নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমাকে অনেক দূরে পাড়ি দিতে হবে শুধু এইটুকুই জানি।

ফেরিওয়ালা দাদা

মানুষের জীবনে টেনশন জিনিসটা না থাকলে এমন কি হত???

ফেরিওয়ালা দাদা › বিস্তারিত পোস্টঃ

বাংলা আমার প্রাণের ভাষা।

২০ শে ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:০০

আমার যদি বাংলাদেশে জন্ম না হয়ে অন্য কোন দেশে জন্ম হত তাহলে আমাকে হিন্দি, উর্দু, ইংরেজি, আরবি, স্পানিস বা অন্য যে কোন ভাষার একটি আমার মাতৃভাষা হত।তখন আমি বঞ্ছিত হতাম পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং মধুর বাংলা ভাষাটাকে। আমি তখন কিভাবে বলতাম আমি আমার দেশকে অনেক ভালবাসি? বকাঝকা, গালিগালাজ দিতে হলে আমাকে কোন ভাষায় প্রকাশ করা লাগতো? বন্ধুদের সাথে একটা সিগারেট দশ জনে ভাগ করে টান দেওয়া কিভাবে বলা লাগতো ( দোস্ত আরেক টান দে) :) বা কি সুন্দরী মেয়েদের নিয়ে আলোচনা কোন ভাষায় হত ?
তখন কিভাবে কবিতা লিখে প্রকাশ করতাম আমার প্রেমিকাকে?
হয়তো তখন যে দেশে জন্মগ্রহণ করতাম সেই দেশের ভাষাতেই প্রকাশ করতাম। কিন্তু কখনো বুক ফুলিয়ে বলতে পারতাম আমাদের ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি?
বাংলা আমার মধুর ভাষা, যেই ভাষাতেই আমি সৃষ্টিকে ভালবাসি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.