নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রোপ্রাইটর- ট্যুরমেট, সদস্য- ট্যুর অপারেটর্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব), সাধারণ সম্পাদক - ট্যুরিষ্ট গাইড এসোসিয়েশন অব বাংলাদেশ (টিগ্যাব) । তবে, ট্যুর গাইড হিসেবেই নিজের পরিচয় দিতে স্বাচ্ছন্দ বোধ করি।

কায়েশ খান

ঢাকায় থাকি, বিচিত্র সব বিষয় নিয়ে মাথা ঘামাই!

কায়েশ খান › বিস্তারিত পোস্টঃ

পাখিদের কোন ফেসবুক নেই, থাকলে ওরা স্ট্যাটাস দিত -

১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৭

শহরবাসী পানির পাম্প ছাড়ে সকাল-বিকাল। পানির ট্যাঙ্ক ভরে গেলে কিছুটা পানি উপচে পরে যদিও মানুষেরা তখন হাক-ডাক ছাড়ে পাম্প বন্ধ করার জন্য।বন্ধ করেও দেয়।পানির ট্যাঙ্কগুলুও একেবারে ঢাকনা দিয়ে তালা মারা। কেউ একবারও ভাবে না, আমাদের পান-স্নানের একমাত্র সুজুগ তাদের এই অনবধানতাবশত উপচে পরা খানিকটা পানি।পুকুর-নদী-খাল শব্দগুলু ঢাকা শহরের জন্য অচীন শব্দ। ছিল কিন্তু খেয়ে ফেলেছে।

মাঝে মাঝে বড় বড় মেশিন দিয়ে যখন গর্ত করতে দেখি তখন ভাবি, বুঝি পুকুর খনন করছে! কিন্তু না, মানুষেরা আসলে বাড়ি বানানোর জন্য আগে একটা বিরাট গর্ত করে। পরে সেটা আবার বুজিয়ে ফেলে সেখানে মস্ত ইমারত তৈরী করে। আগে মাঝে মধ্যে ড্রেনের পানিতেও জরুরী কাজ সারা যেত কিন্তু এখন ড্রেনগুলুকেও স্ল্যাব দিয়ে ঢেকে দিয়ে উপরে দিব্যি দোকান-পাট খুলে বসে আছে। মানুষগুলুর বুদ্ধি দেখে হাসি পায়। পাখি সামান্য জলপান করবে, তা ঠেকানোর জন্য কত পায়তারা!যাই হউক মনুষ্যচরিত বোঝার সাধ্যি আমাদের নেই।আমরা কেবল তাদের করুনাই কামনা করতে পারি।

হে নগরবাসী! আমাদেরকে একটু দয়া কর। দয়াকরে ছাদের কোনায় কিংবা বারান্দার শেষ মাথায় ফেলে দেয়া মাটির বাসন অথবা প্লাষ্টিকের বাটিতে একটু পানি রাখ। আমরা অপচয় করব না। ওইটুকুতেই জরুরী পান-স্নান সেরে নেব। আমরা তো প্রকৃতিরই সন্তান, আমাদের জন্য এতটুকু নিশ্চই করতে পারবে।বিনিময়ে আমরা কিছুই দিতে পারব না কিন্তু প্রকৃতির সন্তান হিসেবে আমাদের যা ভুমিকা তা নিশ্চই রেখেই যাব।গান শোনাব, কীটপতংগ আবর্জনা সাফ করব, সকাল সাঝে ডেকে ডেকে তোমাদের শুভেচ্ছা জানাব।

তোমরা বল, মানুষ মানুষের জন্য কিন্তু আমরা তো শুনেছি, মানুষ প্রকৃতির জন্য!

হে মানুষ, আমরা এই গরমে পানির অভাবে কষ্ট পাচ্ছি !

মন্তব্য ৩ টি রেটিং +২/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩

এস.কে.ফয়সাল আলম বলেছেন: হা.হা.হা.
পাখিদের মনের কথা আপনি জানলেন কেম্নে !
পড়ে মজা পাইছ :D

২| ১১ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪১

গেম চেঞ্জার বলেছেন: মজা পাওয়ার চেয়ে খারাপ লাগল বেশি।

৩| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:১১

কান্ডারি অথর্ব বলেছেন:



ভাল লিখছেন।

৪| ১২ ই এপ্রিল, ২০১৬ সকাল ১০:২৩

ফয়সাল রকি বলেছেন: গেম চেঞ্জার বলেছেন: মজা পাওয়ার চেয়ে খারাপ লাগল বেশি।
সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.