাবে। এদিকে চিকিৎসার প্রচুর অর্থ ব্যয় সামাল দিতে লোন করে এই ফুড কার্ট দিয়েছে রাতুল।
আশাকরি সবাই ওর ফুড কার্ট এ আসবেন , এতে করে উৎসাহ পাবে রাতুল , হয়তো একটু ফিনানশিয়ালি স্টাবল হতে পারবে।।
লোকেশন - রোড ২৮/ সেক্টর ৭ / উত্তরা ( উত্তরা হাই স্কুলের সাথে ) সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

২|
২৩ শে ডিসেম্বর, ২০২৫ দুপুর ১২:০৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই ব্লগে কয়েকটা হায়েনা আছে তারা এখনো এই গণহত্যাকে অস্বীকার করে! এরা সত্যিই হায়েনা বৈ অন্যকিছু না।
৩|
২৯ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৩:৩২
নতুন নকিব বলেছেন:
পোস্টের জন্য ধন্যবাদ। ব্লগে আপনার উপস্থিতি সবসময়ই গুরুত্বপূর্ণ।
©somewhere in net ltd.
১|
২৯ শে আগস্ট, ২০২৫ রাত ১০:০২
সুলাইমান হোসেন বলেছেন: ধন্যবাদ এমন একটি পোস্ট দেওয়ার জন্য