![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হুমায়ূন আহমেদ এর একটি বই। বইটির নাম কিছুক্ষণ। বইটির ভূমিকা হুমায়ূন স্যার এমন লিখেছেন।
ট্রেন দেখলেই আমার ট্রেনে চড়তে ইচ্ছে করে। ঢাকা শহরে অরেকগুলি রেল ক্রসিং। গাড়ি নিয়ে প্রায়ই দাড়িয়ে থাকতে হয়। চোখের সামনে দিয়ে ট্রেন যায় আর দীর্ঘ নি:শ্বাস ফেলে ভাবি ট্রেনের লোকজন কি সুখেই না আছনে। আমার এই উপন্যাস ট্রেনে শুরু সেখানেই শেষ। কাহিনি শেষ হয়েগেছে ট্রেন চলছেই। মনে হচ্ছে এই ট্রেনের গন্তব্য অপূর্ব লীলাময় অলৌকিক কোন ভূবনে। উপন্যাসের নাম ‘কিছুক্ষণ’ ধার করা নাম। ধার করেছি আমার প্রিয় একজন লেখক বনফুলের ( বলাই চাদ মুখোপাধ্যায়) কাছ থেকে।
#উপন্যাসের একটা অংশ আমার নামের সাথে মিল। শুধু মিল নয় ভয়ংকর রকমের মিল। উপন্যাসের ভিতর ট্রেনে একটা ব্যান্ডদলের পরিচালকের নাম কাউসার। যদিও আমার নাম লিখি কাউছার। যাইহোক সে নিজের নাম লেখে ইংরেজি বাংলা মিশিয়ে - cow সার। নামের অর্থ জিজ্ঞেস করলে বলে গরুর সার অর্থাৎ গোবর। cow সার ডাকতে সমস্যা হলে গোবর ডাকতে পারেন।
যাইহোক ছোটবেলাই যখন স্কুলে পড়তাম তখন সহপাঠীরা আমাকেউ এরকম cow সার বলত। তখন অনেক খারাপ লাগতো। বিষয়টা এখনো ভাবলে মাঝেমধ্যে হাসি পায়। আর সেই বিষয়টা হুমায়ূন স্যার তার লেখায় তুলে ধরেছেন। যেটা পরে সেই ছোট বেলার কথা মনে পড়ে গেল।
সর্বশেষ বলব বইটা পড়ে ভালই লেগেছে। বইটার মূল চরিত্র চিত্রা নামের একটা মেয়েকে নিয়ে।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৯
স্রাঞ্জি সে বলেছেন:
হুমায়ুন সবার প্রিয় একজন ব্যক্তি।
৩| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৪৫
জুনায়েদ বি রাহমান বলেছেন: হুমায়ূন স্যার পাঠক তৈরি করতে পেরেছিলেন। উনার লিখা জাদুর মতো টানে। পড়া শুরু করলে বাদ দেওয়া কঠিন।
৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫১
মেহেদী হাসান হাসিব বলেছেন: 'কিছুক্ষণ' পড়া হয়নি। এটা কী সিরিজ উপন্যাস?
৫| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৬
সাইন বোর্ড বলেছেন: হুমায়ূন অাহমেদ এর কোন বই পড়তে খারাপ লেগেছে, এখনো পাইনি । তবে "কিছুক্ষণ' পড়া হয়নি ।
৬| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৮
সোনালী ঈগল২৭৪ বলেছেন: পড়েছিলাম , ট্রেনেই গল্প শুরু আবার ট্রেনেই শেষ , তবে উপন্যাসের শেষে জীবন সম্পর্কে একটা অন্যরকম ধারণা পাবেন যা খুব একটা খারাপ না
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১:০৬
ইব্রাহীম আই কে বলেছেন: cow সার ডাকতে সমস্যা হলে গোবর ডাকতে পারেন।
আহা কি মাধুর্যতা!
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ২:২৭
চাঙ্কু বলেছেন: মেলা আগে পড়া বই। প্রচুর হেসেছিলাম।
৯| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৩:৪৩
বাকপ্রবাস বলেছেন: cow সার
১০| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩
সনেট কবি বলেছেন: বেশ
১১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৯
রাজীব নুর বলেছেন: বইটি পড়েছি।
এখন আরেকবার পড়ার ইচ্ছা জাগল।
১২| ১৪ ই অক্টোবর, ২০১৮ রাত ১২:৫৩
ফারিহা হোসেন প্রভা বলেছেন: হুমায়ূন স্যার হলেন ভালোবাসা সকলের।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২৪
মোঃ আল মামুন শাহ্ বলেছেন: ????