নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রোপ্রাইটর- ট্যুরমেট, সদস্য- ট্যুর অপারেটর্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব), সাধারণ সম্পাদক - ট্যুরিষ্ট গাইড এসোসিয়েশন অব বাংলাদেশ (টিগ্যাব) । তবে, ট্যুর গাইড হিসেবেই নিজের পরিচয় দিতে স্বাচ্ছন্দ বোধ করি।

কায়েশ খান

ঢাকায় থাকি, বিচিত্র সব বিষয় নিয়ে মাথা ঘামাই!

কায়েশ খান › বিস্তারিত পোস্টঃ

সময় বদলেছে কিন্তু বাঙ্গালী বদলায়নি, বদলাবেও না!

১১ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫০

ছোটবেলায় একটা বিরক্তিকর জিনিষ দেখতাম। কেউ একজন চুপিসারে একটা কাগজ হাতে ধরিয়ে দিত, যার ভেতর কিছু স্বপ্নে পাওয়া বুজরুকি বা বানী জাতীয় জিনিষ। পড়েছেন তো মরেছেন। এবার কমপক্ষে ১০টি কপি করে বিলাতে হবে। বিলালে আপনি বিরাট কিছু অর্জন করবেন, না বিলালে আপনার ক্ষতি হবে।এটা ছিল নিখাদ ফাজলামো।ফাপড়। পরবর্তীকালে ফটোকপি/জেরক্স বাজারে এলে ১০ কপির জায়গায় ২০/৫০ কপি বলা হতো। তখন ধান্দাটি বৈষয়িক রূপ নেয়।ধারনা করতাম এটা ফটোকপি ব্যবসায়ীদেরই চাল।ডিজিটাল যুগে এসে কোথায় এইসব কুপমন্ডুকতা থেকে রেহাই পাব তা নয় উল্টো এইসব কাহিনী চলে আসছে ফেসবুক সহ সোশাল মিডিয়াতে। এটাতে লাইক দিন, ওটাতে আমীন বলুন, সেটাতে চুমু খান, ১০জনকে ট্যাগ করুন, ওয়ালে শেয়ার দিন ইত্যাদি! উল্লেখ্য যে, এজাতীয় কাহিনী হিন্দু-মুসলিম উভয় দিক থেকেই জারী এবং কায়েম আছে। আমি সেই যে ছোটবেলায় ছুড়ে ফেলে দিতাম, এখনো সেই অবস্থানেই আছি।আমিও বদলাইনি আর ওরাও বদলায়নি। কিন্তু দুঃখের কথা হলো ফেসবুক-ইন্টারনেটের মত অগ্রসর টেকনোলজি ইউজার হয়েও কি করে অমন জিনিষ নিয়ে মাথা ঘামায় তা ভেবে পাইনা! আসলে ফাও জিনিষের প্রতি লোভ আমাদের মজ্জাগত। ফাও খানা, ফাও টাকা, ফাও সওয়াব এর প্রতি আমাদের লোভ অপরিসীম। কাজের নামে কিন্তু ঠনঠন। এদেরকে গালাগালি না করে এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ।

মন্তব্য ৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৬

ডাঃ প্রকাশ চন্দ্র রায় বলেছেন: এখনো কোন কোন এলকায় এই কুসংস্কার বিরাজমান ।

২| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৫০

ভীতুর ডিম্ব বলেছেন: হুবুহু আমার চিন্তা ধারণার সাথে মিলে গেছে।
ভালো লাগলো।

৩| ১১ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: যত্ত সব ভণ্ডামি!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.