![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকায় থাকি, বিচিত্র সব বিষয় নিয়ে মাথা ঘামাই!
কয়েকদিন আগে আমি সিএনজি অটো রিকশায় আমার চাবির গোছা রেখেই নেমে পরি। বাসার সামনের স্ট্যান্ড থেকে উঠে আমার অফিসে নেমেছি। হাতে অনেক কাগজ-পত্র থাকায় এবং তাড়াহুড়ায়ই ঘটনাটা ঘটে। যাই হউক, আমার বিকল্প চাবির ছড়া ছিল তাই তেমন অসুবিধা না হলেও মনটা খচ খচ করতে থাকল। কেউ বলে তালা পাল্টান, কেউ বলে সিএনজি গ্যারেজগুলুতে পাত্তা লাগান ইত্যাদি। সম্ভাব্য ব্যবস্থা হিসেবে স্থানীয় গ্যারেজ, চায়ের দোকান, অফিসের দারোয়ান ইত্যাদি সব জায়গায় বলে রাখলাম, চাবি পাওয়া গেলে ইনাম দেব এই মর্মেও ঘোষনা করে দিলাম। কিন্তু কাজের কাজ কিছুই হলোনা।
আগেই বলেছি, বিকল্প ছিল তাই সমস্যা হয়নি কিন্তু আমার মন ব্যাপারটাকে কিছুতেই মেনে নিতে পারছে না। কারনঃ এক, চাবির ছড়াটি আমার কাছে যতই গুরুত্বপূর্ন হউক না কেন সিএনজি ওয়ালার তা কোন কাজে আসবে না। দুই, সিএনজি ওয়ালা না বোঝার কোন কারন নেই যে তার কোন গ্রাহক চাবিটি ফেলে গেছে এবং তাকে সে কোথায় নামিয়েছে। তিন, সিএনজি ওয়ালা নিজে লক্ষ্য না করলেও তার পরবর্তী গ্রাহক নিশ্চই সিটের উপর তা দেখতে পাওয়ার কথা এবং ড্রাইভারের দৃষ্টি আকর্ষন করার কথা।চার, যেহেতু অনেকগুলু চাবি, সেহেতু এটা হারিয়ে আমি কতটা বিপদে পরতে পারি তা একজন সিএনজি ওয়ালা বা পরবর্তী গ্রাহক অনুধাবনের কথা। মানবিক কারনে হলেও বিষয়টি নিয়ে একটু তৎপর হওয়াই যায়।পাচ, চাবির গোছাটি ফেরত দিলে পুরষ্কৃত হওয়ারও একটা সম্ভাবনা নিশ্চই থাকে।
যাই হউক, কোন চিন্তাই যখন কোন কাজে আসলনা তখনই আমি আসল সত্য অনুধাবন করতে পারলাম। আরেকজন সিএনজি ওয়ালা আমার চোখ খুলে দিল, ভাবনার অবসান ঘটালো। আমি তার সাথে একই বিষয়ে আলাপ করতেই এবং তার পরিচিতি মহলের সাথে কথা বলে আমার চাবিটির ব্যাপাড়ে কোন সাহায্য করতে পারে কিনা জিজ্ঞেস করতেই সে বলল, " স্যার, কিছু মনে করবেন না।চাবির আশা বাদ দিন। ওটা আর পাওয়া যাবেনা।" কারনটা তার মুখেই শুনুন-
"অতীতে আমরা গাড়ীতে পাওয়া অনেক জিনিষই তার প্রাপ্য মালিককে ফেরত দিয়েছি, অনেক সময় অনেকে খুশী হয়ে বখশিসও দিয়েছে। কিন্তু দিন বদলে গেছে স্যার। এখন এই ধরনের জিনিষ ফেরত দিতে গেলে উলটো বিপদে পরতে হয়। হারানো জিনিষের সাথে এই ছিল, ঐ ছিল ইত্যাদি বলে হেনস্থা করে, চড়-থাপ্পর এমনকি পুলিশে দেয়ার ঘটনাও আছে। তাই এখন আমরা সিনিয়র সিএনজি চালকেরা এবং গ্যারেজ মালিকেরা প্রত্যেক ড্রাইভারকে বলে দেই, কোন কিছু পাওয়া গেলে যেন সাধু সাজতে ফেরত দিতে না যায় এবং অবশ্যই যেন কোন ড্রেনে বা খাল-নদীতে ফেলে দেয়। আমি নিজেও তাই করি।"
আমি হতবাক! এটার প্রতিবাদ কিংবা ব্যাখ্যা দেয়ার ক্ষমতা আমার নেই। আমার শুধু আফসোস! এভাবেই আমাদের সব মুল্যবোধ হারিয়ে দিনে দিনে আমরা আরো অসহায় হয়ে যাব। আমাদের সাহায্য করবার কেউ থাকবে না, কেউ আমাদের এই মানবিক বিকৃতি নিয়ে কথা বলবে না। আমরা ধীরে ধীরে সামাজিক জীব হিসেবে আমাদের আত্নপরিচয় ভুলে গিয়ে কেবলই রাজনৈতিক জীবে পরিনত হব।আদিম মানুষ যেসব কারনে যুথবদ্ধ হয়েছিল সেইসব অবস্থায় ফিরে যাব। আমরা পৃথিবীকে আবার আদিম জায়গায় ফিরিয়ে নিয়ে যাব। দোহাই লাগে, ফিরে আসুন, ফিরে আসুন প্রগতির পথে। এগিয়ে না যেতে পারি, আল্লাহর ওয়াস্তে পিছিয়ে যাওয়াটা ঠেকান! ( জানিনা কে ঠেকাবে)
২| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০৭
দিশেহারা আমি বলেছেন: হুম।
কিন্তু সত্যি বলতে কি জানেন, সিএন জি ওয়ালারা সব হারামি।একবার সি এন জি দিয়ে পুরান ঢাকা থেকে বউ,বাচ্চা, গাট্টি বস্তা সহ খিলগাঁও আসলাম।গাট্টি বস্তা উঠানো, নামানোর সময় সিএন জি ওয়ালা সাহায্য করেছিল।খুশি হয়ে সিএন জি ওয়ালাকে বখসিস ও দিয়েছিলাম।শশুর বাড়ি থেকে খেয়ে আসিনি বলে শাশুড়ি ২ টা টিফিন ক্যারিয়ার করে দুনিয়ার খাবার খাবার দিয়ে দিল।কেন খেলাম না তাই নিয়ে বউয়ের সাথে সারা রাস্তায় ঝগড়াও হলো।কিন্তু বাসায় আসার পরে টিফিন ক্যারিয়ার নামাতে ভুলে গেছি। সিএন জি ওয়ালা আমার শুশুরবাড়ি এবং আমার বাড়ি ২টাই চিনতো।কিন্তু সালার বেটা আর আসলো না।
৩| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫
ঢাকাবাসী বলেছেন: সিএনজিওয়ালা ঠিকই বলেছে। ফেরৎ দিতে গেলেও বা এদেশে কারো উপকার করতে যাওয়াটাও অনেক ঝামেলা। আরেকটা ঘটনা বলি। গাড়িতে বাসায় ফিরছি, পথে আমার সামনেই একটা গাড়ি একজন পথচারী মেয়েকে ধাক্কা মেরে পালাল। মেয়েটে পড়ে ছিল রাস্তায়। আমি আমার ড্রাইভারের সহায়তায় তাকে প্রায় অজ্ঞান অবস্হায় তুলে একটা ক্লিনিক পরে হাসপাতালে নিয়ে গিয়ে মহা সমস্যায় পড়ি। হাসপাতাল কতৃপক্ষ আমাকে ছাড়বেনা পুলিশ না আসা পর্যন্ত। পৃুলিশ এসে আমাকে ছাড়বেনা সন্তুস্ট না হওয়া পর্যন্ত। পরে এক বড় পুলিশ অফিসারকে বলে বাড়ি আসি। করবেন উপকার? কোন শা.. উপকার করে!
৪| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ বিকাল ৩:৩০
কান্ডারি অথর্ব বলেছেন:
রাজনীতি ঠিক আছে তবে সুস্থ ধারার রাজনৈতিক জীব হওয়া লাগবে। আর কে ঠেকাবে সেটা আল্লাহই ভাল জানেন।
©somewhere in net ltd.
১|
০৭ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:০২
রানার ব্লগ বলেছেন: সততা এখন বিপদের সম্মুখীন।