নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রোপ্রাইটর- ট্যুরমেট, সদস্য- ট্যুর অপারেটর্স এসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব), সাধারণ সম্পাদক - ট্যুরিষ্ট গাইড এসোসিয়েশন অব বাংলাদেশ (টিগ্যাব) । তবে, ট্যুর গাইড হিসেবেই নিজের পরিচয় দিতে স্বাচ্ছন্দ বোধ করি।

কায়েশ খান

ঢাকায় থাকি, বিচিত্র সব বিষয় নিয়ে মাথা ঘামাই!

কায়েশ খান › বিস্তারিত পোস্টঃ

অরল্যান্ডো কান্ডঃ লজ্জা ঢাকো আমেরিকা!

১৬ ই জুন, ২০১৬ সকাল ১১:০২

আমি যদি বলি, "আমেরিকার এক সমকামী নাইটক্লাবে দীর্ঘদিন যাতায়াতকারী এক সমকামী মাতাল যুবকের গুলিতে ৫০ জন সমকামী নিহত। আহত আরো ৫৩ সমকামী।" - কতটুকু ভূল বললাম?

লক্ষ করুনঃ

এক, সমকামীতা লজ্জার
দুই, সমকামীতা ধর্মবিরোধী
তিন, সমকামীতা অনৈতিক
চার, ওমর মতিন একজন সমকামী বটে
পাচ, ওমর মতিন আমেরিকার নাগরিক
ছয়, ওমর মতিন আমেরিকার অস্ত্র আইনে বৈধ অস্ত্রের মালিক
সাত, ওমর মতিন বৈধ ভাবে আমেরিকায় থাকত
আট, ওমর মতিন আমেরিকার সংস্কৃতি অনুযায়ী মদ্যপায়ী
নয়, ওমর মতিন জন্মসূত্রে একজন আমেরিকান
দশ, ওমর মতিনকে মুসলমান বলার কোন ন্যায়সংগত ভিত্তি নেই।
তাই আমি বলব এই ঘটনাকে মুসলমান বা ইসলামের সাথে সম্পৃক্ত করার কোন সুযুগ নাই এবং মুসলমানদের এটা নিয়ে বিব্রত হওয়ারও কোন কারন নেই। এটা আমেরিকান সংস্কৃতির নির্লজ্জতার বহিঃপ্রকাশ।

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৬ সকাল ১১:১০

এম এস আরেফীন ভুঁইয়া বলেছেন: খুব সুন্দর করে শক্ত কথা বলেছেন, ভাল লাগল।

২| ১৬ ই জুন, ২০১৬ সকাল ১১:৩৯

মোস্তফা ভাই বলেছেন: মানুষ মারলো গে মুসলিম জংগী আর দোষ হলো আমেরিকার!!!!! টিপিক্যাল ইসলামী চিন্তা। যাও হুজুরের কোলে বসে হুরপরীর কথা ভাবো। এ লজ্জা সমগ্র মুসলিম বিশ্বের, মানুষ এখন বুঝে গেছে ইসলাম খুনাখুনি ছাড়া কিছু দিতে পারে নি মানব সভ্যতাকে।

৩| ১৬ ই জুন, ২০১৬ সকাল ১১:৫৭

কায়েশ খান বলেছেন: একজন মুসলিম যখন সমকামী হয়ে যায় বা জংগী হয়ে যায় তখন সে আর মুসলিম থাকেনা, খারিজ হয়ে যায়। অনেকে অবশ্য চুল-বাল দেখে লোকের ধর্ম আন্দাজ করতে অভ্যস্ত যা আদৌ ঠিক নয়।

৪| ১৬ ই জুন, ২০১৬ দুপুর ১২:৫৩

ধ্রুবক আলো বলেছেন: এই ঘটনাকে মুসলমান বা ইসলামের সাথে সম্পৃক্ত করার কোন সুযুগ নাই এবং মুসলমানদের এটা নিয়ে বিব্রত হওয়ারও কোন কারন নেই। এটা আমেরিকান সংস্কৃতির নির্লজ্জতার বহিঃপ্রকাশ। আমি একমত

৫| ১৬ ই জুন, ২০১৬ বিকাল ৪:৩১

ব্লগার শিশির ইসলাম বলেছেন: এই ঘটনাকে মুসলমান বা ইসলামের সাথে সম্পৃক্ত করার কোন সুযুগ নাই এবং মুসলমানদের এটা নিয়ে বিব্রত হওয়ারও কোন কারন নেই। এটা আমেরিকান সংস্কৃতির নির্লজ্জতার বহিঃপ্রকাশ। একমত ।

৬| ১৬ ই জুন, ২০১৬ বিকাল ৫:০৬

ব্লগার শিশির ইসলাম বলেছেন: সমকামি ক্লাবে এই হামলার ঘটনাকে নিয়ে আইএস মারকা কিছু খারেজি মুসলিমরা বেশ লাফালাফি শুরু করে দিয়েছে । আইএস এর কাজ হলো বাটপারি, চিটারি আর ধান্দামি । দুনিয়ার কোথাও কোনো দেশে কোন হামলা হলেই আইএস সেখানে তাকিয়ে থেকে দেখে সে হামলার কোন দায়ভার কেউ গ্রহন করে কিনা । যদি দেখে সে হামলার কেউ ই দায় স্বীকার না করে তাহলেই আইএস সেখানে ঝোপ বুঝে কোপ মারে । সুযোগ পেলেই হুট করে আইএস নামক এই তাকফিরী জনগোষ্ঠী তার দায় স্বীকার করে নেয় । অথচ তারা যে সকল হামলার দায় স্বীকার করে নেয় সে সকল হামলা যে আইএস এর বাটপার চিটার রা করেছে তার কোনো প্রমাণ কখনই মিলে না । কিছুদিন আগে ফ্রান্সেও একই ঘটনা ঘটায় আইএস । আর আইএস এর এই সকল মিথ্যাচারে বিশ্বাস করে কিছু সংখ্যক হাদারাম টাইপের মুসলিমরা বেশ লাফালাফি শুরু করে দেয় । এসকল মিথ্যচারের মাধ্যমে আইএসরা পুরো দুনিয়ার তাদের কিচু অন্ধ ভক্ত বানিয়ে শেষ নিয়ে পর্যন্ত তারা তাদেরকে খারেজি করে ছেড়ে দেয় ।
দুনিয়ার বুকে এই আইএসরা হচ্ছে এক খারেজি , তাদের নামে যারা লাফালাফি করে তাদেরকেও তারা খারেজি করে ছাড়ে । যত্তসব বাটপার চিটারের দল আইএস ।

৭| ১৬ ই জুন, ২০১৬ রাত ১১:৩৫

Ahsan mir বলেছেন: সমকামী আবার মুসলিম কিসের।
সেই নিজের উরপ চুরান্ত জুলুম বেচে নিয়েছে।
খারিজ হয়ে গেছে মুসলিম থেকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.