নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে অনেক দূরে পাড়ি দিতে হবে শুধু এইটুকুই জানি।

ফেরিওয়ালা দাদা

মানুষের জীবনে টেনশন জিনিসটা না থাকলে এমন কি হত???

ফেরিওয়ালা দাদা › বিস্তারিত পোস্টঃ

জীবনে প্রেম পাও আর না পাও কখনো সেকেন্ড হ্যান্ডের দিকে হাত বাড়াবানা।

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২০

ক্লাস সেভেন থেকেই এখন পর্যন্ত অনেক মেয়েকে পছন্দ করলাম, কাউকে বলতেই পারলাম না যে আমি তেনাদের পছন্দ করি। এই জন্য আমার বন্ধু মহল আমার নাম দিয়েছে রামছাগল।
২৪ বছর হয়ে গেল, কোন গার্লফ্রেন্ড না থাকায় খুবই হতাশ ছিলাম।
খুব কাছের মানুষ ছাড়া অনেকেই ভাবতো আমার গার্লফ্রেন্ড আছে এবং কয়েকটা আছেই।
ফেসবুকে অনেক মেয়ের সাথে মোটামুটি চ্যাট হয়, যাকে ভাল লাগতো আগে জিজ্ঞাসা করে নিতাম বয়ফ্রেন্ড আছে কি না! থাকলে কেটে পড়তাম না থাকলে ভালভাবে চ্যাট করার জন্য চেষ্টা করতাম। ফেসবুক হলেও কম কি, একটা গার্লফ্রেন্ড তো পামু, এই কথা ভাবলেই মনে ভীষণ আনন্দ পেতাম ।
এরই মধ্যে একটা মেয়েকে মনের কথাটা বললাম, কয়েকদিন চুপ ছিল। একদিন মেসেজ দিল, তার সাথে দেখা করতে। প্রথম ডেটিং আমার, রাতে ঘুমানোর প্রশ্নই আসে না। সারারাত ভাবতে লাগলাম দেখা হলে কি বলবো! প্রথম দিনেই কি হাত ধরবো? না কি আরও বেশি কিছু?

প্রেম করা আরম্ভ করলাম, দুইদিন সেইরকম কথা বললাম সারারাত, সারাদিন। এতদিন ধরে জমানো সব কথা বলে ফেললাম।
রিলেশনের ৩ দিন পর দুপুরে আমাকে কল দিয়ে বলে জানু তোমাকে একটা কথা বলা হয়নি, কিভাবে যে বলি!!!!!
জানননন আমার না আগে রিলেশন ছিল, ৩ বছর প্রেম করছি। একটা কারনে ব্রেকআপ হয়। প্লিজ জানু মাইন্ড কইরো না!
কথাটা শুনার পর মনে হয় আমার মাথায় এক টুকরো আকাশ ভেঙে পড়লো। কিচ্ছু না বলে মোবাইলটা বন্ধ করে রাখলাম। সারাদিন শুয়ে থাকলাম, বাইরে ও বের হয়নি। ভাবতে ভাবতে একপর্যায়ে সিদ্ধান্ত নিলাম, রিলেশন ছিল তো কি হয়ছে! আমার সাথে রিয়েল প্রেম করলেই হল।
রাতে অভিমান ভেঙ্গে কল দিয়ে দেখি নাম্বার ব্যাস্ত। অনেক বার চেষ্টা করলাম কল ঠুকছে না, বার বার ব্যাস্ত দেখাই।

বিরক্ত হয়ে দিলাম গালি শালার মা******গি।
২০ মিনিট পর কল আসলো, রিসিভ করার সাথেই উল্টো পার্ট নিল আমার সাথে। দেখ আমাদের রিলেশন হল মাত্র কয়েকদিন এরই মধ্যে তুমি ঝগড়া ঝাটি শুরু করছো, এইভাবে হলে রিলেশন বেশিদিন থাকবে না। আমার এক্স বয়ফ্রেন্ড অনেক ভাল ছিল, আমাকে অনেক কেয়ার করতো। আমি রাগ করলে আমার রাগ ভাঙানোর চেষ্টা করতো। আর তুমি কিছু না বলে কেটে দাও... সারাদিন একবারও খোজখবর নাও নি।

এমনিতেই মেজাজটা চরম খারাপ তার উপর এইসব আজাইরা মার্কা কথা শুনলে পাগল হওয়া ছাড়া উপায় নাই। কোন হালায় বলছিলো আমাকে প্রেম করতে! প্রেমের গুষ্টি কিলাই।

সোজা বলে দিলাম, তোমার সাথে সম্পর্ক পসিবল না। ঘ্যান ঘ্যান শুনার অভ্যাস আমার নাই। ভাল থেক বিদায়।

শেষ হল আমার প্রথম প্রেম মাত্র ৩ দিনেই। এই ৩ দিন আমার ২৪ বছরের শিক্ষা হয়ে গেল। প্রেম যদি আমার দরজায় এসেও বসে থাকে আর করবো না বলে ভাবছি।
ব্লগে কোন এক বড় ভাইয়ের পোস্ট ছিল। জীবনে প্রেম পাও আর না পাও কিন্তু কখনো সেকেন্ডে হ্যান্ডের দিকে হাত বাড়াবা না। খুবই ভয়ঙ্কর্।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

নিমগ্ন বলেছেন: মাইরালা :-P

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২০

ফেরিওয়ালা দাদা বলেছেন: :p

২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:৫২

ধ্রুব নয়ন চৌধুরী বলেছেন: মার ঝাটা

৩| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:১১

প্রোফেসর শঙ্কু বলেছেন: :-/

৪| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২১

কস্কি বলেছেন: =p~

হাহাহাহা !!!!!

দেখতে দেখতে বুড়া হইয়া গেলাম , এখন অব্দি কখনও প্রেম পিরিতির নূন্যতম ইচ্ছেও জাগে নাই B-) B-))

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৮:২৯

ফেরিওয়ালা দাদা বলেছেন: দুষ্টামি করার ইচ্ছা থাকলে অনেক গুলো প্রেম করতে পারতাম। শুদ্ধ প্রেমের জন্য অপেক্ষা করতে করতে বুড়ো হওয়া ছাড়া উপায় নাই।

৫| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ৯:৩২

কেএসরথি বলেছেন: যাক আপনি বুদ্ধিমানের মতোই কাজ করেছেন :)

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

ফেরিওয়ালা দাদা বলেছেন: আজ্ঞে ধন্যবাদ

৬| ০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২২

রূপক বিধৌত সাধু বলেছেন: "জীবনে প্রেম পাও আর না পাও কখনো সেকেন্ড হ্যান্ডের দিকে হাত বাড়াবানা।" মিয়া ভাই, মানুষ কি অার মাটির হাঁড়ি ভেঙে যাবে? সেকেন্ট হ্যান্ড ব্যাপার না! তয় একটু মানাই নিতে হয় অার কী!

০৪ ঠা জানুয়ারি, ২০১৬ রাত ১০:২৪

ফেরিওয়ালা দাদা বলেছেন: সেটাই তো পারলাম না।

৭| ১৯ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৮

প্রামানিক বলেছেন: ব্লগে কোন এক বড় ভাইয়ের পোস্ট ছিল। জীবনে প্রেম পাও আর না পাও কিন্তু কখনো সেকেন্ডে হ্যান্ডের দিকে হাত বাড়াবা না।

এইয়া তো মাইয়ারাও কইতে পারে।

৮| ২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:০৮

আহসানের ব্লগ বলেছেন: হা হা হা

৯| ২৫ শে জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৪

লিংকন১১৫ বলেছেন: আসলেই ভাই এটা একটা মহা সত্য , তা ছাড়া এর আরও অনেক সমস্যা আছে ।
আমি নিজেই জ্বলছি ।
যাইহোক সবার ক্ষেত্রে যে একি হবে তা মনেহয় ঠিক না

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.