নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাজী ফয়সাল হোসেন

কাজী ফয়সাল হোসেন

আমি সাধারণ কৃষক মজুর শ্রেণীর মানুষ।

কাজী ফয়সাল হোসেন › বিস্তারিত পোস্টঃ

গণধর্ষণ ও হত্যা মামলার আসামীকে ফুল দিয়ে বরন করলো তরুণ ছাত্র সমাজ !!!

৩১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ১০:০১

জানি হাজার লেখার আড়ালে এই আনাড়ি হাতের লেখা হয়তো তেমন কারো চোখে পড়বে না, তবুও বলবো একটু পড়বেন ।

আজ কলেজ গিয়েছিলাম । আগামীকাল অনার্স প্রথম বর্ষের নবীন বরন অনুষ্ঠান । আমরা ছাত্ররা সবাই ক্লাস সাজানোতে ব্যস্ত । আগেই বলে রাখি আমাদের কলেজে রাজনীতির ব্যাপক প্রভাব । হটাত শুনতে পেলাম হইহুল্লোর, কে যেন একজন এসেছে । আমি যদিও চিনি না । একে ওকে জিজ্ঞেস করার নাম শুনতে পেলাম । বুঝতে বাকি রইলো না যে নিশ্চয়ই কোন রাজনৈতিক নেতা এসেছেন । আমাদের ক্লাসের অনেক ছেলেরা সেখানে গেলো, সবাই ফুলের মালা দিয়ে বরন করলো, সবাই কোলাকুলি করছে ।

এখন বলি তার পরিচয় । তিনি আমাদের কলেজের একটা ছাত্রসংগঠনের সাংগঠনিক সম্পাদক । তবে এটাই তার একমাত্র পরিচয় না । তার আরও একটা পরিচয় আছে । সেটা হল কিছুদিন আগে এক মেধাবী তরুণীকে গণধর্ষণ ও হত্যা মামলার আসামি তিনি ।

এখন যে বিষয়টা তুলে ধরার চেষ্টা আমি করেছি সেটা হল, এই ধরনের একজন মানুষকে ফুল দিয়ে বরন করছে তরুণ ছাত্র সমাজ ??? যারা কিনা দেশের ভবিষ্যৎ, যাদের জয়গান গেয়েছেন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, সুকান্ত ভট্টাচার্য প্রমুখ । আর ভাবতেই লজ্জা লাগছে যে আমি এই তরুণ সমাজের অংশ । এরা কি মানুষ ??? এদের কি বিবেক বলতে কিছু নেই ???

ঈশ্বর আমাদের মঙ্গল করুক ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.