![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষের জীবনে টেনশন জিনিসটা না থাকলে এমন কি হত???
ছোট গল্প :-
রাস্তায় হঠাৎ আনুর সাথে দেখা। দেখেই চিনে ফেলছি। মোটেও বদলায়নি, আগের মতই আছে। এই যে শুনু ! তুমি আনু না? আনুই তো। চিনতে পারছো আমাকে?? কি আজব আমি সেই শুভ্র, যে তোমার জন্য গোলাপ চুরি করতে গিয়ে কুকুরের কামড় খেয়েছিলাম।
আনু:- আপনি কে? রাস্তা আটকিয়ে একটা মেয়ের সাথে এইভাবে কথা বলছেন কেন?
শুভ্র : ওহ মা তোমার মনে নেই আমার কথা? ৩ বছর আগের কথা, একটা বোকা টাইপের ছেলেকে নিয়ে তুমি ঘুরতে গিয়েছিলে। ঘন্টা দুয়েক আমরা পার্কে বসে কথা বলেছিলাম। ঘুড়ি ঘুড়ি বৃষ্টিতে তোমার শুকনো চুলগুলো ভিজে যাচ্ছিলো। আমি একটা পলিথিন নিয়ে তোমার মাথায় দিয়েছিলাম। মনে আছে তোমার সব না কি অন্য মেয়ের মত তুমিও সব কিছুই ভুলে গেছো???
তুমি জান সেইদিন থেকে এই বোকা ছেলেটি অনেক চালাক হয়ে গেছে।শুধু মাত্র তোমার স্পর্শ পেয়ে। তোমাকে একমুহুর্তের জন্য ভুলতে পারছি না। কতবার তোমাদের বাসার সামনে এসে দাড়িয়ে ছিলাম। কতবার তোমাদের মহল্লার দাদাদের হাতে দৌড়ানি খেয়েছি। কিন্তু তোমার দেখা পাইনি, দোকানদার চাচা বললো তোমার আব্বুর মৃত্যুর পর কোথায় জানি চলে গিয়েছিলে।
মনে করলাম হারিয়ে ফেলেছি তোমাকে, ওহ এই কিউট বাচ্চাটা কার, তোমার আপুর???
কি ব্যাপার এইভাবে তাকিয়ে আছ কেন, কথা বল!
আনু :- আচ্ছা আপনি কে ?? এতো বকবক করছেন কেনো?? আরে আমি শুভ্র টুভ্র কাউকে চিনি না। এই বাচ্চাটা আমার মেয়ে। আর ঐ লোকটা আমার জামাই। প্লিজ জান তো, যত্তসব পাগল ছাগল।
২| ২১ শে ডিসেম্বর, ২০১৫ বিকাল ৫:০৯
ইকরাম বাপ্পী বলেছেন: কুকুরের কামড় খাইয়া পাগলা হইয়া গেসে
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪৫
চাঁদগাজী বলেছেন:
কুকুরের কামড় খেলেন, আনুও গেলো, ভালো কিছু দেখছি না।