নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে অনেক দূরে পাড়ি দিতে হবে শুধু এইটুকুই জানি।

ফেরিওয়ালা দাদা

মানুষের জীবনে টেনশন জিনিসটা না থাকলে এমন কি হত???

ফেরিওয়ালা দাদা › বিস্তারিত পোস্টঃ

আইএসের আড়ালে গুম শব্দটি ঘুমিয়ে পড়লো।

১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩০

অমুকের ছেলে ১৫ দিন আগে বাসা থেকে পলাতক, বা নিখোঁজ! এমন অনেক ঘটনা বাংলাদেশের আনাচকানাচে হয়েছিল এবং হচ্ছে। আজ থেকে কিছু বছর আগে এইরকম ঘটনা খুবই স্বাভাবিক ছিল। বাপে পোলারে মারছে, পোলা রাগ করে ঘর থেকে বের হয়ে কোন জায়গায় অবস্থান নিয়েছে, পোলার রাগ কমলে এমনিতেই ফিরে আসবে এই ভেবে বাপেও নিশ্চিন্তে দিন কাটিয়ে দিত। এখন আর সেদিন নাই, দুইদিন বাড়িতে না আসলে পরিবারে সদস্যদের চিন্তার শেষ থাকে না। ৩-৪ দিন হয়ে গেলে পুরা মহল্লায় রব উঠে যায় অমুকের ছেলে গুম হয়ে গেছে। একটু প্রভাবশালী কেউ নিখোঁজ হলে টিভির পর্দায় ব্রেকিং নিউজ লাগানো থাকে। সেই গুম শব্দটি আরও ভয়ঙ্কর হয়ে গেল সাম্প্রতিক আইএস কর্মকাণ্ডে! এখন আর কেউ নিখোঁজ হলে সেটারে গুম বলে না, বলে আইএসে যোগ দিছে। ১০ দিন স্কুলে কলেজে না আসলে পুলিশে খবর দিতে বলছে। আমার ভাতিজি এবার চট্রগ্রাম কলেজে ভর্তি হয়েছে। ঈদের ৩ দিন পরেই তার প্রথম ক্লাস শুরু, কলেজ লাইফে প্রথম দিন খুবই খুশী ছিল। কিন্তু ক্লাসে গিয়ে একগাদা ভয়ভীতি নিয়ে বাসায় আসছে। ক্লাসের প্রথম দিনেই সব ছাত্রছাত্রীদের বলা হয়েছে ১দিন কলেজে না আসলে বাসায় খবর নেওয়া হবে। ২ দিন না আসলে অভিভাবকে কলেজে নিয়ে আসা হবে, আর ৩ দিন কোন খবর না থাকলে Rab কে জানানো হবে। তার প্রথমে ক্লাসে কিছু শিখার পরিবর্তে ভয় ডর শিখেয়ে আসলো।

মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৬ রাত ১১:১৪

আল্লার বান্দা বলেছেন: চিন্তার বিষয়। গুম করে বলা হবে আই এস এ যোগ দিছে।

১৮ ই জুলাই, ২০১৬ রাত ১:৪৩

ফেরিওয়ালা দাদা বলেছেন: সেটাই

২| ১৬ ই জানুয়ারি, ২০১৭ রাত ১১:১০

অতৃপ্তচোখ বলেছেন: ভালো একটা বিষয় নিয়ে আলোচনা করেছেন।
সত্যিই বর্তমান সমাজে এটা একটা রোগে পরিণত হয়ে গেছে।

ভাল লিখেছেন। শুভকামনা রইল

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.