নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নবিহীন মানুষ নিজের কুশপুত্তলিকা ছাড়া আর কী!

কাউসার রুশো

আমার হবে না,আমি বুঝে গেছি, আমি সত্য মূর্খ, আকাঠ! সচ্চরিত্র ফুল আমি যত বাগানের মোড়ে লিখতে যাই, দেখি আমার কলম খুলে পড়ে যায় বিষ পিঁপড়ে, বিষের পুতুল!© আমার নিজের লেখা ও তোলা ছবি, যা এই ব্লগে পোস্ট করেছি, তার সর্ব সত্ত্ব সংরক্ষিত। আমার লিখিত অনুমতি ছাড়া এসবের কিছুই কোনো মাধ্যমে পুনঃপ্রকাশ করা যাবে না। ©আমার মেইল এড্রেস [email protected]

কাউসার রুশো › বিস্তারিত পোস্টঃ

জাফর পানাহি: মানবতাবাদী এক ফিল্মমেকার

০৭ ই জুলাই, ২০১১ সকাল ১০:৩৫



২০১০ সালের ২০ ডিসেম্বর দেশের প্রচলিত শাসনব্যবস্থার বিরুদ্ধে আয়োজিত সমাবেশে অংশগ্রহণ ও প্রচারণা চালানোর অভিযোগে ইরানের খ্যাতনামা চলচ্চিত্র নির্মাতা জাফর পানাহিকে ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে পানাহির বিরুদ্ধে চলচ্চিত্র নির্মাণ, চিত্রনাট্য রচনা, বিদেশে ভ্রমণ এবং স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার ওপর ২০ বছরের নিষেধাজ্ঞা আরোপ করে ইরান সরকার। এ ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র নিন্দার ঝড় ওঠে। স্টিভেন স্পিলবার্গ, মার্টিন স্করসিস, রবার্ট ডি নিরো, রবার্ট রেডফোর্ড, ফ্রান্সিস ফোর্ড কপোলাসহ বিশ্বচলচ্চিত্রের রথী-মহারথীরা তার পাশে এসে দাঁড়িয়েছেন, প্রতিবাদ জানিয়েছেন এ অবিচারের। ইরানের ৮৫ জন চলচ্চিত্র নির্মাতা তার নিঃশর্ত মুক্তি দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছেন। পানাহি নির্মিত চলচ্চিত্রগুলোতে সবসময়ই উঠে এসেছে মানবতা, সাম্য, লিঙ্গ ও সামাজিক বৈষম্য, প্রচলিত সমাজব্যবস্থার নানা অসঙ্গতি, ব্যক্তিস্বাধীনতা ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয়। বার্লিন চলচ্চিত্র উৎসবের এবারের আসরে পানাহিকে বিচারক হিসেবে মনোনীত করা হয়েছিল। কিন্তু দণ্ডিত হওয়ায় তিনি বিচারকের দায়িত্ব পালন করতে পারেননি। তাই উৎসবে তার সম্মানার্থে বিচারকের একটি আসন খালি রাখা হয়। এবারের কান চলচ্চিত্র উৎসবে জাফর পানাহি ও কারাবন্দি আরেক নির্মাতা মোহাম্মদ রাসুলফকে শ্রদ্ধা জানানো হয়। উৎসবে প্রদর্শিত হয়েছে জাফর পানাহি ও মোস্তফা মিরতাহমাস পরিচালিত 'দিস ইজ নট এ ফিল্ম' তথ্যচিত্রটি। পানাহির বিচারের রায়ের জন্য অপেক্ষা করার অসহনীয় দিনগুলো নিয়ে তথ্যচিত্রটি নির্মিত হয়েছে। কারাগারে নিক্ষিপ্ত হওয়ার আগে শেষ চিঠিতে তিনি বিশ্ববাসীকে জানিয়েছেন, 'ওদের বিচারে দোষী সাব্যস্ত আমাকে কাটাতে হবে শব্দহীনতার ২০ বছর। তা সত্ত্বেও আমার কণ্ঠ চিৎকার করে যাবে এমন এক কালের জন্য, যে কালে আমি-আমরা সহিষ্ণু হতে জানব, অন্যের মতামতের প্রতি শ্রদ্ধা পোষণ করে থাকব এবং একে অন্যের জন্য বাঁচব।'











পূর্ব আজারবাইজানের মায়েনাহ শহরে ১৯৬০ সালের ১১ জুলাই জন্ম নেন ইরানি নিউ ওয়েভ মুভমেন্টের অন্যতম প্রভাবশালী নির্মাতা জাফর পানাহি। মাত্র ১০ বছর বয়সে তার লেখা বই প্রকাশিত হয় এবং বইটি এইটি সাহিত্য প্রতিযোগিতায় পুরস্কার জিতে নেয়। ছেলেবেলা থেকেই তার সখ্য গড়ে ওঠে আট মিলিমিটার ক্যামেরার সঙ্গে। ক্যামেরা নিয়ে খেলতে খেলতেই তারুণ্যে এসে মাথায় চাপল ফটোগ্রাফির ভূত। এ ভূত তাকে এমনভাবে পেয়ে বসল যে, ১৯৮০ সালের ইরান-ইরাক যুদ্ধে তার কাঁধে রাইফেলের পাশাপাশি ক্যামেরার ব্যাগটাও সার্বক্ষণিক জায়গা করে নিল। ফলালফল হিসেবে আমরা দেখতে পাই ১৯৮৮ সালে 'দি উন্ডেড হেডস' প্রামাণ্যচিত্রটি। এখানে একটা বিষয় বলে রাখা ভালো, শান্তিকামী এ মানুষটি ইরান-ইরাক যুদ্ধে স্বেচ্ছায় অংশ নেননি। সরকারি নির্দেশে বাধ্যতামূলকভাবে তাকেও মিলিটারি সার্ভিসে যোগদান করতে হয়। যুদ্ধফেরত পানাহি তেহরানের কলেজ অব সিনেমা অ্যান্ড টেলিভিশনে পাট চুকিয়ে ইরানি টেলিভিশনের জন্য কাজ শুরু করেন। ১৯৯৪ সালে আব্বাস কিয়ারোস্তামির 'থ্রো দি অলিভ ট্রিজ' চলচ্চিত্রে সহকারী পরিচালকের দায়িত্ব পান। পানাহিকে এরপর আর ফিরে তাকাতে হয়নি। ১৯৯৫ সালে নিজের জাত চেনালেন 'দ্য হোয়াইট বেলুন' বানিয়ে। জয় করে নেন কান চলচ্চিত্র উৎসবের সম্মানজনক ক্যামেরা ডি'অর। এখন পর্যন্ত তার নির্মিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের সংখ্যা মাত্র পাঁচ, যার প্রত্যেকটিই কোনো না কোনো আন্তর্জাতিক উৎসবে পুরস্কারপ্রাপ্ত। 'দ্য মিরর' (১৯৯৭) চলচ্চিত্রের জন্য লোকার্নো চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লেপার্ড, 'দ্য সার্কেল' (২০০০)-এর জন্য ভেনিস চলচ্চিত্র উৎসবে গোল্ডেন লায়ন, 'ক্রিমসন গোল্ড' (২০০৩)-এর জন্য কান চলচ্চিত্র উৎসবের জুরি পুরস্কার এবং 'অফসাইড' (২০০৬) ছবিটি বার্লিন চলচ্চিত্র উৎসবে সিলভার বিয়ার জেতে।















বেশিরভাগ ছবিই ইরানি প্রশাসনকে তার বিরুদ্ধে ক্ষেপিয়ে তুলেছে। জাফর পানাহি একবার বলেছিলেন, ' আমি কোনো রাজনীতিবিদ নই। রাজনৈতিক বিষয় উপস্থাপন বা রাজনীতির সঙ্গে যুদ্ধ করা আমার কাজ নয়। আমার কাছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের অধিকার। সেজন্য আমি লড়বই এবং তা চলচ্চিত্র দিয়ে।'





(তথ্যসূত্র: আইএমডিবি, উইকিপিডিয়া ও অন্যান্য ওয়েবসাইট, ফিল্মমেকারের ভাষা এবং দেশী ও বিদেশী বিভিন্ন পত্র-পত্রিকা)

(৭ জুলাই ২০১১ দৈনিক সমকালে প্রকাশিত)

মন্তব্য ১৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই জুলাই, ২০১১ সকাল ১১:০৯

মুনতা বলেছেন: ২০ বছর এরকম একজন ট্যালেন্ট এর কাছ থেকে কিছু আদায় করতে পারবো না আমরা,আফসোস।

০৭ ই জুলাই, ২০১১ সকাল ১১:১৯

কাউসার রুশো বলেছেন: :( :( :(

২| ০৭ ই জুলাই, ২০১১ সকাল ১১:২৪

নিয়নের আলো বলেছেন: কয়েক মাস আগে পেপারে একবার পড়েছিলাম পানাহির সব মুভিই ইরানে রাখা ও বাজারজাতকরন নিষিদ্ধ করা হয়েছে।ভাল মুভি যে গন জাগরনের কত বড় মাধ্যম হতে পারে তা পানাহির মুভির বিপরিতে ইরানি সরকারের ভয় দেখলেই বুঝা যায়।
পানাহির অফসাইড দেখা হইছে।লিঙ্গবৈষম্য যে ইরানে এতটা মারাত্তক একটা সামাজিক ব্যাধি তা এই মুভি না দেখলে বুঝতাম না।বাকি গুলান ও দেখব।
পোস্টের জন্য ধন্যবাদ।

০৭ ই জুলাই, ২০১১ সকাল ১১:৩৫

কাউসার রুশো বলেছেন: আপনাকেও ধন্যবাদ পড়ার জন্য।
অন্য মুভিগুলো দেখার পর জানাবেন কেমন লাগলো।
আমিও এখনও সবগুলো দেখিনি।

ভালো থাকবেন :)

৩| ০৭ ই জুলাই, ২০১১ দুপুর ২:৫৬

মুভি পাগল বলেছেন: ভাই, আমি পানাহির "দি সার্কেল" ছবিটার টরেন্ট বা ডিরেক্ট ডাউনলোডের কোন লিঙ্ক খুঁজে পাইনি। প্রচুর খুঁজেছি। কিন্তু পাচ্ছিনা। প্লিজ, একটু সহায়তা করুন। যদি কোন জায়গায় খুঁজে পান তবে আমার কোন একটা পোস্টে গিয়ে লিঙ্ক দিয়ে আসবেন

ধন্যবাদ। পানাহি আমার অনেক পছন্দের পরিচালক। মাজিদ মাজিদির চেয়ে কোন অংশে কম নন তিনি।

০৭ ই জুলাই, ২০১১ বিকাল ৪:৫৬

কাউসার রুশো বলেছেন: ভাই আমি নিজেই ডাউনলোড করে বেশি একটা দেখিনা।
তাই আপনাকে মনে হয়না সাহায্য করতে পারবো। সরি :(

পারলে উনার অন্যান্য ছবির লিংক আমাকে দিয়ে যাবেন।

৪| ০৭ ই জুলাই, ২০১১ বিকাল ৪:১০

ছাইরাছ হেলাল বলেছেন:

আপনার পছন্দের কথা বলুন।
তারপর দেখব।

০৭ ই জুলাই, ২০১১ বিকাল ৫:০২

কাউসার রুশো বলেছেন: হেলাল ভাই আমি জাফর পানাহি দেখিই না বলা চলে । তাই অলাদাভাবে রিকমেন্ড করতে পারছিনা। সরি। তবে দি হোয়াইট বেলুনের নাম বেশি শুনেছি। এটা দিয়েই না হয় শুরু করুন।
কিউবি নিয়েছি। ইচ্ছে আছে সবগুলো ডাউনলোড করে দেখবো।

ধন্যবাদ :)

৫| ০৭ ই জুলাই, ২০১১ বিকাল ৫:০৫

ছাইরাছ হেলাল বলেছেন:

বাঘের উপ্রে আছি।
হোয়াইট বেলুন দিয়েই শুরু হোক ।

০৭ ই জুলাই, ২০১১ রাত ৯:৪৪

কাউসার রুশো বলেছেন: :) :) :)

৬| ০৭ ই জুলাই, ২০১১ সন্ধ্যা ৬:৪৩

এবিসি১০ বলেছেন: চরম ট্যালেন্ট এই লোকটা।


অ. ট: ইরানি মোল্লা মিডিয়ার দালালগুলোকে এখানে দেখছি না যে!

০৭ ই জুলাই, ২০১১ রাত ৯:৫০

কাউসার রুশো বলেছেন: ওরা আবার কারা!!!!

৭| ০৭ ই জুলাই, ২০১১ রাত ৯:১৩

বাদ দেন বলেছেন: 20 বছর , মনটাই খারাপ হয়া গেল

০৭ ই জুলাই, ২০১১ রাত ৯:৪৯

কাউসার রুশো বলেছেন: :( :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.