নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে অনেক দূরে পাড়ি দিতে হবে শুধু এইটুকুই জানি।

ফেরিওয়ালা দাদা

মানুষের জীবনে টেনশন জিনিসটা না থাকলে এমন কি হত???

ফেরিওয়ালা দাদা › বিস্তারিত পোস্টঃ

এখনকার প্রেম হচ্ছে বাশেঁর পাতার মত।

৩০ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ২:৪২

ফেসবুকে একজনের ছবি দেখে আপনি তাকে পছন্দ করে ফেলেছেন, কোন এক সময় আপনি তার সাথে দেখা করতে গিয়ে দেখেন তার উল্টো! ছবিতে দেখতে হয়তো বেশী সুন্দর, বাস্তবে অনেক কম। বাসায় এসে দিবেন ব্লক করে। শেষ হয়ে গেল ছবির ভালবাসা।

চ্যাট করতে করতে প্রেম হয়ে গেল। সে কি চ্যাট রাত-দিন শুধু ওর সাথেই চ্যাট করা। একদিন কোন এক কারণে ঝগড়া হল। কয়েকদিন চ্যাট না করলেই দেখবেন তার জন্য আগের মত আর ফিলিংস কাজ করে না। এক সময় চ্যাটের প্রেম ও খান খান হয়ে যাবে।

রং নাম্বারে তার ভয়েচের প্রেমে পড়েছেন। অনেকদিন সেই কথা। একদিন তার সাথে দেখা হওয়ার পর আপনার প্রেম মুড়ির মত উড়ে গেল। কারণ ভয়েচ অনেক মধুর কিন্তু তার চেহারা কাকের মত কালো।

আজকাল প্রেমের অবস্থা বাশেঁর পাতার মত, চাপ দিলেই গুড়ো হয়ে যাবে। পারফরমেন্স যতই ভাল দেখান আপনাকে হতে পরিপূর্ণ না হলে কপালে প্রেম নাই।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.