নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রোপ্রাইটর- ট্যুরমেট, সদস্য- ট্যুর অপারেটর্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব), সাধারণ সম্পাদক - ট্যুরিষ্ট গাইড এসোসিয়েশন অব বাংলাদেশ (টিগ্যাব) । তবে, ট্যুর গাইড হিসেবেই নিজের পরিচয় দিতে স্বাচ্ছন্দ বোধ করি।

কায়েশ খান

ঢাকায় থাকি, বিচিত্র সব বিষয় নিয়ে মাথা ঘামাই!

কায়েশ খান › বিস্তারিত পোস্টঃ

বুড়োদের সাথে লাগতে হয় না!

০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:০৮

এক মুরগীর ফার্মের মালিক দেখলেন তার মোরগটির বয়স হয়ে গেছে তাই তিনি একটি নতুন যুবা মোরগ আনলেন। নতুনটিকে দেখেই পুরনো বুড়া মোরগটি নিজের অস্তিত্ব নিয়ে অস্বস্তিতে পরল। তার ধারনা, নতুনটির আগমনে তার জীবন হুমকিতে পরবে, মালিক তাকে জবাই করে খেয়ে ফেলবে।
তাই সে যুবা মোরগটিকে হঠানোর জন্য এক পরিকল্পনা চুড়ান্ত করে ফেলল। সে নতুন মোরগটির সাথে দৌড় প্রতিযোগিতায় আহবান জানাল। শর্ত হল, যেহেতু সে বয়ষ্ক সেহেতু সে এক হাত এগিয়ে থেকে দৌড় শুরু করবে। যৌবনের উদ্দিপনায় নতুনটি সহজেই প্রতিযোগীতায় রাজী হয়ে গেল।

এক সকালে দৌড় প্রতিযোগিতা শুরু হল>>>
মালিক নিজে দেখলেন তার আদরের নতুন যুবা মোরগটি জান-প্রান দিয়ে বুড়োটির পেছনে দৌড়াচ্ছে। মালিক ভুল বুঝলেন- ভাবলেন, মোরগের পেছনে লাগা মোরগের কোন দরকার তার নেই, তার দরকার মুরগীর পেছনে দৌড়ানো মোরগ। ফলে যা হবার তাই- বুড়াটির উপর আস্থা রেখে নতুনটিকেই জবাই করে দিলেন।

অতঃপর বুড়া মোরগ সুখে সংসার করতে থাকল>>>

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১২

অতঃপর হৃদয় বলেছেন: বাহ।!!!!!

২| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪

তট রেখা বলেছেন: হা হা হা-----। ভালো লাগল।

৩| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:১৯

চাঁদগাজী বলেছেন:


মুরগীর আত্মজীবনী?

৪| ০২ রা ডিসেম্বর, ২০১৫ বিকাল ৪:৫২

আহলান বলেছেন: ইসসস ... কেনো যে এল জি বিটি আইন ছিলো না? হিহিহি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.