![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঢাকায় থাকি, বিচিত্র সব বিষয় নিয়ে মাথা ঘামাই!
বুদ্ধিমান আর চালাক দুই মেরুর বাসিন্দা - আমাদের সমাজে বুদ্ধিমত্তা অবহেলিত আর তাই চালাকীর জয়জয়কার। এটা রাজনীতিক থেকে আমলা হয়ে ব্যবসায়ী পর্যন্ত মায় জনগনের একটা বিরাট অংশ পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে।এর থেকে মুক্তি তো দূরের কথা বরং চালাকেরা এখন খোদার সাথেও চালাকী শুরু করে দিয়েছে। রমজান সমাগত, রমজানে কিছু কিছু ভোগ্যপন্যের চাহিদা বেড়ে যায় বলে দোকানীরা সবসময় সেই সুজুগে অস্বাভাবিকভাবে দাম বাড়িয়ে দেয়।অন্যান্য বছরের মত এবারও তাই ঘটবে বলে অনুমিত ছিল।কিন্তু জনসাধারনকে চমকে দিয়ে চালাক সরকারের চালাক ব্যবসায়ী এবার দুই মাস আগে থেকে ছোলা বুট, পেয়াজ, খেজুর, ইত্যাদির মুল্য বাড়িয়ে দিয়েছে। এই দুই মাসে দাম শুনতে শুনতে মানুষ অভ্যস্ত হয়ে যাবে আর তাতে কেউ বলতে পারবে না যে রমজানে জিনিষপত্রের দাম বেড়েছে। সরকারও একই গলাবাজি করতে পারবে যে, তাদের মনিটরিং এর জন্যই এবার রমজানে ভোগ্যপন্যের দাম বাড়েনি। কি সাংঘাতিক চালাকি, জনগনের সাথে, প্রকারান্তরে রোজাদারের সাথে, প্রকারান্তরে আল্লাহর সাথে! যাজাকাল্লাহু তায়ালা খায়রুল ফিদ্দারাইন - আল্লাহ যেন এই চালাকীর উত্তম প্রতিদান দেন!
২| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৪৮
বিপরীত বাক বলেছেন: বাঙালির মেধার মূল্যায়নই তো হয় এই স্কেলে যে চুরি,বাটপারি, জোচ্চুরি, জালিয়াতি, ঠকবাজি, প্রতারণা তে কে কতটা সফল।
সবক্ষেত্রেই একই পরিমাপ।
৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৪
মনসুর-উল-হাকিম বলেছেন: সাংঘাতিক বদ-চালাকি, জনগনের সাথে, প্রকারান্তরে রোজাদারের সাথে, প্রকারান্তরে আল্লাহর সাথে! যাজাকাল্লাহু তায়ালা খায়রুল ফিদ্দারাইন - আল্লাহ যেন এইবদ-চালাকীর উত্তম প্রতিদান দেন! আল্লাহুম্মা আমীন।
৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:১৫
মানবী বলেছেন: বাহ্! তাহলে রমজানে দাম বেড়েছে এমন অভিযোগ আসবেনা... ভালো তো!
আমার ধারনা তারপরও রমজান মানুষের কিছু লোভী ব্যবসায়ি এসব পণ্যের দাম আরো বাড়িয়ে দিবে।
পোস্টের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৫৫
আনোয়ার ভাই বলেছেন: আমাদের সমাজে বুদ্ধিমত্তা অবহেলিত আর তাই চালাকীর জয়জয়কার । দারুন বলেছেন কায়েশ খান । এ বিষয়টি উপলব্ধি করার মত মানুষের সংখ্যাও সমাজে কমে গেছে।