![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সহজ কথাটিও প্রকাশ করা গেলো না
বেধে যেন পড়লো কোথায়,
বেশি বেশি ধ্যানে গিয়ে
প্রেমও আমার গেলো বৃথায়।
তুমি কি করে না বুঝে পারলে?
বুঝেও না বোঝার ছলটা
কার সাথেই বা করলে?
ছলের পর্দা নিশ্চয়ই উবে একদিন যাবে
তার আগেই তরি সকল যে, আঁধারে তলাবে।
কিছু লেখার আগেই, পৃষ্ঠা সকল নিলে তুমি কেড়ে
সেই বেদনা আজো আমায় ক্ষণে ক্ষণে পেড়ে।
লিখে সকল ব্যথা আমি ঠেলে দিতাম দূরে
না লিখে মন আমার ফেরে না আর নীড়ে।
মন যদি নাইবা ফেরে,
জেনে রেখো, ও তোমার কাছেই আছে
পারো যদি ওকে তুমি মুক্ত করে দিয়ো।
পথ হারিয়েও যদি সে আমার কাছে ফেরে
এবারের মত জীবনখানা জিইয়ে রাখা যাবে।
ইশ! কত রাতের ভোরে ভেবেছি তোমার দিঠি
চাঁদের আলোয় লিখেছি কত প্রীত বেনামি চিঠি ।
কি ভূষণ দেবো তাই ভেবে কত প্রহর গেছে কেটে
তোমার রূপের তকমা দেয়ার
ঔদ্ধত্য কি আর এই বেচারার জোটে?
যত যাই লিখি না কেন
পৌছতে আর পারলাম কই,
তাই বলে কি এমন শাস্তি, তুমি আমায় দেবে সই?
একটু হলেও রেখো আমায় তোমার ওই মননে
হারিয়ে গেলেও শান্তি পাবো ব্যর্থ এই জীবনে।
অমন পবিত্র হৃদয়ে জায়গা কয়জনেরই জোটে
আমারও যে হবে তা আশা করছি না মোটে।
শেষ হয়েও হয় না যে ভালোবাসার কথা
এ রাত বুঝি কেটেই যাবেই লিখতে মনের ব্যথা।
খাড়া নাক আর আয়ত হাসি বাঁচিয়ে রেখো আজীবন
দূর থেকে দেখেই যেন ভালমন্দে
ফুঁড়োয় আমার ত্রিভুবন।
০৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৩:২০
কাজী ফয়সাল হোসেন বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ। পাশে থাকবেন।
২| ০৫ ই অক্টোবর, ২০১৯ বিকাল ৪:০৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
০৫ ই অক্টোবর, ২০১৯ রাত ৮:৪১
কাজী ফয়সাল হোসেন বলেছেন: অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৫ ই অক্টোবর, ২০১৯ দুপুর ২:২৩
অনন্ত গৌরব বলেছেন: অনেক ভালো লিখেছেন