![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চুপ , প্রকৃতি বিরক্ত হচ্ছে
নুহাশ পল্লী ঢাকার অদূরে নির্জন এলাকায় অবস্থিত।
গাজীপুর চৌরাস্থা (জাগ্রত চৌরঙ্গী) থেকে ১৭-১৮ কিলোমিটার
দূরে নির্জন এলাকায় হুমায়ূন আহমেদ নুহাশ পল্লী স্থাপন করেন।
চিত্র১: নুহাশ পল্লী
চিত্র২: নামাজের স্থান
চিত্র৩: আামর মনে হয় নিশ্চিত না । গ্রীক দেবী ভেনাস এর
মূর্তি।
চিত্র৪: সমাধি স্থল
চিত্র৫: ডাইনোসর
চিত্র৬: বৃষ্টিবিলাস
চিত্র৭: আমার মনে হয় হুমায়ুন স্যার এর ছবি
চিত্র৮: দিঘি লীলাবতী
চিত্র৯: মৎসকন্যা।
চিত্র১০: আমি এবং হুমায়ূন স্যার এর আবক্ষ মূর্তি।
চিত্র১১:ভূতবিলাস
চিত্র১২:দিঘি
চিত্র১৩:কচুগাছ
চিত্র১৪:কৃত্রিম ব্যঙের ছাতা ও ব্যঙ
সময় ছিল : ১০/০৮/২০১১ শনিবার।
২| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:১৯
খেয়া ঘাট বলেছেন: হুমায়ুন আহমেদের ভাস্কর্যটা ঠিক যেন উনার মতো হয়নি। আরো ভালো হতে পারতো।
৩| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১০:৩৩
আমিনুর রহমান বলেছেন:
ভালো লাগলো !
৪| ১৩ ই আগস্ট, ২০১৩ সকাল ১১:৪২
কান্ডারি অথর্ব বলেছেন:
ভালো লাগল ++++
৫| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৬
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++
দারুন।
৬| ১৩ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: সেই দোতলা বাড়ি গাছের মধ্যে সেটা কোথায়? সেখান থেকে লাফ দিয়ে হাঠু মসকে গিয়েছিল আমার। স্যারের হুদয়টা উপলব্ধি করা যায় ওখানে গেলে।
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৩ রাত ২:৫৫
পরিবেশ বন্ধু বলেছেন: অপরূপ সুন্দর শিল্প সত্ত্বার
এক মনোরম ছবি
বানিয়েছেন কথা সাহিত্যিক , নুহাশ পল্লী
প্রকৃতি ও প্রেম ফুটিয়ে কবি
আবার শায়িত শয্যায় এলিয়ে দেহ ,
এখন সুধুই ইতিহাস হয়ে
পাঠকের নজরে চিত্ত রবি ।।