![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রত্যেকের হাতের রেখা, এক একটা গল্প
এক একটা দীর্ঘ তিক্ত উপন্যাস ।
সে উপন্যাস বলে ফেলে আসা নির্মল
এক শৈশবের কথা,
সে উপন্যাস বলে বসন্তকে নতুনভাবে অনুভব করা
এক কৈশোরের কথা,
সে উপন্যাস বলে উদ্দীপ্ত রঙিন স্বপ্নভরা
এক যৌবনের কথা,
সে উপন্যাস বলে স্মৃতিচারণে দীর্ঘশ্বাস ফেলা
এক বার্ধক্যের কথা।
আঁকাবাঁকা হয়ে যাওয়া হাতের রেখা বলে
সেইসব ঝড়ঝঞ্ঝার রাতে প্রেয়সীর
উষ্ণ নিঃশ্বাসের আলতো ছোঁয়া,
হেটে চলা সেইসব তপ্ত খড়রোদ্রের দিন
যা বাঁচিয়েছে প্রাণের অস্তিত্ব
দিনের পর দিন।
আমার হাতের রেখা বলে সেইসব মধুময় স্মৃতির
যা আমার অতীতে ফিরে যাওয়ার সাধ জাগায়,
সেইসব ভয়ার্ত স্মৃতির যা দুঃস্বপ্নে ভাবতেও গা শিউরে ওঠে
তবুও এগুলোই আমার সম্পদ,
এগুলোই আমার বেঁচে থাকার রসদ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৬
কাজী ফয়সাল হোসেন বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে । আপনার সুন্দর এই মতামত আমার ভবিষ্যৎ পথ চলায় অনুপ্রেরনা হয়ে থাকবে ।
২| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ সকাল ১০:১৮
রাজীব নুর বলেছেন: ওরে ব্বাব্বা----
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৭
কাজী ফয়সাল হোসেন বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ । আপনার মতামত দেখে আমি খুবই আনন্দিত এবং উৎসাহিত বোধ করছি।
৩| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:২৯
শাহরিয়ার কবীর বলেছেন: হাতের রেখায় প্রেমের কোন লেখা থাকে?
কবিতা ভালো হয়েছে++
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৩৭
কাজী ফয়সাল হোসেন বলেছেন: হাহা হিহি ওহ আহ হাহ হা ! জোকার এরকম হেসেছিল একবার । যাই হোক, কারো কারো থাকে কিন্তু আমার তো নেই । অন্যথায় কবিতা লিখতে বসতাম না। আপনার সুন্দর মতামতের জন্য ধন্যবাদ । আশা করি, ভবিষ্যতেও পাশে থাকবেন।
৪| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪১
শাহরিয়ার কবীর বলেছেন: সবসময় পাশে আছি সমস্যা নেই। কবিতা লিখে যান মনে আনন্দে।
গাইতে গাইতে গায়ক, আর লিখতে লিখতে লেখক ।
শুভ কামনা রইল ভায়া।
©somewhere in net ltd.
১|
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১:০৯
মিঃ সালাউদদীন বলেছেন: শক্ত হাতের লেখা ।