নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

ইসলামী জ্ঞান

শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু।

ইসলামী জ্ঞান › বিস্তারিত পোস্টঃ

প্রশ্ন: বিনয় অর্থ কি? ইসলামের দৃষ্টিতে এর গুরুত্ব কতটুকু এবং কিভাবে বিনয়ী হওয়া যায়?

২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ সকাল ১০:৩৯

প্রশ্ন: বিনয় অর্থ কি? ইসলামের দৃষ্টিতে এর গুরুত্ব কতটুকু এবং কিভাবে বিনয়ী হওয়া যায়?

√ উত্তর: নিম্নে বিনয়ের অর্থ, এ সংক্রান্ত কয়েকটি হাদিস এবং বিনয়ী হওয়ার কতিপয় উপায় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো:

√ বিনয় অর্থ: বিনয় ও নম্রতা দু’টি সমার্থক শব্দ। বিনয়ী অর্থ: ঔদ্ধত্য হীন, নিরহঙ্কার, অবনত, নরম, কোমল এবং শান্ত শিষ্ট ইত্যাদি।

√ বিনয় নম্রতা প্রসঙ্গে কয়েকটি হাদিস √
------------------------------
বিনয় মানব জীবনের একটি অত্যন্ত মহৎ গুণ ও আকর্ষণীয় চারিত্রিক ভূষণ। বিনয়ী ব্যক্তি যেমন মহান আল্লাহ্ পাকের নিকট ভালবাসার পাত্র। তেমনি মানুষের কাছেও প্রিয়ভাজন।



√ নিন্মে এর গুরুত্ব সম্পর্কে কয়েকটি হাদিস পেশ
করা হলো:
√ হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
আল্লাহ্ পাকের প্রিয় রাসূল পাক হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন:
দানে সম্পদ কমে না এবং ক্ষমায় আল্লাহ্ পাক সম্মান বৃদ্ধি করেন। আর কেউ আল্লাহ্ পাকের জন্য বিনয়ী হলে, আল্লাহ তার সম্মান বাড়িয়ে দেন।
√ রেফারেন্স / উৎস :
------------------------------------------
সহিহ্ মুসলিম শরীফ, হাদিস: ৬৭৫৭।

√ আল্লাহ্ পাকের প্রিয় রাসূল পাক হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন:
আল্লাহ্ পাক আমার (ﷺ) প্রতি ওহী করেছেন যে, তোমরা পরস্পর বিনয় প্রদর্শন করবে, যাতে কেউ কারো উপর বাড়াবাড়ি ও গর্ব না করে।
√ √ √ রেফারেন্সেস / উৎসসমূহ :
----------------------------------------------------
সহিহ্ মুসলিম শরীফ, হাদিস: ২৮৬৫ এবং সহিহ্ আবু দাঊদ শরীফ, হাদিস: ৪৮৯৫, সহীহুল জামে শরীফ, হাদিস: ১৭২৫ এবং সহীহাহ্, হাদিস: হা/৫৭০।

√ তিনি বিনয়ী ও ভদ্র লোকদের প্রশংসায় বলেছেন:
মুমিন ব্যক্তি নম্র ও ভদ্র হয়। পক্ষান্তরে পাপী মানুষ ধূর্ত ও চরিত্রহীন হয়।
√ √ √ রেফারেন্সেস / উৎসসমূহ :
----------------------------------------------------
সহিহ্ তিরমিযী শরীফ, হাদিস: ১৯৬৪ এবং সহিহ্ মিশকাত শরীফ, হাদিস: ৫০৮৫।

√ মনীষীগণ বলেন:
বিনয় এমন একটি গুণ যা দেখে কেউ হিংসা করে না।
√ সুতরাং বিনয়ী ব্যক্তি যেমন আল্লাহ্ পাকের নিকট প্রিয়। তেমন মানুষের কাছেও প্রিয়।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৩:৫৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: বিনয়ী হওয়াকে অনেকে বোকামী মনে করে।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৪:৪৫

ইসলামী জ্ঞান বলেছেন: জি স্যার,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.