নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে অনেক দূরে পাড়ি দিতে হবে শুধু এইটুকুই জানি।

ফেরিওয়ালা দাদা

মানুষের জীবনে টেনশন জিনিসটা না থাকলে এমন কি হত???

ফেরিওয়ালা দাদা › বিস্তারিত পোস্টঃ

আমরা প্রবাসীরা আসলে অভাগা।

০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৫০

আমাদের দেশ যদি আমেরিকা বা ইংলান্ডের মত উন্নয়নশীল দেশ হত তাহলে আমরা বাঙালীরা জীবিকার তাগিদে অন্য দেশে পারি দিতে হত না। নিজ দেশে বসে আয় করতাম আর পরিবার, বন্ধুদের নিয়ে জীবনটা কাটিয়ে দিতাম।
একমাস আগে গেলাম দেশে. সময় কত দ্রুত চলে যায় জীবন থেকে। চলে আসতে হল কর্মস্থলে হাজার হাজার মাইল দূরে।
যখন দেশে যায় মনটা খব ভাল ছিল, মায়ের বুকে যখন যায় মনে হল আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আর কাল যখন মায়ের বুক ছেড়ে চলে আসলাম মনে হল আমার মত অভাগা আর কেউ নেই। :(
মিস করছি আম্মু তোমাকে, অনেক অনেক ভিষণ মিস করছি।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১৯

চাঁদগাজী বলেছেন:


দেশের মানুষের শ্রমে বিদেশীদের জিডিপি বাড়ছে, প্রবাসে থেকে মানুষ জীবনটাকেই হারাছ্ছে; সরকার সেটা বুঝার মতো মগজ রাখে না

২| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সকাল ১০:২২

সাবলীল মনির বলেছেন: প্রবাস জীবন অবশ্যই কষ্টের, কিন্তু ঐ যে বলেছেন, অামরা গরীব দেশের মানুষ ।

৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৪

ফেরিওয়ালা দাদা বলেছেন: কবে যে আমাদের দেশটা উন্নত দশে পরিনত হবে! !

৪| ০৫ ই নভেম্বর, ২০১৫ বিকাল ৪:১১

এ এস রিপন বলেছেন: দেশের অনেক ছেলে আবার মনে করে বিদেশ যেতে পারলে তার জীবনটা ধন্য হযে যেত!
’নদীর এপাড় কহে ছাড়িয়া নিঃশ্বাস.....

ভালো থাকবেন দাদা! আমাদের সাথে বিদেশের অভিজ্ঞতা বিনিময় করবেন ভারো লাগবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.