নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজী ফয়সাল হোসেন

কাজী ফয়সাল হোসেন

আমি সাধারণ কৃষক মজুর শ্রেণীর মানুষ।

কাজী ফয়সাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

বিধবার বিয়েতেও চাঁদাবাজি !!!

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:০১

আজ একটা রাক্ষসের গল্প বলবো, রুপকথার রাক্ষস না; এ যুগেও রাক্ষস আছে । তারাও রুপকথার রাক্ষসের চেয়ে কম ভয়ঙ্কর নয় ।
আমার এক বড় ভাই; কিছুটা বন্ধুও বটে । তবে আমি তেমন কথা বলি না । তার ব্যাপারে বলা যেতে পারে সে ধান্দাবাজ ।

আমাদের বাসার পাশেই এক ভদ্রমহিলা থাকেন । বেশ কয়েকবছর আগে তার স্বামী মারা যায় । তার ছোট একটা ছেলে আছে । ছেলেটার বয়স বড়জোর নয়-দশ বছর হবে । ছেলেটাকে আমরা সবাই খুব ভালোবাসি, আমি নিজের ছোট ভাইয়ের মত দেখি । একজন স্বল্পশিক্ষিত মহিলার পক্ষে এই ঢাকার শহরে একটা বাচ্চাকে লেখাপড়া করিয়ে মানুষ করার পাশাপাশি সংসার চালানো খুব একটা সহজ নয়; বরং বেশ কঠিন ।

উনি সেলাই মেশিনে সেলাই করে সংসার চালান । সম্প্রতি উনি বিয়ে করেছেন । সেই বিয়েতে আমার সেই তথাকথিত বড় ভাই ২০০০ টাকা চাঁদা নিয়েছে । কোন মানুষের পক্ষে এই কাজ করা সম্ভব না । আমি কোন মতেই এই ব্যাপারটা মেনে নিতে পারছি না । আমি শুধু ভাবছি কি হবে আমাদের এই সমাজের ??? নিজেকে অথর্ব, অসাড় মনে হচ্ছে ।

তাই আনাড়ি হাতে এই দুটো লাইন লেখার ক্ষুদ্র প্রয়াস । আমি শুধু বলতে চাই আজ অন্যের সাথে হয়েছে, কাল আপনার সাথে হবে । তাই নিজ নিজ জায়গা থেকে প্রতিবাদ গড়ে তুলুন ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:১৮

মনিরা সুলতানা বলেছেন: এদের জন্য ঘৃণা জানানোর ভাষা নেই ,কিন্তু আমাদের সমাজে আজ উনারাই সমাজপতি ।

৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১০:৪৯

কাজী ফয়সাল হোসেন বলেছেন: আমাদের কষ্ট কে আন্দোলনে পরিবর্তিত করতে হবে । আমি চেষ্টা করে যাচ্ছি এই নিয়ে কাজ করার ।

২| ৩০ শে নভেম্বর, ২০১৬ রাত ১১:০৯

রায়হানুল এফ রাজ বলেছেন: আসলে বিড়ালের গলায় ঘণ্টা বাঁধার কেউ নেই।

০২ রা ডিসেম্বর, ২০১৬ রাত ১১:২৬

কাজী ফয়সাল হোসেন বলেছেন: চেষ্টা তো করে যাচ্ছি ভাই । ইনশাআল্লাহ্‌ জয় একদিন হবেই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.