নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে অনেক দূরে পাড়ি দিতে হবে শুধু এইটুকুই জানি।

ফেরিওয়ালা দাদা

মানুষের জীবনে টেনশন জিনিসটা না থাকলে এমন কি হত???

ফেরিওয়ালা দাদা › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মদিন রোনালদো লুইস নাজারিও ডি লিমা ফেনোমেনন

১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০৩

আমি বলছি না মেসি সেরা না, অবশ্যই মেসি সর্বকালের সেরাদের কাতারে। মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো প্রায় ১০ বছর ধরে চির প্রতিদ্বন্দ্বী এবং সর্বকালের শ্রেষ্ঠ দ্বৈরথ।
মেসি এবং রোনালদো ক্লাবে অনেক শিরোপা জিতেছেন, ব্যাক্তিগত ভাবে অনেক সাফল্য আদায় করেছেন। যেটা পেলে, ম্যারাডোনা, রোনালদো এবং জিদান কারও নেই।
তবে আপনি যদি একজন খাটি ফুটবল সমর্থক হয়ে থাকেন তাহলে কখনোই পেলে-ম্যারাডোনা, জিদান-রোনালদো ফেনোমেনন এর সাথে তুলনা করতে পারেন না মেসি আর ক্রিশ্চিয়ানোকে।
পেলে যা করেছে তা স্বপ্নের মত, আপনি স্বপ্নে বিল গেটস হতে পারবেন, হতে পারবেন এই পৃথিবীর ক্ষমতাসীন ব্যাক্তি কিন্তু একজন পেলে হতে পারবেন না।
ম্যারাডোনার বেলায় ঠিক একই ব্যাপার এক অসাধারণ খেলোয়াড় ছিলেন । জিদানের অর্জনের কাছে আপনাদের প্রিয় খেলোয়াড় লাগবে পুচকে বিড়াল।
আপনি একসাথে পেলে, ম্যারাডোনা, জিদান, রোনালদিনহো, মেসি, ক্রিশ্চিয়ানোকে দেখতে চান তাহলে রোনালদো ফেনোমেনকে দেখুন। পৃথিবীর একমাত্র খেলোয়াড় যে ১৪ বছর ক্যারিয়ারে পুরা ৭ বছর ইনজুরিতে ছিলো। ২০০২ বিশ্বকাপের আগে পুরা দুই বছর ইনজুরি নিয়ে ফুটবল থেকে বাহিরে ছিলো। এসে জয় করলেন স্বপ্নের বিশ্বকাপ। ফুটবলের একমাত্র খেলোয়াড় যিনি পর পর দুই বিশ্বকাপে গোল্ডেন বল আর গোল্ডেন বুট অর্জন করেন। পৃথিবীর একমাত্র খেলোয়াড় যিন ইন্টার মিলান, এসি মিলান,বার্সেলোনা, রিয়াল মাদ্রিদে এবং জাতীয় দলে খেলে সফল হয়েছেন। তিনি একমাত্র খেলোয়াড় যার কোন হেটার নেই। আমার মতে এই গ্রহের শ্রেষ্ঠ খেলোয়াড় একমাত্র রোনালদো।

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:২১

লেখোয়াড়. বলেছেন:
চোখ বুঝে সহমত।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২৩

রাজাকার হিন্দুদের বিচার চাই বলেছেন: ছোটবেলায় ফুটবল বলতেই রোনালদো ফেনোমেননকে বুঝতাম। তার মত করে চুল কাটার জন্য কেদেছিলামও । এখনো আমার মনে আছে।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৪

শোভন সমুদ্র বলেছেন: এখনও ভুলতে পারিনা তাকে। পৃথিবীতে ন ৯ বলতে তাকেই বুঝি.।.।.।.।.।.।।।

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৫৭

ফেরিওয়ালা দাদা বলেছেন: এখনো ইউটিউবে রোনালদোর ড্রিবলিং,গোল গুলো দেখি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.