নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রোপ্রাইটর- ট্যুরমেট, সদস্য- ট্যুর অপারেটর্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব), সাধারণ সম্পাদক - ট্যুরিষ্ট গাইড এসোসিয়েশন অব বাংলাদেশ (টিগ্যাব) । তবে, ট্যুর গাইড হিসেবেই নিজের পরিচয় দিতে স্বাচ্ছন্দ বোধ করি।

কায়েশ খান

ঢাকায় থাকি, বিচিত্র সব বিষয় নিয়ে মাথা ঘামাই!

কায়েশ খান › বিস্তারিত পোস্টঃ

ফেসবুক বনধ তাই মনের জানালাও বন্ধ।

৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ৯:৫৬


সরকার মনে করে ফেসবুকাররা তাদের বিরুদ্ধে- আমি সরকারের বিরুদ্ধে ছিলাম না কিন্তু ফেসবুক বন্ধের কারনে সরকারের বিরোধীতা করতে বাধ্য হচ্ছি। সাকা-মুজাহিদের ফাসিতে আমি সরকারের প্রশংসা করার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু সরকার সেই সুযুগ দিল না। দেশ-বিদেশে বন্ধুদের সাথে বিচ্ছিন্ন হয়ে পরে নিতান্তই পানসে হয়ে গেছে জীবনটা। ভেবেছিলাম ইয়ং জেনারেশন প্রতিবাদ করবে কিন্তু কেউ করল না।
একটা কথাই শুধু বলব- ফেসবুক সহ অন্তর্জালের সব জানালা খুলে দিন। আলো আসুক, বাতাস আসুক! ঝড় এলেও কিছু করার নেই। ঝড়েরও তো প্রয়োজন আছে! ঝড়েরও সৌন্দর্য আছে।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১০

মঞ্জু রানী সরকার বলেছেন: ঝড়েরও সৌন্দর্য আছে।

২| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:১২

ইলুসন বলেছেন: ইয়ং জেনারেশন ফেসবুক ব্যবহার করতে পারতেছে, তাদের হুদাই ঝামেলায় যাবার কী দরকার!

৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:২১

সুলতানা রহমান বলেছেন: হাসিতে হাসিতে শেষ …… :D

৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫

আহমেদ ফারুক শুভ্র বলেছেন: ফেসবুক বন্ধই থাকুক। প্রত্যহ্ম এবং পরোহ্ম ভাবে এর উপকার অনেক। ভিপিএন দিয়েও যেনো চালানো না যায়, সরকারের সেই ব্যাবস্থা করা উচিত

৫| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৩৩

ঢংপাটি বলেছেন: আসল কাজটাই সবাই করে।

৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ সকাল ১১:৫২

হারুনুররাশি বলেছেন: সরকারের অনেক কান্ডই অদ্ভূত লাগে, বাংলাদেশে নিয়ম বা উচিত বলে কোন কথা নাই,,,, সরকার যাহা করে তাহাই বাংলাদেশের নিয়ম,,, বাংলাদেশের সরকার হল কানা,,, তাদের পাথে দেখিয়ে কোন লাভ নাই,,,,, কারন সরকার যে কানা হয়েই থাকতে চায়,,,,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.