নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমার নাম কাওসার সিদ্দিকী।\nআমি থাকি ঢাকার উত্তরাতে।\nআমার গ্রামের বাড়ি গাজীপুর।\nপড়ছি শান্ত-মরিয়ম ইউনিভারসিটিতে \nফ্যাশন ডিজাইন নিয়ে, পুরবে পড়তাম\nঅর্নাস এ হিসাববিজ্ঞান নিয়ে।

চূপ , প্রকৃতি বিরক্ত হচ্ছে।

Kawsar Siddiqui

চুপ , প্রকৃতি বিরক্ত হচ্ছে

Kawsar Siddiqui › বিস্তারিত পোস্টঃ

অর্থনীতি’র সংজ্ঞা

০১ লা সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৪

অর্থনীতির ইংরেজী প্রতিশব্দ "Economics" প্রাচীন গ্রিক শব্দ "Oekonomia" হতে উদ্ভুত হয়েছে ; যার অর্থ হল

গার্হস্থ্য পরিচালনা করা, অর্থনীতি’র এই “গার্হন্থ্য”

পরিচালনা গত শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছেন গ্রীক

দার্শনিক এরিস্টটল । গ্রিক দার্শনিক এরিস্টটল এর মতে,

" অর্থনীতি হচ্ছে গার্হস্থ্য বিষয় সম্পত্তির ব্যবহস্থাপনা সংক্রান্ত

বিজ্ঞান



এড্যাম স্মিথ :

অর্থনীতির জনক এড্যাম স্মিথ অস্টাদশ শতাব্দির শেষ দিকে

তিনি ও তাঁর অনুসারী অন্যান্য ক্লাসিক্যাল অর্থনীতিবিদ্ গণ

এর মতে , অর্থনীতি হচ্ছে “সম্পদের বিজ্ঞান” ,"অর্থনীতি হল

এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের প্রকৃতিকারণ

সম্পর্ক এ অনুসন্ধান করে।



জন স্টুয়ার্টমিল (অর্থনীতিবিদ্) :

এর মতে, “ অর্থনীতি হল সম্পদ উৎপাদন ও বন্টন সংক্রান্ত

ব্যবহারিক বিজ্ঞান ।”

অধ্যাপক মার্শাল , ক্যানান , পিগু প্রমুখ নয়া ক্ল্যাসিকাল :

অর্থনীতিবিদ গণের মতে, “অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের

সাধারণ কার্যাবলি আলোচনা করে থাকে। (ECONOMICS IS

THE STUDY OF MANKIND IN ORDINARY BU-

SINESS OF LIFE - Alfred Marshall )



অধ্যাপক এল. রবিনস্ , কেয়ার্নক্রস, স্যামুয়েলসন :

প্রমুখ আধুনিক অর্থনীতিবিদগণ অর্থনীতি কে “ অপ্রাচুর্য এর

বিজ্ঞান হিসেবে অভিহিত করেছেন ।



অধ্যাপক এল রবিনস্ বলেন :

"অর্থনীতি এমন একটি বিজ্ঞান যা মানুষের অভাভ এবং অভাব

এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদ এর মধ্যে সম্পর্ক বিষয়ক

মানব আচরণ সমন্ধে আলোচনা করে।" (EconomicS is a

Science which studies human behavior as a

relationship between ends and scarce means

which have alternative uses. - leonal Robbins.)



অর্থনীতিবিদ্ স্যামুয়েলসন এর মতে :

"কিভাবে মানুষ ও সমাস অর্থ দ্বারা ও অর্থ ব্যতীত দুষ্প্রাপ্য সম্পদ

কে বিভিন্ন উৎপাদন কাজে নিয়োগের জন্য নির্বাচন করে এবং সমাজ

ও জনসাধারণ বর্তমান ও ভবিষ্যতের ভোগের নিমিত্তে বন্টন করে

তার আলোচনাই হল অর্থনীতির বিষয়বস্তু ।"

"Economics is the study of how societies use scarce

resources to produce valuable goods and service

and distribute them among different individuals."



স্বল্পতাদক্ষতা :

অর্থনীতির দুটি মূল ধারণা



১.স্বল্পতা - মানুষের অভাব অসীম কিন্তু অভাব পূরণের জন্য সম্পদের

পরিমাণ খুবই সীমিত আর সীমিত সম্পদ এর কারণেই অর্থনৈতিক

সমস্যা দেখা যায় । যেমন : দ্রব্য বা সম্পদ দুষ্প্রাপ্য এবং এই দুষ্প্রাপ্য

সম্পদ দক্ষভাবে ব্যবহার এর মাধ্যমেই সব্বোর্চ অর্থনৈতিক কল্যাণ

সম্ভব। অর্থনীতিতে দুষ্প্রাপ্যতা’র ধারণাটি সর্বপ্রথম এল.

রবিনস অর্থনীতি তে আনেন।



২.দক্ষতা - উৎপাদনের ক্ষেত্রে দক্ষতা বলতে সর্বনিন্ম খরচে (Least

Cost Production) উৎপাদন করাকে বুঝায়। অর্থাৎ : সবচেয়ে

দক্ষ ভাবে উৎপাদন করাকে বুঝায়।



* সমাজে কেন অর্থনৈতিক সমস্যার উদ্ভব হয় ?

উত্তর : ১. অভাভ (Wants) ২. দুষ্প্রাপ্যতা (Scarcity)

৩. নির্বাচন (Choice) .



* অর্থনৈতিক সংগঠনের তিনটি (৩ টি) মৌলিক সমস্যা

কি কি ?


উত্তর : ১. কি উৎপাদন করতে হবে (What to produce)

২. কিভাবে উৎপাদন করা হবে (How to produce)

৩. কার জন্য উৎপাদন করা হবে (For Whom to produce)



* অর্থনীতির দুটি মুল শাখা কি কি ?

উত্তর : ১.ব্যষ্টিক অর্থনীত (Micro Economics) : প্রাচীন গ্রীকশব্দ MIKROS হতে Micro শব্দটির উৎপত্তি । যার অর্থ হচ্ছে

ক্ষুদ্র বা ছোট । "অর্থনীতির যে শাখায় ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা

করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীত বলে । অর্থাৎ সামষ্টির পরিবর্ত-এ ব্যাক্তি।

সাধারণ দামস্থর (Price-Level) এর পরিবর্ত-এ একক মূল্য ।



২. সামষ্টিক অর্থনীতি (Macro Economics ) :

প্রাচীন গ্রিক শব্দ MAKROS হতে Makros শব্দটির উৎপত্তি

যার অর্থ হল বিশাল বা বড় । অর্থনীতির যে শাখায় বৃহৎ পরিবেশে

অর্থনৈতিক কার্যক্রম নিয়ে আলোচনা করা হয় তাকেই সামষ্টিক

অর্থনীতি বলে । ব্যক্তির পরিবর্তে সমষ্টির অর্থনৈতিক কার্যকলাপ

আলোচনা।



ইতিবাচক অর্থনীতি এবং নীতিবাচক অর্থনীতি:

POSITIVE AND NORMATIVE ECONOMICS

১. ইতিবাচক অর্থনীতি (Positive Economics) :

অর্থনীতির যে অংশে কোন বিষয়ের নিরপেক্ষ বিশ্লেষণাত্মক

পর্যালোচনা করা হয় তাকে ইতিবাচক অর্থনীতি বলে । ইতি-

বাচক অর্থনীত যা ঘটেছে এবং যা ঘটতে পারে শুধু তার-ই

আলোচণা করে ।



২. নীতিবাচক অর্থনীতি (Normative Economics ):

অর্থনীতির যে অংশে নৈতিক মূল্যবোধের ভিত্তিতে বিভিন্ন

বক্তব্য উপস্থাপন করা হয় তাকে নীতিবাচক বা আদর্শভিত্তিক

অর্থনীতি বলে । অর্থনীতির এই অংশে কোনটি ভাল-মন্দ,

কোনটি করা উচিত-অনুচিত এসব আলোচনা করা হয়।



* একচেটিয়া বাজার (Monopoly market) :

একচেটিয়া বাজার হচ্ছে এমন একটি বাজার যেখানে একজন

বিক্রেতার হাতে সমস্ত উৎপাদন ও বন্টন কার্যক্রম এর নিয়-

ন্ত্রন থাকে । monopoly শব্দটি দুইটি শব্দের সমন্নয়ে গঠিত

একটি হল , "Mono" যার অর্থ এক, অপরটি হচ্ছে ,

"Poly" যার অর্থ হচ্ছে বিক্রেতা, monopoly শব্দটি প্রাচীন

গ্রিক শব্দ হতে উৎপত্তি ।



"Every gun that is made, every warship

launched, every rocket fired signifies, in the

final sense, a theft from those who hunger

and are not fed, those who are cold and not

clothed. This world in arms is not spending money alone. It is spending the sweat of its

laborers, the genius of its scientists, the

hopes of its children. This is not a way of life

at all in any true sense. Under the cloud of

threatening war, it is humanity hanging from a

cross of iron."


- Dwight D. Eisenhower



এটা আমার ৪৯ তম পোস্ট , আমার ব্লগ কেমন লাগে বলবেন,প্লিজ :)

পোস্ট করেছি: ৪৯টি

মন্তব্য করেছি: ২৪০টি

মন্তব্য পেয়েছি: ৩১৯টি

ব্লগ লিখেছি: ৮ মাস ৫ দিন

ব্লগটি মোট ৫৫৩১ বার দেখা হয়েছে



মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫১

দুর্বার ফখরুল বলেছেন: ভাল লাগছে ভাই। আপনার কাছে কোন বাংলা অর্থনীতি বইয়ের লিঙ্ক থাকলে দেন।

০১ লা সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৪

Kawsar Siddiqui বলেছেন: ধন্যবাদ, বাংলা কোন অর্থনতি বই-এর লিংক নাই ।

২| ০১ লা জানুয়ারি, ২০১৭ রাত ১২:৪১

নুরুন নাহার লিলিয়ান বলেছেন: শিক্ষামূলক পোষ্ট। এই বিষয়ে নিয়মিত লিখুন।।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.